Uttoron Web Series Review Hoichoi – উত্তরণে ভালো গল্পে খারাপ অভিনয়

Bongconnection Original Published
2 Min Read


 Uttoron Web Series Review Hoichoi – উত্তরণে ভালো গল্পে খারাপ অভিনয়

Uttoron Web Series Review Hoichoi - উত্তরণে ভালো গল্পে খারাপ অভিনয়
Loading...

Uttoron Web Series Review

Loading...
এই সিরিজ টা নিজের প্রধান অভিনেত্রীর সঙ্গে মিলেমিশে গেছে! আক্ষরিক অর্থে! ৭
এপিসোড এর সিরিজ, ঠিক ষষ্ঠ এপিসোডের দ্বিতীয় ভাগ থেকে সিরিজটা ভালো হওয়া শুরু
হয়, সঙ্গে মধুমিতার পারফরম্যান্স এবং সেটা শেষ অব্দি বজায় থাকে। মুশকিল হলো
তার আগে পর্যন্ত অর্থাৎ সাড়ে ৫ এপিসোড ধরে সিরিজটা জমেনি একটুও। কেনো বলছি:

Uttoron Web Series Cast


Sawon Chakraborty
Swastika Dutta
Rating 3/10
এর গল্পটা খুব গুরুত্বপূর্ণ এবং গভীর। সত্যিই আমাদের সমাজ এমন যেখানে একটা
এমএমএস বেরোলে একটা মেয়ের জীবন নরকসম করে তুলতে পারে। কিন্তু এই যে কাহিনী,
কষ্টটা দেখানো হয়েছে ঠিকই কিন্তু এটার ট্রিটমেন্ট টা হয়েছে হইচই এর অন্য
যেকোনো সিরিজ বা টিভি সিরিয়ালের মত মেলোড্রামা তে ভর্তি। প্রশ্ন হলো তাহলে
ওয়েব/OTT প্ল্যাটফর্মের দরকার কি!


মধুমিতা খারাপ অভিনয় করে জানতাম। কিন্তু এতো খারাপ! পর্ণার সেই কষ্টটাই তো
ফুটে উঠল না। ডায়ালগ অর্ধেক বুঝতে পারছি না। রাজদীপ, স্বস্তিকার অভিনয় ও
নজর কাড়েনি। বরং নীলার্ক চরিত্রে শাওন ভালো অভিনয় করেছেন। 
এবং যেটা সবচেয়ে খারাপ সেটা হল – স্ক্রিপ্ট ! এতো জোলো ! ছি! নাড়িয়ে
দেওয়ার মতো কোন লাইন নেই। জঘন্য। 
লুসলি বেসড অন ‘ বটতলা ‘। একেবারেই জাস্টিফায়েড নয়। 

টোটাল সিরিজের দৈর্ঘ্য ২ ঘণ্টা ২০ মিনিট মত। এটা সিনেমা হলে কি দোষ হতো বুঝলাম
না, বিশেষ করে যেখানে এক এপিসোড থেকে অন্য এপিসোডে যাওয়ার সময় কোনো “হাই
পয়েন্ট” থাকেনা।
চরিত্র গুলো খুব ওয়ান ডাইমেনশনাল। একটা সিরিজ থেকে প্রত্যাশা বেশী থাকে
ক্যারেক্টার ডেপথ নিয়ে। কিন্তু দৈর্ঘ্য এত কম থাকায় সেটা করা যায়নি।
সাবস্ক্রিপশন থাকলে একবার দেখতে পারেন, কিন্তু
Hoichoi
এর উচিত গুরুত্বপূর্ণ বিষয় তোলার সঙ্গে সঙ্গে filmmaking এও কিছু নতুনত্ব
আনার।
Tags –
Web Series,
Movie,
Hoichoi

Share This Article