Bhai Phota SMS, Wishes In Bengali 2023
বাঙালির বারো মাসে তেরো পার্বন, আর এই তেরো পার্বনের মধ্যে একটি পার্বন হলো ভাইফোঁটা । দীপাবলির পরেই ভাইয়ের মঙ্গল কামনায় বোন বা দিদিরা এক বিশেষ ফোঁটা দেয়। তবে বর্তমান সময়ে ভাইফোঁটা হয়ে গেছে একটি সামাজিক ট্রেন্ড । ভাইফোঁটার শুভেচ্ছা বিনিময় করার মাধ্যমে দিদি বা বোনেরা দাদার থেকে নিজের পছন্দের জিনিস আবদার করে। এই বিশেষ দিনকে আরো সুন্দর করে তুলতে আপনার জন্য রইলো ভাইফোঁটার বিশেষ
শুভেচ্ছাবার্তা মেসেজ, স্ট্যাটাস ।
শুভেচ্ছাবার্তা মেসেজ, স্ট্যাটাস ।
Bhai Phota Wishes In Bengali
“বছরে একদিন ভাইফোঁটা হয়
প্রতিদিনের জীবনে তার সুধা রয়
ভাইয়ের সাধনা বোনের কামনায়
দীর্ঘায়ু হোক ভাইফোঁটার পরিচয়।”
**”হ্যাপি ভাই ফোঁটা”***
“প্রেম প্রীতি আর স্নেহ দিয়ে গড়া
মোদের ভাই বোনের এই বন্ধন,
লক্ষ্য প্রাণের টানে হৃদয় মিলিয়ে
ভালোবাসার দ্বীপ যাবো জ্বালিয়ে,
জীবন যুদ্ধে যদি পরি কেউ পিছিয়ে
বেদনা কাতর চোখের জল দেবো মুছিয়ে।”
শুভ ভাইফোঁটা
Bhai Phota Bengali Message
পুব আকাশে সূর্য হাসে সোনা ভরা সকালে
বোন আজ দেবে ফোঁটা ভাইয়ের কপালে,
জমের দুয়ারে পরবে কাঁটা এমন শুভ দিনে
প্রেম প্রীতি ভালোবাসায় রেখো বোনকে মনে
ভাইফোঁটা Quotes
বিশ্ব জোড়া ভাই আছে
বোনের আদর পাবে সবার কাছে
শুধু মনের আগল খুলে রাখা চাই
ভাই বিনা জীবনের কদর নাই…
আরো পড়ুন,
যদি হতো ফোঁটা বছরে প্রতিদিন
জমতো আড্ডা খুশিতে চিরদিন,
পাওনা গণ্ডার মিষ্টি ঝগড়ায়
জীবন হতো রঙ্গীন
ভাই ফোঁটা Status
যে ভাই বোন থাকে দূরে দূরেতে
প্রতীক্ষার ভোর হয়না কিছুতে
হয়ত এই দিনে তাদের জীবনে
পূবালী আসবে ভাইফোঁটার শুভক্ষণে”
শুভ ভাই ফোঁটা
ভাইফোঁটা শুভেচ্ছা SMS
আমি কোনদিন শব্দে
বোঝাতে পারব না,
যে তোমার মতন একটা
ভাই পেয়ে আমি কতটা
সৌভাগ্যবান…
সারা জীবন আমাদের
সম্পর্ক যেন এমনি অটুট থাকে।
শুভ ভাইফোঁটা
আমার মিষ্টি ভাইকে জানাই
ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা…
শুভ ভাইফোঁটা
Bhai Phota Images In Bengali
ভাই ফোঁটা হলো বোনের কাছ ভাইয়ের সুরক্ষার প্রার্থনা করে দুজনের মধ্যে
সম্পর্কটাকে দৃঢ় করার একটি উৎসব, এই বছর আমরা সবাই আমাদের বোন এবং ভাইদের
জন্য আরও বেশি ভালবাসা এবং সুরক্ষার সাথে এটি উদযাপন করি। এই ভাই ফোঁটার জন্য
শুভকামনা।
সম্পর্কটাকে দৃঢ় করার একটি উৎসব, এই বছর আমরা সবাই আমাদের বোন এবং ভাইদের
জন্য আরও বেশি ভালবাসা এবং সুরক্ষার সাথে এটি উদযাপন করি। এই ভাই ফোঁটার জন্য
শুভকামনা।
Bengali Bhai Phota 2023
ডিয়ার দাদাভাই তুমি আমার জীবনে সবচেয়ে সেরা উপহার যা ঈশ্বর আমাকে
পাঠিয়েছেন। তোমাকে আমি কতটা স্নেহ করি তোমাকে বলে বোঝাতে পারব না। আজকের এই
দিনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার সুস্থ জীবন এবং দীর্ঘায়ুর জন্য।
খুব ভালো থেকো। শুভ ভাইফোঁটা দাদা।
পাঠিয়েছেন। তোমাকে আমি কতটা স্নেহ করি তোমাকে বলে বোঝাতে পারব না। আজকের এই
দিনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার সুস্থ জীবন এবং দীর্ঘায়ুর জন্য।
খুব ভালো থেকো। শুভ ভাইফোঁটা দাদা।
You never say no you never say thats impossible and you never say you can
not. That’s my bro a superman who make things possible and who make paths
smoother. I love you Bro.
not. That’s my bro a superman who make things possible and who make paths
smoother. I love you Bro.
The pious occasion of Bhaidooj reminds me of the days when we were kids. We
fought and made up easily. Those lovely days can not come back but will
always stay in my heart. Missing you darling brother on this Bhaidooj.
fought and made up easily. Those lovely days can not come back but will
always stay in my heart. Missing you darling brother on this Bhaidooj.
Bhai Dooj Images, Wishes In Bengali
Dear Brother you are so special for me…
May god always keep you happy…
Happy Bhai phota….
Praying for your long life and good health
on this Bhai Dooj and always
Have a Chocolaty Bhai Dooj
Another fresh Bhai Dooj is here . . .
Another year to live!
To vanish worry, doubt, and fear,
To love and laugh and give!
You can understand the things I never said.
You can understand the pain which is not visible to anyone.
You Are The Best Brother…….!
Happy Bhai Dooj To You….!!