KK Singer Death News – KK Died – Singer KK Dies At 53

Bongconnection Original Published
2 Min Read

 KK Singer Death News – KK Died – Singer KK Dies At 53

KK Singer Death News - KK Died - Singer KK Dies At 53
Loading...


KK Singer Death News

ভালোবাসার উপন্যাসের সূচনায় তার কথা মাথায় আসে
“Tu hi Meri Shab hai, Subah hai”

নতুন প্রেমের ইনিংস শুরু করতে গেলেও তার হাত ধরতে হয়
“Aankhon me Teri ajab si ajab si addayein Hain”

একতরফা প্রেমের ব্যথা তেও তিনি সম্বল
” Sach kahe raha hai dewana “

ভালোবাসার করুন পরিনতি হলেও তাকেই আপন করতে হয়
” Tadap tadap ke iss Dil pe “

বন্ধুত্বের জয়গানেও তারই ছোঁয়া
” Yaaron dosti badi hai haseen hai “

KK Singer Death News - KK Died - Singer KK Dies At 53




জীবনের প্রতিটি পদক্ষেপে তার উপস্থিতি বর্তমান। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা,
প্রেম হোক অথবা প্রেমের আঘাত, সব পরিস্থিতিতেই তার গাওয়া গান আমাদের
জীবনসঙ্গী।

ভালোবাসার জয়গান থেকে বিষাদের ট্রামলাইন তিনি ছিলেন, তিনি আছেন আর তিনি
থাকবেন।

 তিনি নিজেই তো বলে গেছেন থুড়ি গেয়েছেন
“Hum Rahe ya na rahe yaad ayenge ye pal”

যৌবনের দোরগোড়ায় যার গান শুনে আবেগ তাড়িত হতাম তাকে এভাবে হঠাৎ হারাতে হতে
ভাবিনি । সম্প্রতি রূপঙ্কর দা তাকে বিভিন্ন ভাবে সমালোচনা করেছেন । তাতেই মনটা
তেতে ছিলো কিন্তু আজ …..

‘আলবিদা আলবিদা’ গেয়ে যিনি মনে জায়গা করে নিয়েছিলেন তাকে এভাবে চোখের জলে
আলবিদা জানাতে হবে ভাবিনি । 

মাত্র ৫৩ বছর বয়েসে খুদকার্য এর মতো চলে গেলেন তারাদের দেশে। কলকাতার নজরুল মঞ্চে পারফর্ম করার পরই তিনি অসুুুস্থ বোধ করেন । হোটেল থেকে হাসপাতাল এ নিয়ে যাওয়া হলে কলকাতার CMRI হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।  
১৯৬৮ সালের ২৩ শে আগস্ট Krishnakumar Kunnath জন্মগ্রহণ করেন, যদিও পরবর্তীতে তিনি কেকে (KK ) নামেই বিখ্যাত হয়ে ওঠেন।  হিন্দি ছবিতে গানের পাশাপাশি তিনি BanglaTamil, Telegu, Marathi সহ অনেক ভাষাতে ৩৫০০ র ও বেশি গান গেয়েছেন। তার অকাল প্রয়ানে সারা দেশের সংগীত প্রেমী মানুষ সহ তার অনুরাগীরা ভেঙে পড়েছেন। একেই বোধহয়
নক্ষত্র পতন বলে। 
ভালো থাকবেন ওপারে ….💔😢
আলবিদা (Alvida)




               –
Team Bong Connection











Tags –
KK,
Singer KK
,
Bollywood
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.