সেরা হাসির গল্প 2023 | মজার মজার হাসির গল্প | Bengali Funny Story
সেরা হাসির গল্প 2023
নিউ জলপাইগুড়ি যাওয়ার টিকিটটা সেবার কনফার্ম হলো না। চার্ট বেরোনোর পর দেখলাম
সিট নাম্বার RAC 23। সাইড লোয়ার। অজানা অচেনা ব্যক্তির সাথে সারারাত বিছানা
শেয়ার করতে হবে ভেবেই অস্বস্তি শুরু হলো মনে। খানিকটা পরেই একটি বছর ২০-২২ এর
মেয়ে আমার সিটের পাশে এসে দাঁড়ালেন, সিট নাম্বার দেখলেন এবং আমার দিকে সহাস্য
বদনে তাকিয়ে বললেন, ‘Excuse me! This seat belongs to me as well!’
সিট নাম্বার RAC 23। সাইড লোয়ার। অজানা অচেনা ব্যক্তির সাথে সারারাত বিছানা
শেয়ার করতে হবে ভেবেই অস্বস্তি শুরু হলো মনে। খানিকটা পরেই একটি বছর ২০-২২ এর
মেয়ে আমার সিটের পাশে এসে দাঁড়ালেন, সিট নাম্বার দেখলেন এবং আমার দিকে সহাস্য
বদনে তাকিয়ে বললেন, ‘Excuse me! This seat belongs to me as well!’
‘মেয়ে?’, ‘ইংলিশ!?’, প্রথম দুটো চিন্তা আমার মাথাতে এটাই এলো। আমার তো আবার
ইংলিশ এর সাথে রসায়ন খুবই সুন্দর রকমের বিচ্ছিরি। মহিলাদের সাথেও তাই। 🙂
কোনওরকমে হন্তদন্ত হয়ে সরে বসতে বসতে ভাবলাম, ইন্ডিয়ান রেলওয়ের এ কেমন
অবিবেচকতা! RAC সিটের নামে যা ইচ্ছা তাই করবে? যার তার সাথে শুতে বাধ্য করছো,
ঠিক আছে, অন্তত জেন্ডারটুকু তো খেয়াল রাখো ভাই! এ’বার আমি কী করে কাটাবো
সারারাত?
ইংলিশ এর সাথে রসায়ন খুবই সুন্দর রকমের বিচ্ছিরি। মহিলাদের সাথেও তাই। 🙂
কোনওরকমে হন্তদন্ত হয়ে সরে বসতে বসতে ভাবলাম, ইন্ডিয়ান রেলওয়ের এ কেমন
অবিবেচকতা! RAC সিটের নামে যা ইচ্ছা তাই করবে? যার তার সাথে শুতে বাধ্য করছো,
ঠিক আছে, অন্তত জেন্ডারটুকু তো খেয়াল রাখো ভাই! এ’বার আমি কী করে কাটাবো
সারারাত?
বাংলার সেরা হাসির গল্প
টিটিকে বলেও কোনও লাভ হলো না। অন্য কোনও RAC সিটে কোনও মহিলা এবং পুরুষের
কম্বিনেশন নেই, যার সাথে আমরা এক্সচেঞ্জ করতে পারি। অগত্যা মন কে বোঝালাম,
‘বৎস, আজ সারারাত তোমায় না শুয়ে বসেই কাটাতে হবে’।
কম্বিনেশন নেই, যার সাথে আমরা এক্সচেঞ্জ করতে পারি। অগত্যা মন কে বোঝালাম,
‘বৎস, আজ সারারাত তোমায় না শুয়ে বসেই কাটাতে হবে’।
ইতিমধ্যে ডিনারের সময় হয়ে এলো। উনি আমায় বললেন, ‘excuse me!’
আমি খুব স্টাইল মেরে বললাম, ‘yaah!’
উনি বললেন, ‘do you mind me borrow that news paper from you!? আসলে I will
have my dinner. সিটে পাতার মতো have nothing right now’
have my dinner. সিটে পাতার মতো have nothing right now’
আমি বললাম, ‘sure! নিশ্চয়ই। take it take it. Take all. সব নিয়ে নিন’
কমেডি হাসির গল্প
আপনাদের ভাইয়ের ইংলিশ দুর্বল হলে কী হবে, ভাই ঠিক করেছিল, প্রেস্টিজকে টায়ারের
মতো পাংচার হতে দেওয়া যাবে না। ডিনার হলো। একসাথেই খেলাম। উনি আমায় চাইনিজ অফার
করলেন, আমি ওনাকে কষা মাংস।
মতো পাংচার হতে দেওয়া যাবে না। ডিনার হলো। একসাথেই খেলাম। উনি আমায় চাইনিজ অফার
করলেন, আমি ওনাকে কষা মাংস।
আরো পড়ুন,
খেয়েদেয়ে এসে খানিকটা বসার পর ট্রেনের ভিতরে একে একে যখন লাইটগুলো নিভতে
শুরু হলো তখন আমি মনে মনে ভাবছি এবার কী হবে? আমরা কি এভাবেই সারারাত বসে
কাটাবো? একটু কি ঘুম জুটবে না কপালে?
শুরু হলো তখন আমি মনে মনে ভাবছি এবার কী হবে? আমরা কি এভাবেই সারারাত বসে
কাটাবো? একটু কি ঘুম জুটবে না কপালে?
ঠিক এমন একটা মুহূর্তে উনি বলে উঠলেন, ‘excuse me! আমি শুয়ে পড়বো। Actually I
am feeling very tired. Do you mind?’
am feeling very tired. Do you mind?’
আমি থতমত খেয়ে হাসি হাসি মুখে বললাম, ‘sure sure. আমি আজ one night stand
করে নেবো’
করে নেবো’
নতুন হাসির গল্প
জীবনে সেই প্রথম বার জানলাম ওয়ান নাইট স্ট্যান্ড মানে, একটা রাত্রি দাঁড়িয়ে
কাটানো নয়। অন্য কিছু মানে হয় এটার। সারারাত ধরে বাথরুমের ধারে দাঁড়িয়ে
মানবমূত্রের সুগন্ধ নিতে নিতে বুঝলাম ইংরাজি ভাষাটাকে আমি বোধহয় জীবনে কোনওদিন
সত্যিই ক্ষমা করতে পারবো না।
কাটানো নয়। অন্য কিছু মানে হয় এটার। সারারাত ধরে বাথরুমের ধারে দাঁড়িয়ে
মানবমূত্রের সুগন্ধ নিতে নিতে বুঝলাম ইংরাজি ভাষাটাকে আমি বোধহয় জীবনে কোনওদিন
সত্যিই ক্ষমা করতে পারবো না।