Mahananda Bengali Movie Review – মহানন্দা মুভি যেন এক লড়াইয়ের গল্প

Bongconnection Original Published
3 Min Read

 Mahananda Bengali Movie Review – মহানন্দা মুভি যেন এক লড়াইয়ের গল্প

Mahananda Bengali Movie Review - মহানন্দা মুভি যেন এক লড়াইয়ের গল্প
Loading...

Mahananda Movie Review

“চট্টি সেই ছেলেটার নাম, চট্টি সেই নদীটারও নাম… চট্টি যেদিন জন্মেছিল সেদিন
চট্টি নদীতে বান এসেছিল… চট্টিকেও বানে পেলো, কিন্তু এই বান আর এক
বান…” 


গত রবিবার দেখে এলাম এক অন্য অরিন্দম শীল এর নির্দেশনায় ছায়াছবি
“মহানন্দা”। আমি মনে করি অরিন্দম শীল স্যার এর দুটি সত্ত্বা আছে। একটা
সত্ত্বায় তিনি হিট ফর্মুলা অনুযায়ী যেমন ব্যোমকেশ, শবর এবং মিতিন মাসির মত
হওয়া গোয়েন্দাদের ভিড় যা দেখতে পাবলিক যাবেই যাবে এবং খুব খাবে আবার অন্য এক
সত্ত্বায় আছে “আবর্ত”, “দুর্গা সহায়”, “ধনঞ্জয়”, “মহানন্দা”  এরকম কিছু
নিজের মনের ইচ্ছায় বানানো যত্ন করে রেখে যাওয়া কিছু কাজ।  

Mahananda Bengali Movie Cast

Loading...
Ishaa Saha, Debshankar Haldar,
Gargi Roy Chowdhury, Shubhro Shankar Das

& others.
Rating – 9/10
এই সিনেমার প্রতিটা ডিপার্টমেন্ট খুব সুন্দর বুনিয়াদি কারুকার্যে বুনেছেন
সিনেমার যুক্ত থাকা প্রতিটি মানুষ। সিনেমাটোগ্রাফি, কালার টোন, এডিটিং,
ব্যকগ্রাউন্ড মিউজিক সব কিছু এক অন্যরকম মাদকতা নিয়ে আসে যা বাংলা সিনেমায়
সত্যিই দুষ্কর। প্রতিটা ফ্রেম যেন কেউ কিছু না করলেও সুন্দর ভাবে অন্তর্নিহিত
কথা বলে যায়।  সিনেমার মিউজিক ও প্রতিটা গান এতটাই সুন্দর যে সেগুলো হলে
বসে মানুষকে ভাবতে বাধ্য করে।  
এই সিনেমার মূল বিষয় যে মানুষটার নামে আধারিত সেই গল্পের বুনোট কে খুব সুনিপুণ
দক্ষতায় দেখিয়েছেন পরিচালক। শেষ হয়েও হইলো না কো শেষ এই বিষয় টা যেনো থেকে
যায়। এখানে গার্গী রায়চৌধুরী যথেষ্ট ভালো ভাবে মহানন্দা দেবী হয়ে উঠে
ছবিটাকে জীবন্ত করে তুলেছেন। তার এই অভিনয় অনেকদিন মনে থেকে যাবে। বাদবাকি সকল
শিল্পী দের অভিনয় তাদের নিজস্ব জায়গা অবধি যথাযথ। 

শুধু কিছু জায়গা বিশেষত দ্বিতীয় অর্ধ যেটা পুরোটাই রাজনৈতিক প্রেক্ষাপট হয়ে
যায় সেখানে আরো কিছু detailing থাকলে এবং অন্য দিক গুলো যেগুলো প্রথম অর্ধ তে
অল্প করে দেখানো হলো সেগুলো আরো ভালোভাবে হলে কাজ টা আরো প্রশংসার দাবি
রাখতো। 
তবে সর্বোপরি এই সিনেমা এমন একজন মানুষের কর্মকাণ্ডের উপর দাড়িয়ে যেনো সেই মা
এর জন্য এই কাজ হলে বসে অবশ্যই দেখা উচিত। জানি, সামনে অনেক বড় বড় সিনেমা এর
ভিড় আছে তবুও বলবো এরকম সিনেমা যাতে এসেই হারিয়ে না যায় সেটা দেখা আমাদের
দায়িত্ব। 
পুনশ্চ: এই সিনেমার কাজ নিয়ে আরো অনেক কিছু বলা যায় কিন্তু আমি চাইব সেই সব
কিছু সিনেমা প্রেমী রা হলে গিয়ে চাক্ষুষ করুক। ভালো বাংলা সিনেমার সবসময় পাশে
থাকুন। তাহলে দেখবেন অরিন্দম শীল, কমলেশ্বর মুখোপাধ্যায় এইরকম নাম জানা
পরিচালক রাও তাদের হিট ফর্মুলা থেকে বেরিয়ে এসে নিজের মনের মত সুন্দর কাজ
উপহার দিতে সাহস পাবে।।
Tags –
Bengali Movie,
Ishaa Saha
, Arindam Sil

Share This Article