ভালো থাকার উপায় – Bhalo Thakar Upay (বাংলা গল্প) – Bengali Story

Bongconnection Original Published
2 Min Read

 ভালো থাকার উপায় – Bhalo Thakar Upay (বাংলা গল্প) – Bengali Story

ভালো থাকার উপায় - Bhalo Thakar Upay (বাংলা গল্প) - Bengali Story
Loading...


ভালো থাকার উপায়

নিজের একটা গাড়ি কিনতে যদি বয়স ৪০ পেরোয়, পেরোক। নিজের বাড়ি বানাতে বানাতে যদি
চুলে পাক ধরে যায় ধরুক। বাড়িতে এসি লাগাতে লাগাতে যদি গরম একটু বেড়ে যায়, যাক।
ঠিকঠাক স্যালারিতে পৌঁছাতে যদি একটু সময় লাগে, লাগুক। নিজেকে ঠিকঠাক ভাবে দাঁড়
করাতে যদি একটু দেরি হয়, হোক। ৩০ এর মধ্যে যদি বিয়ে না হয়, না হোক। বাচ্চা নিতে
যদি একটু সময় লাগে, লাগুক। সব কিছু সামলাতে সামলাতে যদি স্বপ্নের বিদেশ ট্রিপটা
একটু দেরিতে আসে, আসুক। ৪৫ এ ডিভোর্সের পর জীবনে যদি আর একটা প্রেম আসে, আসুক।
মন যদি আবার নতুন করে সংসার বুনে নিতে চায়, বুনুক। 


একা ভালো থাকার উপায়

Loading...
জানি লোকে বলে, ‘এতটা বয়স হয়ে গেল, আর কবে?’
কিন্তু অমুক সময়ের মধ্যেই তমুক জিনিসটাকে পেতে হবে এবং অমুক সময়ের পরে আর তমুক
জিনিসটা পাওয়ার কোনও অর্থ নেই; এমন কোনও জরুরি সূচনা জীবন কোনওদিন জারি করেনি।
অমুকে এই বয়সের মধ্যে তমুক করে ফেলেছে তাই তোমাকেও ওই বয়সের মধ্যে ওই সব কিছু
করে ফেলতে হবে, অর্জন করে নিতে হবে, নাহলেই তুমি অসফল; ব্যাপারটা এ’রকম নয়।
তুমি তোমার মত করে নিজের গতিতে হাঁটো। তোমার হাঁটার রাস্তা কতটা এবড়ো খেবড়ো তার
খবর তুমি ছাড়া আর কেউ রাখে না, রাখেনি, রাখবেও না কোনওদিন…
আরো পড়ুন,
Tags –
Bangla Golpo,
Bengali Story, Bhalo Thakar Upay

Share This Article