Google’s 25th Birthday Offer, Logo – গুগলের 25 তম জন্মদিনের শুভেচ্ছা

Bongconnection Original Published
1 Min Read

Google’s 25th Birthday Offer, Logo – গুগলের 25 তম জন্মদিনের শুভেচ্ছা

Google's 25th Birthday Offer, Logo - গুগলের 25 তম জন্মদিনের শুভেচ্ছা
Loading...

Google’s 25th Birthday Offer, Logo 

শুভ ২৫তম জন্মদিন, গুগল!
সব প্রশ্নের এক সমাধান, তাহলো গুগল!

লেরি পেইজ (Larry page) এবং সার্গেই ব্রেন (Sergey Brin) নামক
স্টানফোর্ড ইউনিভার্সিটির দুই ছাত্র ১৯৯৮ সালের এই দিনে গুগল প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মাথায় আমেরিকার এই টেক জায়ান্ট পৃথিবীর সবচেয়ে
জনপ্রিয় সার্চ ইঞ্জিনে পরিণত হয়। এরপর থেকে গুগলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
বর্তমানে গুগল পৃথিবীর সবথেকে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। 

Google’s 25th Birthday Logo

যদিও গুগলের নামের ইংরেজি শব্দ ‌’google’ বানান ভুল ছিল! গুগলের প্রতিষ্ঠাতারা
এর নাম googol (অর্থাৎ সবথেকে বড় দশমিক সংখ্যা) রাখতে চেয়েছিলেন। কিন্তু ছোট্ট
একটি বানান ভুলের কারনে তা গুগলে পরিণত হয়। 

গুগলে প্রতিদিন প্রায় ১০০ কোটি বার সার্চ করা হয়। যা প্রায় ১০ মিলিয়ন বা এক
কোটি ইউজার এর মাধ্যমে হয়ে থাকে। বর্তমানে গুগলের হোমপজ প্রায় ৮৮টি  ভাষায়
পাওয়া যায়।
ধন্যবাদ, গুগল!
আরো পড়ুন,
Tags –
Google,
Birthday Wishes, Google’s Birthday
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.