Hum Do Hamare Do Movie Review, Rating – IMDb – হাম দো হামারে দো

Bongconnection Original Published
3 Min Read


 Hum Do Hamare Do Movie Review, Rating – IMDb – হাম দো হামারে দো

Hum Do Hamare Do Movie Review, Rating - IMDb - হাম দো হামারে দো
Loading...

Hum Do Hamare Do Movie Review

কিছুক্ষণ আগে ‘Hum Do Humare Do‘ দেখতে বসেছিলাম। অর্ধেক দেখে ঘড়ি
দেখছি এতো বোর লাগছে। রাজ কুমার রাও, রত্না পাঠক শাহ আর পরেশ রাওয়ালের নাম
দেখে একটা সিনেমা দেখাই যায়। সিনেমা নিয়ে আমার কি মতামত সেটা আমি পুরোটা না
দেখে আমি বলতে পারব না। তবে এটা দেখতে দেখতে যেটা মনে হল সেটা হল বলিউডে Small
Town মুভি বানানো একটা ফর্মুলা হয়ে গেছে। সেখানে প্রথম দিকে কিছু ভালো মুভি
পাওয়া গেলেও আজকাল ব্যাপারটা এতোটাই একঘেয়ে আর দায়সাড়া হয় যে মনে হয় এরা
গল্প লিখছে না check box এ tick করছে কে জানে।
এরকম সিনেমা বানাতে যা লাগে-

১) একটা ভারতের Tier 2 or Tier 3 শহর   (Preferably within Cow Belt)
। এক্ষেত্রে চন্ডিগড়। 

২) একটা Social Issue. এক্ষেত্রে অনাথ বাচ্চা ও তার পরিবারের প্রতি টান।
 ৩) আয়ুষ্মান খুরানা বা রাজ কুমার রাও বা কার্তিক আরিয়ানকে হিরো হিসেবে
পাওয়া গেলে তো বেশ।
৪) কিছু দক্ষ অভিনেতাকে Supporting Cast এ নেওয়া।
৫) হিরোর জিগড়ি দোস্ত – অবশ্যই অপারশক্তি খুরানা।
৬) একটা দুটো রিমেক গান- ম্যাডক ফিল্ম হলে তো কথাই নেই। পুরো অ্যালবামই রিমেক
হতে পারে ( Luka Chhupi)
আরো খুঁজলে আরো সাদৃশ্য পাওয়া যাবে।

Hum Do Hamare Do Movie Cast

Hum Do Hamare Do Movie Review, Rating - IMDb - হাম দো হামারে দো
কিন্তু এর থেকে বেশ কিছু ভালো সিনেমা পাওয়া গেলেও আজকাল average or below
average সিনেমার সংখ্যাই বেশী।
চিত্রনাট্যেই আর গল্পেই যদি গলদ থাকে ভালো ভালো অভিনেতারা কি করবেন। তাদের
নিয়ে তাদের প্রতিভাকেও নষ্ট করা হয়। তারাও হয়ত ভাবে এই ফর্মুলা চলবে। কিন্তু
হয় না।

Hum Do Hamare Do Movie IMDB Rating 

6.8/10
Hum Do Hamare Do Movie Review, Rating - IMDb - হাম দো হামারে দো

হাম দো হামারে দো মুভি রিভিউ 

জানি না আর কারোর মনে হয় কি না কিন্তু আমি এই
Small Town Formula Movie দেখতে দেখতে এতোটাই ক্লান্ত যে মাঝে মাঝে মনে
হয় এরা নিউইয়র্ক – প্যারিস না যাক অন্তত দিল্লী – মুম্বই – কলকাতা যাক। নানা
এরা সাউথে যায় না খুব একটা তাই দক্ষিণের ৫টা রাজ্য নিয়ে তেমন কথা হয় না (
সম্প্রতি Dharma Production এর নতুন ছবি প্রেক্ষাপট চেন্নাই, ভাগ্যিস।)
। না যায় নর্থ ইস্ট।
তাই হাপিয়ে ওঠা আমি এটা না লিখে আর পারলাম না। আর রাজকুমার রাওকে পরপর এসব
করতে দেখলে আমার খারাপ লাগছে। আমার প্রিয় অভিনেতা। ভারতের সাম্প্রতিককালের
সেরা অভিনেতাদের একজন। জানিনা এই ফর্মুলা কতদিন চলবে।

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.