Indubala Bhater Hotel Review, Cast, Story (ইন্দুবালা ভাতের হোটেল) Hoichoi

Bongconnection Original Published
4 Min Read

Indubala Bhater Hotel Review, Cast, Story (ইন্দুবালা ভাতের হোটেল)
Hoichoi
 

Indubala Bhater Hotel Review, Cast, Story (ইন্দুবালা ভাতের হোটেল) Hoichoi
Loading...


Indubala Bhater Hotel Review

— “জানো মা, রাত্রিবেলা ছোটবেলায় একবার ঘুম ভেঙে গেছিল। আমি দেখি তুমি কুয়োর
ধারে দাঁড়িয়ে, সুইসাইড করবে ভেবেছিলে বোধহয়। ছোটবেলার মেমোরি বলতে আমার
এটাই!”
— “আমায় ডাকলি না কেন?”
— “আমার ডাক শুনে যদি তুমি হুট করে ঝাঁপ দিয়ে দাও! তাহলে আমার কী হবে?”
— “সেদিন কেন ঝাঁপ দেইনি জানিস? কুয়োর জলে চাঁদের ছায়া দেখেছিলাম, ঠিক
চন্দ্রপুলির মতন। মনে হলো কোনোদিন আর তোদের চন্দ্রপুলি করে খাওয়াতে পারব না…
পারলাম না…”

Indubala Bhater Hotel Cast

Loading...
Subhashree Ganguly, Angana Roy, Sneha Chatterjee, Rahul Banerjee, Debdutta Raha, Pratik
Dutta, Mithu Chakraborty

& others.
ইন্দুবালা ভাতের হোটেলের কাহিনীর পরিক্রমায় যে জার্নি আমরা শুরু করেছিলাম
ইন্দুবালার সঙ্গে, শেষের চারটে এপিসোডে এসে ইন্দুবালার নিজের জগতটার আরও গভীরে
প্রবেশ করি আমরা। এই পথপরিক্রমার বিভিন্ন স্তরে এবারে বহুমাত্রিক আঙ্গিক থেকে
ইন্দুকে আবিষ্কার করি… আগের চাইতে ক্রমশ আরও একটু কাছ থেকে।
শেষের এপিসোডগুলোয় উঠে এসেছে মা হিসেবে ইন্দুবালার অবস্থান এবং সেইসাথে তার
ছেলে প্রদীপের সন্তান হিসেবে ব্যকুলতা। ফুটে উঠেছে মায়ের সঙ্গে সন্তানের
প্রচ্ছন্ন অথচ সূক্ষ্ম কনফ্লিক্ট। আবার সে কনফ্লিক্ট-এর আড়ালেই তুলে ধরা
হয়েছে মা এবং সন্তানের মমতা মেশানো সম্পর্ককে।


Indubala Bhater Hotel Review, Cast, Story (ইন্দুবালা ভাতের হোটেল) Hoichoi

Indubala Bhater Hotel Review In Bengali

ইন্দুবালারও একটা ভাই আছে, অপু-দুর্গার মতো। সেই অন্তঃপ্রাণ ভাই-বোনের সম্পর্ক
বনাম দেশভাগ– এটাও হয়তো একটা যুদ্ধ। ইন্দুবালার জার্নিগুলো একেকটা যুদ্ধই। সে
যুদ্ধ নিজের সাথে নিজের যুদ্ধ, স্মৃতির সাথে যুদ্ধ, “মনে রাখা কিংবা ভুলে যেতে
পারার যুদ্ধ”। ইন্দুবালার এই অন্তরীণ যুদ্ধ কিন্তু শুধু একজন ইন্দুবালার গল্প
নয়, দেখতে বসে আবারও আমাদের কোনো না কোনো পর্যায়ে মনে হবেই যে এটা অনেক মেয়েরই
জীবনের গল্প…
এই যে ইন্দুবালার কদর্য দাম্পত্য আর বৈবাহিক জীবন, স্বামীর মৃত্যু না হলে যেখান
থেকে ইন্দুবালা বের হয়ে আসতে পারত কিনা সন্দেহ, এমনকি বেরিয়ে এসেও যে স্মৃতি
তাকে তাড়া করে বেড়ায়, যার প্রভাব পড়েছে তার সন্তানের মাঝেও, সেই জীবনের
দায়ভার তো ইন্দুবালার একা নেওয়ার কথা ছিল না!

