KGF Chapter 2 Review : কেজিএফ চ্যাপ্টার 2 ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ উপাখ্যান

Bongconnection Original Published
5 Min Read

 KGF Chapter 2 Review : কেজিএফ চ্যাপ্টার 2 ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ
উপাখ্যান

KGF Chapter 2 Review : কেজিএফ চ্যাপ্টার 2 ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ উপাখ্যান
Loading...

KGF Chapter 2 Full Movie Review

KGF= Kolar Gold Fields
 
২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাওয়া এই মুভি। 

কে জানত যে এই মুভির  দ্বিতীয় পাঠের জন্য ২০২২ এপ্রিল ১৪ পর্যন্ত অপেক্ষা
করবে সবাই।  
এই ছবির পার্ট ওয়াইজ রিভিউ লিখছি । যাতে বুঝতে সুবিধে হয় …..
এই স্টোরির মেইন উদ্দেশ্য ছিল মায়ের প্রমিস রক্ষা করা। 

যার প্রথম চ্যাপ্টারে  আমরা দেখতে পাই যে, রকি তার  মাকে হারানোর পর বোম্বে আসে এবং সেখানকার ডন হয়ে যায়। সেখান থেকে গারোরা কে মারার পর্যন্ত
সম্পূর্ণ স্টোরি বলতে গেলে সবারই জানা আছে। 

KGF Chapter 2 Cast 

Cast :-
Yash, Sanjay Dutt, Srinidhi Shetty, Raveena Tandon,
Prakash Raj, Anant Nag, Pramod Kumar
& others.
Director – Prashanth Neel

একটা মুভি মেইকিং এর ক্ষেত্রে প্রথমেই যার নাম আসে তিনি হলেন একজন চৌকস 
ডিরেক্টর। আর কেজিএফ মেইকিং এর ক্ষেত্রে প্রশান্ত নীল একজন চৌকস ডিরেক্টর এর
দাবিদার….


ডিরেক্টর এর পর আসি অভিনেতা অভিনেত্রীদের কাছে।কেজিএফ মুভিতে প্রত্যেকজন
অভিনেতা অভিনেত্রী তাদের নিজেদের স্ক্রিন প্লে তে হৃদয় নিংড়ানো আবেগ দিয়ে স্ব
স্ব  ক্যারেক্টারগুলা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। ক্যারেক্টারের প্রতি
কতোটা ডেডিকেইটেড হলে ক্যান্সার রোগী হওয়া সত্ত্বেও সঞ্জয় দত্ত এতোটা
রিয়েলিস্টিক অভিনয় করতে পারেন, আমার জানা নেই 🙏 শ্যুটিং করার সময় শ্যুটিং স্পটে
সঞ্চয় দত্তের ট্রিটমেন্ট এর জন্য  ২ জন নার্স অলওয়েজ থাকতো। ইয়াশের (Yash) কথা আর
কি বলবো! অনেক আগে থেকেই ওর অভিনয় নিয়ে আমার মনে বিন্দুমাত্র প্রশ্ন জাগে নি ।আর কেজিএফ এ যে হিরোইজম দেখিয়েছে তা শব্দযোগে বিষেশায়িত করার মতো নয়। 


কেজিএফ চ্যাপ্টার ২ রিভিউ 

সেরা দৃশ্যঃ 

১. কেজিএফ এর বাচ্চাগুলো যখন নায়িকা কে রকির  সঙ্গে ঘটে যাওয়া সব গল্প খুলে
বলে। কেজিএফ এ কি কি হয়েছিল রকির সাথে, এবং অভিনয় করেও দেখায়। 
২. বোম্বের শেট্টির চেয়ারে না বসে শেট্টির চেয়ারে পা রাখা। 
৩. আদিরার সাথে রকির শেষ ফাইট। একদম সেয়ানে সেয়ানে লড়াই। 
৪. রিনার রকিকে প্রপোজ করার দৃশ্য সত্যিই মনে থেকে যাবে। 


তবে এইটুকু বলতে পারি যে যতক্ষন মুভিটা দেখছিলাম ততক্ষণ বলতে পারছিলাম না যে
এরপর কি হবে। একটার পর একটা টুইস্ট মাথা ঘুড়ানোর মত।
তবে এই মুভির লাস্ট টুইস্টটা কেউ কল্পনাও করতে পারবে না।….


