Titan Submarine News, Live Updates : Titanic Submarine Update – Submarine
Missing News (টাইটান সাবমেরিন নিউজ)
Titan Submarine News
A race against time and death both…. টাইটানিক আর টাইটান নাম দুটোর মধ্যে যেমন একটা সাদৃশ্য আছে, ঠিক তেমনি নিয়তি ও যেন একইভাবে নিয়ে যায় মৃত্যুর দিকে । টাইটানিক নামটাই কি অভিশপ্ত ?
আটলান্টিক থেকে ৪ কিলোমিটার নিচে আটকে থাকা টাইটান সাবমেরিনের কথা ভাবলে, আপনার
চোখের সামনে কি কি ভেসে উঠতে পারে?
এখানে স্রোতের বেগ আপনার কল্পনাতীত, জল অসম্ভব রকমের শীতল, এতটাই
অন্ধকারাচ্ছন্ন যে, কৃত্তিম কোনো আলোক ব্যাবস্থা না থাকলে চারপাশে ঘুটঘুটে
অন্ধকার ছাড়া আপনি কিচ্ছুটি দেখতে পাবেন না।
আজ থেকে ১১১ বছর আগে আটল্যান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের
ধ্বংসাবশেষ দেখতে টাইটান নামের একটি সাবমেরিন ৫জন আরোহী নিয়ে গত বরিবার
যাত্রা শুরু করে।
যাত্রা শুরুর ঠিক পৌনে দুই ঘন্টা বা ১০৫ মিনিট পর থেকে নিয়ন্ত্রনকারী জাহাজের
সাথে সংযোগ হারিয়ে ফেলে ওই সাবমেরিনটি।
প্রায় ৯৬ ঘন্টার অক্সিজেন মজুত থাকা ওই টাইটান সাবমেরিনটির অলরেডি ৯৪ ঘন্টা
অতিবাহিত হয়ে গেছে।
টাইটান সাবমেরিন নিউজ
মাত্র ২ ঘন্টার অক্সিজেন মজুত আছে। তাই বিশেষজ্ঞদের ধারনা, এই মুহুর্তে
সাবমেরিনে থাকা ৫ আরোহীর কেউ’ই আর বেঁচে নেই।
সাবমেরিনটি উদ্ধারে কাজ করছে- কানাডার বেশ কিছু ডুবো বিমান, উদ্ধারকারী
জাহাজ, রোবটের মাধ্যমে পরিচালিত ছোটো ছোটো নৌযান।
গত দুদিন যাবৎ উদ্ধারকাজ চললেও এখনো কোনো হদিস পাওয়া যায়নি ওই সাবমেরিনটির।
Titan Submarine Missing News Updates
ওশানগেট কোম্পানির ভাষ্যমতে, টাইটানে (সাবমেরিন) করে টাইটানিক এর ধ্বংসাবশেষ এর
নিকটস্থল পর্যন্ত যেয়ে পুনরায় সেন্ট জন পর্যন্ত ফিরে আসতে সময় লাগে প্রায় ৮
দিন, যার খরচ প্রায় ২ কোটি টাকা। এতে কোনো সন্দেহ নেই যে, যে চারজন মানুষ এই
মুহূর্তে মহাসাগরের ৪ কিলোমিটার নিচে সমুদ্র গভীরে আটকে আছে, তারা অবশ্যই
অতিমাত্রায় বিত্তশালী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রাংশ।
ধারণা করা হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সাবমেরিনটি টাইটানিকের
ধ্বংসাবশেষের আশেপাশেই কোথাও আটকে আছে। সময়মতো উদ্ধার করতে না পারলে,
অক্সিজেনের অভাবে মারা যাবেন সবাই। তাছাড়া স্রোতের বেগে ভেঙে চুরমার হয়ে যাবে
টাইটান সাবমেরিন। টাইটানিকের পাশেই যোগ হবে টাইটানের ধ্বংসাবশেষ।
এখনো ধারণা করা হচ্ছে, চালক সহ ৪ জন পর্যটক ই জীবিত আছেন। কারণ
উদ্ধারকার্যে নিয়োজিত একটি দল টাইটানিকের কাছাকাছি অবস্থান থেকে প্রতি ৩০ মিনিট
পর পর শব্দ শুনতে পাচ্ছে এবং ধারণা করা হচ্ছে, সাবমেরিনের ভেতর থেকে পর্যটকরাই
এই শব্দের সৃষ্টি করছেন নিজেদের উপস্থিতি বোঝানোর জন্য।
ইউএস, কানাডা, এবং ফ্রান্স সহ সবাই এই মুহূর্তে নিজেদের সর্বোচ্চো টেকনোলোজি
ব্যাবহার করে সাবমেরিনটিকে খুঁজে বের করার চেষ্টা করছে।
Dr. David Gallo (Deep see explorer), ব্রিটিশ একটা নিউজ চ্যানেলকে
জানিয়েছে, তারা প্রতি ৩০ মিনিট পর পর গভীর থেকে শব্দ শুনতে পাচ্ছে।
US Coast Guard অফিসিয়ালদের মতে, তারা এখনো শব্দের মাধ্যমে exact স্পেস
ডিটারমাইন করে উঠতে পারেনি।
জানিয়েছে, তারা প্রতি ৩০ মিনিট পর পর গভীর থেকে শব্দ শুনতে পাচ্ছে।
US Coast Guard অফিসিয়ালদের মতে, তারা এখনো শব্দের মাধ্যমে exact স্পেস
ডিটারমাইন করে উঠতে পারেনি।
অক্সিজেন লেভেল কমে আসছে। যাত্রীদের মৃত্যু আশংকা তীব্র হচ্ছে।
এইসব তো বাইরের কথা, আমরা নিউজের মাধ্যমে জানতে পারছি। আপনি যাস্ট একবার
ভাবেন, চালক সহ যে চারজন এই মুহুর্তে সাবমেরিন টির ভেতরে আছে, তাদের মানষিক
অবস্থা কি?
চোখের সামনে ধীরে ধীরে অনিশ্চিত মৃত্যুর দিকে নিজেদের এগিয়ে যেতে দেখাটা কতখানি
বিভীষিকাময়?
Tags –
Titan Submarine, Titanic,
Live News