Latest Jalpaiguri Hospital News – জলপাইগুড়ি সদর হাসপাতালে শিশুমৃত্যু –
Jalpaiguri News
Jalpaiguri News Today Live
নিজস্ব প্রতিনিধি : বছরের শেষ পর্যন্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের বিরুদ্ধে ওঠা
নানান অভিযোগের পালা অব্যাহত রইলো, বুধবার দুপুরে এক সদ্য জাতকের মৃত্যু কে ঘিরে
উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর, জেলার ডাউকিমারী এলাকার বাসিন্দা তপন রায়ের
স্ত্রীকে গত সোমবার প্রসূতি বিভাগে ভর্তি করেন , এর পর অস্ত্রোপচার পদ্ধতিতে তপন
বাবুর স্ত্রী একটি সন্তান প্রসব করেন, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকেই মা এবং
সদ্য জাত ভালো আছে এমনটাই বলে আসলেও, বুধবার হটাৎ করে পরিবারের সদস্যদের জানানো
হয়, শিশুর অবস্থা সঙ্কটজনক, এবং এর পরেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেওয়া
হয়, পরিবারের সদস্য দের, । এর পরেই চিকিৎসার গাফিলতি অভিযোগ এনে হাসপাতালের
বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরে মৃত শিশুর পরিবারের সদস্যরা।
নানান অভিযোগের পালা অব্যাহত রইলো, বুধবার দুপুরে এক সদ্য জাতকের মৃত্যু কে ঘিরে
উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর, জেলার ডাউকিমারী এলাকার বাসিন্দা তপন রায়ের
স্ত্রীকে গত সোমবার প্রসূতি বিভাগে ভর্তি করেন , এর পর অস্ত্রোপচার পদ্ধতিতে তপন
বাবুর স্ত্রী একটি সন্তান প্রসব করেন, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকেই মা এবং
সদ্য জাত ভালো আছে এমনটাই বলে আসলেও, বুধবার হটাৎ করে পরিবারের সদস্যদের জানানো
হয়, শিশুর অবস্থা সঙ্কটজনক, এবং এর পরেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেওয়া
হয়, পরিবারের সদস্য দের, । এর পরেই চিকিৎসার গাফিলতি অভিযোগ এনে হাসপাতালের
বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরে মৃত শিশুর পরিবারের সদস্যরা।
Latest Banarhat News Today
বানারহাটে তৈরী হলো নতুন পঞ্চায়েত সমিতি
নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের আগেই বানারহাটকে ধূপগুড়ি ব্লক থেকে পৃথক
করে ব্লক ঘোষনা করা হয়েছিল।পৃথক ব্লক ঘোষনার পর বিডিও সহ অন্যান্য পরিকাঠামোও
তৈরির কাজ শুর হলেও এতদিন পৃথক পঞ্চায়েত সমিতি গঠিত হয়নি। দীর্ঘ প্রতীক্ষার অবসান
অবশেষে বুধবার বানারহাট পঞ্চায়েত সমিতির গঠন সম্পন্ন করা হয়।নব গঠিত
বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি পদে হলেন সীমা চৌধুরী। সহ সভাপতি হিসেবে
দায়িত্ব গ্রহন করেন আরতি মাহালী। অবিভক্ত ধূপগুড়ি ব্লকে পঞ্চায়েত সমিতির মোট ৪৮
টি আসন ছিল। ধূপগুড়িকে ২৭ টি ও বানারহাট ২১ টি আসনে বিভক্ত করা হয়েছে।
এদিন বানারহাট ব্লকের পঞ্চায়েত সমিতি গঠনে ২১ জনের মধ্যে ১৯ জন উপস্থিত ছিল।
পাশাপাশি ২১ জনের মধ্যে ১৬ টি তৃনমুল কংগ্রেস ও ৫ টি বিজেপির হাতে রয়েছে।
পঞ্চায়েত সমিতি গঠনকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে
পড়ার মতো। এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ ও তৃণমূল
যুব সভাপতি সৈকত চ্যাটার্জী উপস্থিত ছিলেন।
করে ব্লক ঘোষনা করা হয়েছিল।পৃথক ব্লক ঘোষনার পর বিডিও সহ অন্যান্য পরিকাঠামোও
তৈরির কাজ শুর হলেও এতদিন পৃথক পঞ্চায়েত সমিতি গঠিত হয়নি। দীর্ঘ প্রতীক্ষার অবসান
অবশেষে বুধবার বানারহাট পঞ্চায়েত সমিতির গঠন সম্পন্ন করা হয়।নব গঠিত
বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি পদে হলেন সীমা চৌধুরী। সহ সভাপতি হিসেবে
দায়িত্ব গ্রহন করেন আরতি মাহালী। অবিভক্ত ধূপগুড়ি ব্লকে পঞ্চায়েত সমিতির মোট ৪৮
টি আসন ছিল। ধূপগুড়িকে ২৭ টি ও বানারহাট ২১ টি আসনে বিভক্ত করা হয়েছে।
এদিন বানারহাট ব্লকের পঞ্চায়েত সমিতি গঠনে ২১ জনের মধ্যে ১৯ জন উপস্থিত ছিল।
পাশাপাশি ২১ জনের মধ্যে ১৬ টি তৃনমুল কংগ্রেস ও ৫ টি বিজেপির হাতে রয়েছে।
পঞ্চায়েত সমিতি গঠনকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে
পড়ার মতো। এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ ও তৃণমূল
যুব সভাপতি সৈকত চ্যাটার্জী উপস্থিত ছিলেন।
Also read,