সেরা ডায়লগঃ
নাইনসাফ কি দুনিয়া আপকো আচ্ছা কারনে না দেগি,মুজে আচ্ছা বান্নে না
দেগি।

আমদিনমে কাটা তো বিরিয়ানি, অউর খিলাকে পিলাকে ঈদ পে কাটা তো কুরবানী ….


সংলাপ যিনি লিখেছেন ওনাকে নিয়ে  কিছু না বললে সত্যিই নিজেকে অনেক বড়
অপরাধী মনে হবে। একেকটা ডায়ালগ ছিলো এককথায় অসাধারণ, আর যুবকদের তো ব্লাড
সঞ্চালন বাড়ার পাশাপাশি স্নায়ুতন্ত্রে উদ্দীপনা জাগাবে এটা কিন্তু
কনফার্ম💥….

এবারে আসি, ছবিটা দেখা কতটা সার্থক হবে ?


এই ছবিটির সম্পুর্ন মজা উপভোগ করতে চাইলে আপনাকে সিনেমাহলে গিয়ে দেখতে হবে ।
সম্ভব হলে সিঙ্গেল স্ক্রিনে না গিয়ে মাল্টিপ্লেক্স (Inox, PVR) এ গিয়ে
দেখুন । 

রকি ভাইয়ের এন্ট্রি কিংবা ধামকাদার ডায়লগের পাশাপাশি দুর্দান্ত
Background Music আপনার গায়ের লোম দাঁড় করিয়ে দেবে সেটার গ্যারান্টি
দিচ্ছি ।

অনেকেই আছেন যারা বিভিন্ন পাইরেটেড সাইট থেকে ডাউনলোড করে মুভি দেখেন । তাদের
প্রতি ছোট্ট রিকুয়েস্ট এইবারে সেই ভুলটা প্লিজ করবেন না । হলে গিয়ে দেখুন,
লাইফটাইম একটা এক্সপীড়িয়েন্স হয়ে থাকবে ।


সবশেষে, নিজের মাকে করা প্রমিস …এমন এক ইমোশনাল সাবজেক্ট কে কেজিএফ এর মতো
ছবিতে যেভাবে ফুটিয়ে তুলেছে তা আপনার হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য। 

এই প্রথম সিনেমাহলে ভাই-বোন, কাকা – ভাইপো কে একসঙ্গে সিটি মারতে দেখেছি
। 
এ যেন সিনেমার জয়গাথা হয়ে থাকবে । 

এর পরেও কি ভাবছেন ? থিয়েটারে যাবেন কিনা ? উহু রিলিজের মাত্র 2 দিনে 286.01
কোটি টাকা বিশ্বজুড়ে ব্যাবসা করেছে । ভাবুন এত লোক পছন্দ করেছে । 

তবে হ্যাঁ, টিকিট পেতে সমস্যা হলে ওয়েট করুন । কারণ টিকিট পাওয়াটা কিন্তু চাপের
…..


এই ছবি দেখার সুযোগ মিস করবেন না প্লিজ । আর পারলে প্রথম পার্ট টা আরো একবার
দেখে যান (Amazon Prime Video) তে আছে । ছবি দেখে এসে বং কানেকশন কে ধন্যবাদ জানাবেন নাহয় …..তাহলে, দেখা হচ্ছে
থিয়েটারে ….



Tags – KGF Chapter 2,
South Indian Movie,
Hindi Movie

Share This Article