West Bengal Panchayat Elections 2023 Live Updates : পঞ্চায়েত ভোটে পুলিশ কিভাবে কাজ করবে ? প্রতি বুথে কতজন থাকবে কেন্দ্রীয় বাহিনী ? বিস্তারিত

Bongconnection Original Published
3 Min Read

West Bengal Panchayat Elections 2023 Live Updates : পঞ্চায়েত ভোটে পুলিশ
কিভাবে কাজ করবে ? প্রতি বুথে কতজন থাকবে কেন্দ্রীয় বাহিনী ? বিস্তারিত
 

West Bengal Panchayat Elections 2023 Live Updates : পঞ্চায়েত ভোটে পুলিশ কিভাবে কাজ করবে ? প্রতি বুথে কতজন থাকবে কেন্দ্রীয় বাহিনী ? বিস্তারিত
Loading...


West Bengal Panchayat Elections 2023

পঞ্চায়েত ভোট শুরু হতে মাত্র কয়েক ঘন্টা বাকি । কিন্তু ভোটের কয়েক ঘন্টা আগেও
ভোটের বাহিনী নিয়ে সংশয় এখনো কাটলো না । 
আর এর মাঝেই নির্বাচন কমিশন
West Bengal State Election Commission নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে
পুলিশ কিভাবে এই নির্বাচনে কাজ করবে ।
ভোটের নির্ঘন্ট প্রকাশের পরবর্তী সময়ে জুড়ে সারা রাজ্য জুড়ে যে মৃত্যু মিছিল শুরু
হয়েছে তা কোথায় গিয়ে থামবে তা যদিও অধরা । 
বিভিন্ন সময়ে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল বারংবার রাজ্যপাল ও হাইকোর্টের দ্বারস্থ
হয়েছে ঠিকই । কিন্তু সুরাহা কিছুই হয়নি ।
সুরাহা হয়নি কেন্দ্র ও নির্বাচন কমিশনের মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে টালবাহানাও

এবারে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে তা নিন্মে দেওয়া হলো …

পঞ্চায়েত ভোটার গুরুত্বপূর্ণ আপডেট 

1. প্রত্যেক বুথে একজন করে সশস্ত্র কনস্টেবল থাকবেন। 
2. প্রত্যেক সেক্টরে একজন অফিসার থাকবেন। 
3. প্রত্যেক RT মোবাইলে একজন ইন্সপেক্টর এবং একজন সশস্ত্র কনস্টেবল
থাকবেন। 
4. প্রত্যেক HRFS-এ একজন করে ইন্সপেক্টর, ২ জন সশস্ত্র কনস্টেবল, একজন
কনস্টেবল গ্যাস গান ও একজন লাঠিধারী কনস্টেবল থাকবেন। 
5. প্রত্যেক DCRC-তে একজন অফিসার, ২ জন সশস্ত্র কনস্টেবল ও ২ লাঠিধারী
কনস্টেবল থাকবেন। 
6. স্ট্রংরুমে ২ জন অফিসার এবং ৮ জন সশস্ত্র কনস্টেবল থাকবেন। 

Panchayat Elections 2023 WB

রাজ্য সরকার সূত্রে খবর এই পঞ্চায়েত নির্বাচনে ডেকে নেওয়া হয়েছে
Homeguard, Constable, ASI, SI এর একটি বড় অংশকে ।
যদিও সিভিক ভলেনটিয়াররা এই নির্বাচনে কোন দায়িত্বে থাকবে না । কলকাতা লাল বাজার
জানিয়েছে মোট 12000
পুলিশ কর্মীকে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে ।

WB Panchayat Vote 

তবে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল পুলিশ দিয়ে ভোট করানোর এই পদ্ধতিকে তীব্র
বিরোধিতা করেছে শুরু থেকেই । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে এই বিষয়ে
এখনো কোন সঠিক বার্তা পাওয়া যায়নি ।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রতিটা বুথে একজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে ।
তবে, সিঙ্গুর, ভাঙর, নানুর বা কোচবিহার কিংবা বীরভূমের মতো জায়গায় কতজন বাহিনী
থাকবে প্রতি বুথে তা কিন্তু এখনো পরিষ্কার নয় ।
ভোট শুরুর কয়েক ঘন্টা আগেও বাহিনী নিয়ে এই সংশয় কিন্তু ভাবাচ্ছে সাধারণ
মানুষ,ভোটকর্মী থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের ও ।
এখন দেখার ভোট কতটা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় । সেই দিকেই তাকিয়ে সারা রাজ্যের
মানুষ।
Tags – Panchayat Vote, Election, WB Election, TMC, BJP, CPIM
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.