জামাই ষষ্ঠী স্পেশাল গল্প – Jamai Sasthi Special Story

Bongconnection Original Published
4 Min Read


জামাই ষষ্ঠী স্পেশাল গল্প – Jamai Sasthi Special Story

 

জামাই ষষ্ঠী স্পেশাল গল্প - Jamai Sasthi Special Story
Loading...

জামাই ষষ্ঠী

কি গো জেঠিমা কি হয়েছে,বিড়বিড় করে কি বলছো?
-গুষ্টির পিন্ডি হয়েছে!
-এত রেগে গেছো কেন?
-রাগবো না তো কি আনন্দে নাচবো?জানিস না আজ জামাই ষষ্ঠী?
-জানি তো,তা তাতে রাগ করার কি আছে,জামাই ষষ্ঠী তো সবাই করে
-নিকুচি করেছে তোদের জামাই ষষ্ঠী!কিসের এত আদিখ্যেতা শুনি?জামাই হয়েছো তো কি
হয়েছে?আমার কোন গুষ্টি উদ্ধার করেছে শুনি?
-এ…মা ,এরকম বলছো কেন।মেয়েদের বিয়ে করে উদ্ধার তো করেই জামাইরা
– জামাইরা যদি মেয়েদের বিয়ে করে উদ্ধার করে তবে মেয়েরাও তো বিয়ে করে জামাইদের
উদ্ধার করে

-তার মানে তুমি বলতে চাইছো যে শুধু জামাই পূজো না করে মেয়েদেরও পূজো করা
উচিত!আসলে কি জানো তো, বিয়ের পর যাতে জামাইয়ের দ্বারা মেয়ের গর্ভে সন্তান আসে
তাই মা ষষ্ঠীর নাম করে জামাইয়ের পূজো করে

-আমার আর মুখ খোলাস না,ন্যা…কা! তুই যেন জানিস না শুধু জামাইয়ের একার কোনো
ক্ষমতা নেই যে, সন্তান জন্ম দেবে, 
-কিন্তু আমি একটা কথা বুঝছি না,তোমার তো ছেলে মেয়ে নেই তুমি জামাই ষষ্ঠী নিয়ে
এত বিরক্ত কেন?
-বিরক্ত হবো না,ওই বুড়ো ভাম, আর কদিন পর পটল তুলতে চলেছে এখনো চায় জামাই ষষ্ঠী
করতে
-এ বাবা তুমি জ্যেঠুর কথা বলছো? জ্যেঠু না তোমার বর?
-চুলোয় যাক এরকম বর।বাবা কোন ছোট বেলায় দোজ বরের সাথে বিয়ে দিয়েছিলো।কোন
ছোটবেলা থেকে সংসারের ঘানি টানছি।কোনো শখ  আহ্লাদ পূর্ণ করতে পারি নি।মা
বলেছিল এখন থেকে স্বামী যেমন বলবে তেমন করে চলবি।কেন বাপু শুনি,ছিলো তো দোজ বর
মানে সেকেন্ড হ্যান্ড মাল আর আমি ছিলাম ফ্রেশ।আমি ওর কথা কেন শুনবো,বরং ওর আমার
কথা শোনা উচিত ছিলো।নিজে তো ফ্রেশ ফ্রেশ দুই মহিলার সুখ ভোগ করলো  আর আমি?
আমার কি ফ্রেশ বর পাওয়ার যোগ্যতা ছিলো না? তার আবার কত কদর


-তুমি জ্যেঠুকে ভালোবাসো না?
-নিজের ফায়ফরমায়েশ খাটানোর একটা পার্মানেন্ট লোকের দরকার ছিলো ,তাই আমায় বিয়ে
করেছিল । আমার জীবন থেকে ভালোবাসা তো কবেই ভেন্টিলেটার দিয়ে বেরিয়ে গেছে ।অথচ
প্রতি বছর জামাই ষষ্ঠীতে আমার বাপের বাড়িতে গিয়ে লব্য চস্য খেয়ে আসে।তিনি যেন
ভগবান,তার ভোগ খাওয়া হলে তবে আমি খাবো। তাকে ভালোটা দিয়ে আমি খারাপটা
খাবো,কিন্তু কেন?সে যেমন রোজগার করে আমায় খাওয়ায়, আমিও তো তার সংসারে কাজ
করছি।তাহলে ছোট বড়র ভেদাভেদ কেন?এত বয়স হয়েছে তবুও জামাই ষষ্ঠীর দিন বাবু ঠিক
সেজে গুঁজে পৌছিয়ে যায়।ফ্রিতে এতো ভালো ভালো খাবার দেখে ঠেসে ঠুসে খেয়ে তো নেয়
তারপর তো আর ঠেলা সামলাতে পারে না,বাড়িতে চোদ্দবার বাথরুমে ছোটে,তখন তো….

– খুকু আমার ইস্ত্রি করা পাঞ্জাবিটা কোথায়?
-ওই দেখ তিনকাল কেটে এখন আমি এককালে ঠেকেছি এখনো আমি নাকি খুকু।মরণ! এসব নাম
বাবা মা রা যে কেন দেন কে জানে!আর দেখেছিস নিজের চামড়া সব কুচকিয়ে গেছে কিন্তু
পাঞ্জাবি পড়বেন টান টান।শরীরে তো কিছুই নেই,জোরে হওয়া দিলে মনে হয় হ্যাঙ্গারে
জামা ঝুলছে।এবার যাই সং সেজে দুই ঘাটের মরা জামাই ষষ্ঠী করতে যাবো
-আচ্ছা জেঠিমা, তোমার ভালো নাম কি গো?
-ওমা,জানিস না! “মিষ্টি”
                  🍁সমাপ্ত🍁
Tags –
Bengali Story,
Bangla Golpo, Jamai Sasthi
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.