শুভ নববর্ষ কবিতা ১৪২৯ – Bengali New Year Poem – Subho Noboborsho Kobita

Bongconnection Original Published
4 Min Read

শুভ নববর্ষ কবিতা ১৪২৯ – Bengali New Year Poem – Subho Noboborsho
Kobita

শুভ নববর্ষ কবিতা ১৪২৯ - Bengali New Year Poem - Subho Noboborsho Kobita
Loading...

শুভ নববর্ষ কবিতা 1429

নতুন বছর মানেই নতুন শুরু । পহেলা বৈশাখ মানেই বাঙালির কাছে নতুন বছর । নববর্ষে
নতুন করে বাঁচার আশা । তাই আপনার জন্য রইলো Pohela Boishakh তথা
Noboborsho র উপলক্ষ্যে বিশেষ কিছু কবিতা ।


   শুভ নববর্ষ
         – মোঃ মাসুদ হাছান
নতুন বছর নতুন সন ,
ভাবনা মনে প্রতিক্ষণ।
নতুন শাড়ি বছর ফারি,
বৈশাখ তুমি আসলে ফিরি।
নতুন ধান মুগ্ধ প্রাণ ,
ফুলের বুকে মিষ্টি ঘ্রাণ।
নতুন কুঁড়ি দেখতে ভারি ,
আসতে কেন করলে দেরি।
বৃষ্টি কণা তুলছে পনা ,
নতুনত্বের আনাগোনা।
মেঘলাকাশে মেঘের ভেসে ,
নতুন বছর আসলো হেসে।
ঢাকের তানে বাউল গানে ,
ভ্রমর উড়ে ফুলের বনে।
কোকিল ডাকে কুড়ির ফাকে,
চাষির চোখে স্বপ্ন দেখে।
কাস্তে হাতে মাথায় ছাতে,
পান্তা ইলিশ সবার পাতে।
বটের মূলে সরষে ফুলে,
কৃষ্ণ চূড়া লম্বা চুলে।
বসছে মেলা কত খেলা ,
সারা গায়ে পথের ধুলা।
পান্তা তালে লংকা জলে,
মন ছুটে যায় খেলার চলে।
ভ্রমর ফুলে মধু তুলে,
দখিনা বাতাসে হেলে দোলে।
করতে বরণ সব আয়োজন,
একতারাতে গানের ভুবন।
মেলা বসে বেলা শেষে,
গয়না চুরি কিনতে এসে।
ছোট-বড় সবাই জড়ো,
গরীব ধনী হিংসা ছাড়ো।
গায়ের বধু হাসে মৃদু ,
হলদে শাড়ি করলো জাদু।
মেঘের গর্জন বৃষ্টি বর্ষণ,
আম কুড়াতে ছুটে এই মন ।
নতুন পানি কলকলানি,
খালে বিলে থৈথৈ ধ্বনি।
ধানের আর্ষে প্রাণের স্পর্শ,
সবাইকে জানাই শুভ নববর্ষ।

Bangla Noboborsho Kobita

Loading...
শুভ নববর্ষ কবিতা ১৪২৯ - Bengali New Year Poem - Subho Noboborsho Kobita


শুভ নববর্ষ 
    – সংঘমিত্রা পাল 
জীর্ণ  পুরাতন যা কিছু  ছেড়ে এস পিছে
শেষ হয়ে গেছে যা আঁকড়ে থেকোনা মিছে।
অভিমান যদি কিছু থাকে মনের কোণে 
মুছে ফেলো দুঃখ বেদনা চৈত্রের বিদায়লগ্নে। 
জরাজীর্ণ পাতা ঝরে যায় যাক
ম্লান পলাশ পরের বসন্তের আশাটুকু নিয়ে থাক । 
স্বজন হারানোর ব্যথা বিচ্ছেদের যন্ত্রণা ভয়াবহ 
জীবন থেমে থাকে না,আসবে নতুনের প্রবাহ। 
চৈত্রের অবসানে করুণ বিদায়ী সুর বাজে,
কচি কিশলয়র আগমনে পর্ণমোচী নতুন করে সাজে।
বৈশাখী প্রভাতে নতুন সুরে বাঁধ গান
নতুন করে স্বপ্ন এঁকে জীবন ক্যানভাসে জাগাও প্রাণ ।

আরো পড়ুন,

১লা বৈশাখের কবিতা


শুভ নববর্ষের কবিতা 
            – লক্ষ্মণ ভাণ্ডারী

শুভ নববর্ষ আজি, পয়লা বৈশাখ,
পুরাতন গ্লানি যত সব মুছে যাক।
আজি
শুভ নববর্ষে পাখি গীত গায়,
অজয়ের জলে রবি কিরণ ছড়ায়।

পুস্পিত কাননে হেরি সব কলি ফুটে,
বর্ষ বরণেতে গৃহে শঙ্খ বেজে
উঠে।
আসিল নুতন বর্ষ, নুতন পোশাক,
শুভ নববর্ষ আজি, পয়লা
বৈশাখ।

বন্দীদশা সকলের শুন সর্বজন,

শুভ নববর্ষে তবু প্রফুল্লিত মন।
কবিতার
আসরের যত কবিগণ,
নববর্ষের শুভেচ্ছা করিও গ্রহণ।

গৃহে বন্দী থাকি করো বর্ষরে বরণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।

Bengali New Year Poem

শুভ নববর্ষ
  – মোহাম্মদ সফিউল হক

পহেলা বৈশাখ, অসাধারণ একটি দিন
নতুনের আহ্বানে চির তরুণ,চির নবীন।

বৈশাখ মানে নববর্ষের উদ্ভোধন,
নাচে গানে কবিতায় ভরা বর্ষবরণ।
বৈশাখ
মানে মুছে ফেলা পুরনো সকল ভুল,
বৈশাখে হোক সত্যের জয় অন্যায় হোক
নির্মূল।

বৈশাখ আমার পরিচয়, পুলকিত হর্ষ।
পহেলা
বৈশাখে জানাই ‘শুভ নববর্ষ’।

আরো পড়ুন,

নববর্ষ ও পহেলা বৈশাখের প্রচ্ছদ ও ইতিহাস 1429

Share This Article