বাংলা সিনেমার ভবিষ্যৎ – Future Of Bengali Films & Tollywood Industry

Bongconnection Original Published
6 Min Read

 বাংলা সিনেমার ভবিষ্যৎ – Future Of Bengali Films & Tollywood
Industry

বাংলা সিনেমার ভবিষ্যৎ - Future Of Bengali Films & Tollywood Industry
Loading...

বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ

Loading...
বিগত বেশ কিছুদিন থেকে একটা উদ্বেগ দেখা যাচ্ছে বাঙালি সিনেমাপ্রেমীদের
মধ্যে  –

” বাংলা ইন্ডাস্ট্রি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে, এর থেকে ইন্ডাস্ট্রিকে বাঁচাতে
পারে একমাত্র বাঙালি দর্শক ! বাঙালি হয়ে আমারাই যদি বাংলা সিনেমা হলে গিয়ে না
দেখি তবে বাংল সিনেমা তৈরী হবে কীভাবে ? দিনের শেষে একটা ন্যুনতম ব্যবসা তো
করতে হবে সিনেমাটাকে । যেখানে
KGF2,  RRR, Pushpa সিনেমাগুলোতে এত ভীড় হচ্ছে অথচ “৮/১২” বা “টনিক” বা “অভিযান” নিয়ে তেমন আগ্রহ
দেখা যায় না বাঙালিদের মধ্যে ! “

এই সমস্যার সমাধান যদি খুব সহজ হত তবে সমস্যার সমাধান এতদিনে হয়ে যেত । 
বেশ কিছু সিনেমাপ্রেমী দের সাথে কথা বলে দু-রকমের মানসিকতা লক্ষ্য করেছি
।  


♦ প্রথমটা একটু অদ্ভুত হলেও সেটা খুবই গুরুত্বপূর্ণ  –
একজন বলেছিল, আমি বেকার তাই আমি যদি টাকা খরচ করে সিনেমা দেখতে যাই তবে আশা
করবো সেটা আমার প্রত্যাশা পূরণ করবে । জীবনে এমনিতেই খুব চাপ, সিনেমাহলে বসেও
যদি সিনেমা বুঝতে চাপ হয় তবে আমি কেন টাকা খরচ করবো !  আর সিনেমাটা ভাল না
হলে কি আমি টাকা রিফান্ড পাবো ? 
♦ দ্বিতীয় – একটু ইন্ডিপেন্ডেন্ট সিনেমা টাকা খরচ করে দেখতে চাই অথচ আমি যেখানে
থাকি তার কাছাকাছি কোথায় সিনেমাটা দেখার সুযোগ নেই, তাই ইচ্ছে থাকলেও উপায় নেই
। 
এই বাইরেও তৃতীয় শ্রেণী রয়েছে, যারা আর্থিক দিক দিয়ে একটু স্বচ্ছল এবং মনোরঞ্জন
বা বুদ্ধিদীপ্ত দু-ধরণের সিনেমাই সিনেমাহলে গিয়ে দেখতে পছন্দ করে । 
আসল সমস্যার কথা এবার শুরু হবে ! বাংলা ইন্ডাস্ট্রির এই দুর্দশার কথা বুঝতে হলে
সবার প্রথমে বাংলার আর্থ-সামাজিক অবস্থান বুঝতে হবে । কলকাতার(অন্যান্য শহরের
কথা ছেড়ে দিলাম, কারণ সেখানে আইনক্স নেই এবং সিঙ্গেল স্ক্রিন ও দিনে দিনে
অবলুপ্ত) বুকে এখন প্রচুর অবাঙ্গালির বসবাস । রাত এগারোটার শো (KGD2) ও হাউজফুল
করে দেখতে যাচ্ছে ! ব্যবসা ভাল হচ্ছে তাই মাল্টিপ্লেক্সের মালিকেরাও এমন
সিনেমার অনেক শো রাখছে ! একবার একজন পুরষ্কারপ্রাপ্ত পরিচালক এক সাক্ষাৎকারে
আক্ষেপ করে বলেছিলেন – 
“শুধু ভাল সিনেমা বানালেই হবে না, সেটার প্রচার ও একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক,
যেটার দিকে বাঙালি ফিল্মমেকাররা তেমন গুরুত্ব দেন না ! ”
যদি একটা সিনেমার “Hype” ই তৈরী করা যা যায় তবে সিনেমাটার জন্য ছকের বাইরের
দর্শক আসবে কেন ? 
এবার কথা হল, এখন আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন দর্শক খুব চালাক,
সাউথের ব্লকবাস্টার সিনেমাগুলো হিন্দিতে ডাবড হয়ে Pan India রিলিজ করছে, OTT
গুলোতেও রয়েছে, তাই সেই একই সিনেমা জিৎ যদি বাংলায় বানাতে থাকে (ফ্রেম টু ফ্রেম
কপি) ছকের বাইরের দর্শক কজন যাবে দেখতে ? 
সাউথের ব্লকবাস্টার সিনেমাগুলোর মধ্যে একটা সততা রয়েছে , অরিজিনাল স্ক্রিপ্ট,
মারকাটারি আকশন, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর, ভাল অভিনয় – সব মিলিয়ে দারুণ
বিনোদন । ওরা এমন বড় স্কেলে সিনেমা বানাতে পারছে মুলত দুটো কারণে –
এক – ওরা ওদের Grand-Vision সম্পর্কে ওদের প্রত্যয় ! 
দুই – ওরা জানে ওদের দর্শকেরা কতটা বিশ্বস্ত ! 

