Durga Puja Best Movie Release 2023 : দূর্গা পূজোয় কোন ছবি দেখবেন ? Bagha Jatin, Raktabeej, Leo, Ganpath

Bongconnection Original Published
5 Min Read

Durga Puja Best Movie Release 2023 : দূর্গা পূজোয় কোন ছবি দেখবেন ? Bagha
Jatin, Raktabeej, Leo, Ganpath 

Durga Puja Best Movie Release: দূর্গা পূজোয় কোন ছবি দেখবেন ? Bagha Jatin, Raktabeej, Leo, Ganpath
Loading...


Durga Puja Best Movie Release 2023

বাংলার বক্স অফিসে একসাথে এত গুলো বড় রিলিজ আগে হয়েছে? গোটা দেশে একসাথে ১০
টা সিনেমা মুক্তি পাবে। ১০ টা নাহলেও ৭-৮ খানা সিনেমা কনফার্ম বাংলাতে আসছেই!
তো এই রিলিজ গুলো থেকে কি এক্সপেক্ট করছি না করছি, সেটা নিয়েই একটু আলোচনা করা
যাক। পুজোর এই মরশুমে প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে কোন সিনেমাটি দেখলে আপনার সময় ও
টাকা দুটোই Justify করবে সেটা জেনে নিন। 

১. কিলার্স অফ দা ফ্লাওয়ার মুন (Killers of the Flower Moon) :
সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এক পরিচালক+সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দুই অভিনেতা
একসাথে আসলে কি হতে পারে সেটাই দেখার। এত বড় স্কেল এ মার্টিন স্কর্সেসি আগে
সিনেমা করেছেন কি? বাজেট অনুযায়ী এটা তার সব থেকে ব্যয়বহুল সিনেমা, নেপোলিয়ন
এবং ওপেনহাইমার এর কঠিনতম অস্কার প্রতিদ্বন্দ্বী। আশা করা যায় আমরা একটা এপিক
ক্রাইম ড্রামা পেতে চলেছি।

Durga Puja Movie Release

Loading...
২. বাঘা যতীন (Bagha Jatin) :
শেষ ৫ বছরে কোনো বাংলা সিনেমা নিয়ে এত বেশি উৎসাহ অনুভব করিনি! দেবকে এখনও
একজন দুর্দান্ত অভিনেতা বলার অবকাশ পাইনি, এই সিনেমাও গেম চেঞ্জার কিনা সেটা
এখনও বলতে পারছিনা। কিন্তু এই সিনেমার মধ্যে সম্পূর্ণ পোটেনশিয়াল আছে এই দুটো
ক্ষেত্রেই ছাপ ছেড়ে যাওয়ার। অরুণ রায় একজন ভালো পরিচালক, ওনার ৮/১২ বিনয়
বাদল দিনেশ খুবই ভালো হয়েছিল। বাঘা যতীন এর পোস্টার, টিসার, ট্রেলার, গান, যা
যা এসেছে সবই ভালো লেগেছে। তিনটে গানই গায়ে কাঁটা দেওয়ার মত। এবার দেখা যাক
এন্ড রেজাল্ট কি হয়।
৩.
দশম অবতার(Dawshom Awbotaar
: সৃজিত বাবু, থুড়ি, স্যার বাংলার কপ ইউনিভার্স আনছেন, আর হিন্দির কপ
ইউনিভার্সের মত এটাও আমার গোঁজামিল দেওয়া ইউনিভার্স ই মনে হচ্ছে। তবে যেহেতু
থ্রিলার ওনার কমফোর্ট যোন এবং দুর্দান্ত কিছু অভিনেতা অভিনেত্রী (প্রসেনজিৎ,
অনির্বাণ, যিশু, জয়া) উপস্থিত আছেন, তাই বিশেষ কিছু পাওয়ার আশা রাখছি। গান
গুলো খুব ভালো হয়েছে, এমনকি গানের ইউটিউব ক্যাপশন গুলোও!

Movies Releasing In Durga Puja 2023

৪. লিও (তামিল) (Leo): লোকেশ আর থালাপথি ভিজয় এর প্রথম ফিল্ম “মাস্টার”
আমার তেমন ভালো লাগেনি। তবে লিও র ট্রেলার টা জম্পেশ, সেটা মানতেই হবে। প্লাস,
আমাদের সঞ্জু বাবা আছে। অনিরুদ্ধ এর বিজিএম আবার ফাটাফাটি লাগছে, এখন তো অনেক
হিন্দি বেল্টের অনেক বেশি অডিয়েন্স চিনেও গেছেন। এবার দেখা যাক সিনেমাটা কেমন
হয় আর লোকি ইউনিভার্স এর সঙ্গে সত্যি এর কোনো সংযোগ থাকে কিনা!

New Bengali Movie Releases This Week

৫. রক্তবীজ(Raktabeej): উইন্ডোজ আবার একটা অন্যরকম সিনেমা নিয়ে আসছে। মেলোড্রামা হয়তো কিছু থাকতে
পারে, কিন্তু এটা খুব সম্ভবত একটা রিয়েলিস্টিক থ্রিলার এর দিকই বেশি ঝুঁকবে।
ভিক্টর ব্যানার্জি, আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী র কম্বিনেশন কেমন হয়
সেটাই দেখার অপেক্ষায়।
৬. জঙ্গলে মিতিন মাসি (Jongole Mitin Mashi) : ছোটবেলার প্রিয় চরিত্র, তাই একটা ভালোবাসা তো আছেই। তবে অরিন্দম শীল
এর প্রথম দিকের কাজে যে স্ট্রেংথ দেখতে পেতাম, সেটা এখন আর পাইনা। আর ট্রেলার
টাও খুব একটা ভালই ভাবে কাটা হয়েছে এমনটা মনে হয়নি। তাই খুব বেশি আশা ভরসা
রাখছিনা।
৭. গণপথ (Ganpath): ট্রেলার টা
দেখেই লর্ড সিদ্ধার্থ আনন্দ এর প্রতি শ্রদ্ধা আবার বেড়ে গেল। উনি জন আব্রাহাম
(পাঠান) আর এই টাইগার (ওয়ার) কে দিয়ে ভালো কাজ, ভালো অ্যাকশন রোল করিয়েছেন,
নাহলে এরা সেই একই রকম সত্যমেভ জয়তে আর হিরোপন্তি ই করে যায়। এটা নাকি
বলিউডের প্রথম ডিস্টপিয়ান ফিল্ম। তবে এতে আদতে futuristic কিছু দেখলাম না। সেই
একই রকম ছপরি মার্কা সংলাপ, ডেলিভারি, সেই একই ঘুরে ঘুরে ভল্ট খেয়ে অ্যাকশন।
অমিতাভ বচ্চন প্রায় নেই। কৃতী স্যানন কে দেখে চোখ ও মন ঝলসে গেল, সেটা আলাদা
প্রসঙ্গ!
এছাড়াও তেলুগু ফিল্ম, রবি তেজার টাইগার নাগেশ্বর রাও (এতেও যিশু আছেন),
নন্দমুরাই বালাকৃষ্ণ র ভগবন্থ কেসারি, শিভারাজকুমার এর কন্নড ফিল্ম ঘোষ্ট আসছে,
কিন্তু সেগুলো মনে হয়না এখানে মুক্তি পাবে।

Also read,

Tags –
Durga Puja,
Movies, Puja Release

Share This Article