Indubala Bhater Hotel Story

কিন্তু ইন্দুবালা তার কাঁধে সে ভার নেয়। কোমলপ্রাণ থেকে কঠিনে রূপান্তরিত হবার
একটা ট্র‍্যান্সফর্মেটিভ ডেভেলপমেন্ট তার হয়। তার এই ট্র‍্যান্সফর্মেশনে অনেকের
পরোক্ষ ভূমিকাও থাকে। এর মাঝে একজন যেমন লছমি, তেমনি আরেকজন নকশাল আন্দোলনের
বিপ্লবী অলোক। 
সমরেশ মজুমদার কোথায় যেন একবার বলেছিলেন, নকশাল আন্দোলন শুধু কৃষকদের কিংবা
আদিবাসীদেরকেই নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করেনি, আন্দোলনের একটা বড় প্রভাব
ছিল মেয়েদের উপরে যে তারা নিজেদের স্বাধীনতার জায়গাটা বুঝে নিতে আরম্ভ
করেছিল। আমার মনে হয় এই যে পরিচয় আর অধিকারের জায়গাটি, একে কেন্দ্র করে
আত্মসচেতনতা তৈরি করতে ইন্দুবালার উপরে নকশাল আন্দোলন এবং বাংলাদেশের
মুক্তিযুদ্ধের প্রচ্ছন্ন এক প্রভাব দেখানো হয়েছে। যোদ্ধাদের জন্য পেছন থেকে
কিছু করাও একটা যুদ্ধ; সেই যুদ্ধে রণবীর ইন্দুবালা…  কী চমৎকার সেই
দৃশ্যগুলো!

ইন্দুবালা ভাতের হোটেল রিভিউ 

জাতের বাধা, সমাজের বাধা, সীমান্তের বাধা, সব বাধার সাথে যুদ্ধ করে ইন্দুবালা
জয়ী হতে পারে কি না জানা নেই, তবে নিজের জন্য একা হাতে “ইন্দুবালা ভাতের
হোটেল”-এর মাধ্যমে একটা পরিচয় সে গড়ে তুলতে পারে বটে। প্রদীপের ভাষায় যে হোটেল
শুধুই ইন্দুবালার। এটা মল্লিকদের হোটেল নয়। 
তবে দেশভাগের প্রভাব ইন্দুবালার বিভিন্ন সম্পর্কের উপর একটা তিক্ত ছাপ ফেলেছে
এটা সত্যি। যে তিক্ততা তাকে কোথাও না কোথাও আরও বেশি অভিমানী আর কঠিন করেছে।
আলাদা করে আবারও গানগুলোর কথা বলাটা পুনরুক্তি শোনাবে। তবে সপ্তম এপিসোডে কেউ
অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠের গানটা খেয়াল করেছেন? কী মারাত্মক, কী ভয়ানক
হাহাকার ধরানো গান… ” আমি দু’হাত তুলে হাঁটি”। ভাই-বোনের অমোঘ স্নেহের
সম্পর্কের অংশটুকু এই গানের চেয়ে ভালো কোনো কিছু দিয়ে জাস্টিফায়েড হত না।
পুরোটা জুড়ে শুভশ্রীসহ অন্য কলাকুশলীদের নিজ নিজ জায়গায় অভিনয়ও ছিল চমৎকার।
প্রথম অংশে যে রেশ তৈরি হয়েছিল, সেটাকে ধরে রাখতে পেরেছে সিরিজটি।

Share This Article