15 August Bangla Kobita (ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে) 2022
Independence Day Short Poem In Bengali
সামনেই স্বাধীনতা দিবস আর তার আগে স্বাধীনতা দিবসের কবিতা পড়ার একটা আলাদা ব্যাপার থাকে। অনেকেই স্কুল কলেজে আবৃতি করেন, কেউ আবার বিভিন্ন ক্লাবের কবিতা আবৃতি প্রতিযোতায় করেন অংশগ্রহণ।
15 August Er Kobita
আমার ছেলে ডাক্তার হবে।
আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিদেনপক্ষে
সরকারী অফিসার।
ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে,
দেশ শাসন করবে।
গাড়ি চাপবে। সামনে ড্রাইভার,
পিছনে চাপরাশি, আর্দালি। গরমে কুলু মানালি, শীতে কোবালাম বীচ।
ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে।
আমার ছেলে ঘাড় গুঁজে ক্যারিয়ার বানাবে ,
বিজ্ঞান শিখবে। অঙ্ক শিখবে। কবিতা শিখবে।
বড় বড় মনীষীদের জীবনী পড়বে।
দেশের জন্য মুখে রক্ত তুলবে ও পাড়ার ওরা।
আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা
নেতাজী সুভাষ হয়ে, দুরন্ত দুঃসাহসে
ঘর ছাড়বে অন্য কেউ।
এ্যাওয়ার্ড পাবে।
ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে।
আমরা তামাকে এবং দুধে, রসে এবং বশে
সুখে এবং আরামে দিন কাটাবো।
দেশের মুক্তি, প্রাণের মূল্যে কিনে আনবে
আমরা মুক্ত স্বদেশে —–
ঘাড়ে পাউডার লাগিয়ে গদ গদ কন্ঠে
গণসঙ্গীত গাইবো।
সারে জাহা সে আচ্ছা
হিন্দু সীতা হামারা
ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে …….
আরো পড়ুন, স্বাধীনতা দিবস উপলক্ষে কবিতা
ভিডিও দেখুন
কবিতাটি ভালো লাগলে নিজের প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।
ভালো থাকুন, কবিতায় থাকুন। …
Thank You, Visit Again…
Tags – স্বাধীনতা দিবস, Independence Day, Bangla Kobita