Bengali film industry news today

তার সাথে গত কয়েকবছরে Pan India রিলিজের সাফল্য সেই আগুনে ঘি-আহুতির মত কাজ
করছে ! 
“বাংলা ইন্ডাস্ট্রিতে টাকা নেই  ” – এই কথাটায় আমি বিশ্বাস করি না ! 
কারণ আমাদের SVF ২৫ বছর ধরে চুটিয়ে ব্যবসা করছে ! কেউ যদি KGF এর মত গ্রান্ড
স্কেল নিয়ে এসে বিশ্বাস জাগাতে পারত এবং বলত যে এই সিনেমা শুধু বাংলায় নয় Pan
India তে সাফল্য পাবে, SVF কি রিস্ক নিতো না ? আমার মনে হয় অরিজনাল স্ক্রিপ্টে
এমন গ্রান্ড স্কেলে কাজ করার মত সাহসী লোকের অভাব রয়েছে । হয়ত আছে তবে সাহসের
অভাব রয়েছে ! 
এখন অনেককেই দেখছি, বাংলা সিনেমার বাইরে কিছু হলেই নাক সিটকোয়, সেটা যত ভালই
হোক না কেন ! Pushpa বা RRR আমি দেখিনি তবে KGF2 দেখলাম !  অসাধারণ লেগেছে
! ১৮০ টাকা টিকিট কেটে এমন মারকাটারি কন্টেন্ট দেখেছি যেটা হিন্দিতেও দেখিনি
কোনদিন । 
বাংলায় এমন কাজ হলে আমি ৫০০ টাকা দিয়ে টিকিট কেটেও যেতে রাজি ! আমি টিকিট কেটে
“সামসারা” ও দেখেছি, “দুধ পিঠের গাছ” ও দেখেছি । 
 ভাল কে ভাল বলতে আমার অসুবিধে নেই ।  KGF2 কেন ভাল লেগেছে সেটা নিয়ে
হয়ত অন্য পোষ্ট করবো তবে 
এই পোস্টে আমার বক্তব্য, যারা বলছেন বাংলা সিনেমা টাকা দিয়ে হলে দেখুন 
– 
তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আগে দর্শকদের মধ্যে আপনার সিনেমা নিয়ে HYPE
তৈরী করার চেষ্টা করুন, তার সাথে সিনেমাটা যেন সত্যিই ভাল হয় !  নইলে
প্রথম লটের (ওই বাঁধাধরা দর্শকেই শো শেষ হয়ে যাবে), ওয়ার্ড ওফ মাউথে আর চেন
রিয়াকশন হবে না !  আজকের দিনে শুধু বাংলা নয় পুরো ভারত এবং পুরো বিশ্ব
সিনেমার সাথে মাল্টিপ্লেক্সে যুদ্ধ করতে হচ্ছে তাই শুধু স্ক্রিপ্ট নয়, মেকিং এর
প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রচার সবকিছু সেই লেভেলের হতে হবে । কুয়োর ব্যাঙ হয়ে
থাকলে ভারী বর্ষণে শুধু কুয়ো টুকুই ভরবে ! 
বাংলা সিনেমার পাশে রাজ্য সরকার ও 
দাঁড়িয়েছে । সরকারের নির্দেশ সারাবছর ধরে মাল্টিপ্লেক্স ও বড় সিঙ্গেল স্ক্রিন
গুলোতে একটা নির্দিষ্ট সংখ্যক শো বাংলা সিনেমার জন্য বরাদ্দ থাকতে হবে ।
সম্প্রতি খবরে দেখলাম তথ্য সংস্কৃতি মন্ত্রক বিগত ৩ বছরের রিপোর্ট চেয়েছেন
সমস্ত সিনেমাহল মালিকদের থেকে ! অনিয়ম হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে । 
তাই যারা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানাচ্ছেন তাদের ব্যাপার আলাদা, তাদের দর্শক
সিমীত কিন্তু যারা বড় বাজেট সিনেমা বানাচ্ছেন তাদেরকে আগে গুড়ে দাঁড়াতে হবে ।
“সব দোষ দর্শকদের” এমন একপেশে অভিযোগ আর বেশিদিন চলবে না ! 
এমন সিনেমা বানান যেটা ব্যাঙ্গালোর, হায়দেরাবাদের অবাঙ্গালীরাও দেখার উৎসাহ
দেখাবে, তবেই বুঝবেন বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে ! বুঝলেন ? 

Share This Article