শুভ নববর্ষ কবিতা ১৪২৯ – Bengali New Year Poem – Subho Noboborsho
Kobita
শুভ নববর্ষ কবিতা 1429
নতুন করে বাঁচার আশা । তাই আপনার জন্য রইলো Pohela Boishakh তথা
Noboborsho র উপলক্ষ্যে বিশেষ কিছু কবিতা ।
Bangla Noboborsho Kobita
১লা বৈশাখের কবিতা
শুভ নববর্ষ আজি, পয়লা বৈশাখ,
পুরাতন গ্লানি যত সব মুছে যাক।
আজি
শুভ নববর্ষে পাখি গীত গায়,
অজয়ের জলে রবি কিরণ ছড়ায়।
পুস্পিত কাননে হেরি সব কলি ফুটে,
বর্ষ বরণেতে গৃহে শঙ্খ বেজে
উঠে।
আসিল নুতন বর্ষ, নুতন পোশাক,
শুভ নববর্ষ আজি, পয়লা
বৈশাখ।
শুভ নববর্ষে তবু প্রফুল্লিত মন।
কবিতার
আসরের যত কবিগণ,
নববর্ষের শুভেচ্ছা করিও গ্রহণ।
গৃহে বন্দী থাকি করো বর্ষরে বরণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।
Bengali New Year Poem
শুভ নববর্ষ
বৈশাখ মানে নববর্ষের উদ্ভোধন,
নাচে গানে কবিতায় ভরা বর্ষবরণ।
বৈশাখ
মানে মুছে ফেলা পুরনো সকল ভুল,
বৈশাখে হোক সত্যের জয় অন্যায় হোক
নির্মূল।
বৈশাখ আমার পরিচয়, পুলকিত হর্ষ।
পহেলা
বৈশাখে জানাই ‘শুভ নববর্ষ’।