Tui Ki Amar Dukkho Hobi Kobita (তুই কি আমার দুঃখ হবি) Lyrics – Anisul Haque

Bongconnection Original Published
1 Min Read

 Tui Ki Amar Dukkho Hobi Kobita (তুই কি আমার দুঃখ হবি) Lyrics – Anisul
Haque

Tui Ki Amar Dukkho Hobi Kobita (তুই কি আমার দুঃখ হবি) Lyrics - Anisul Haque
Loading...

Tui Ki Amar Dukkho Hobi Kobita by Anisul Hoque


তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া।
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
তুই কি আমার দুঃখ হবি?
তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?
একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা
কেমন যেন বিষাদ হবি।
তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
নরম হাতের ছোঁয়া হবি?
একটুখানি কষ্ট দিবি।
নিজের ঠোট কামড়ে ধরা রোদন হবি?
একটুখানি কষ্ট দিবি।
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি?
একটুখানি কষ্ট দিবি।
তুই কি একা আমার হবি?
তুই কি আমার একান্ত এক দুঃখ হবি?

তুই কি আমার দুঃখ হবি Lyrics

Loading...

Share This Article