Latest News Of West Bengal, North Bengal – Bengali News Today Live –
বাংলা নিউজ
স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন
নিজস্ব সংবাদদাতা : পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর জন্মদিন উপলক্ষে
স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ধুপগুড়ি বিজেপির যুব মোর্চা। শনিবার
ধুপগুড়ি পান ব্যবসায়ী সমিতির ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত রক্ত
সংকট মেটাতে এই শিবির বলে জানান উদ্যোক্তারা। রক্তদান শিবিরের সময় উপস্থিত ছিলেন
জলপাইগুড়ির সংসদ জয়ন্ত কুমার রায় এবং ধুপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়।
তাছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাউন মন্ডলের সহ সভাপতি তপন মহন্ত সভাপতি
অমিত সরকার, বিরোধী দলনেতা কৃষ্ণদেব রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ধুপগুড়ি বিজেপির যুব মোর্চা। শনিবার
ধুপগুড়ি পান ব্যবসায়ী সমিতির ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত রক্ত
সংকট মেটাতে এই শিবির বলে জানান উদ্যোক্তারা। রক্তদান শিবিরের সময় উপস্থিত ছিলেন
জলপাইগুড়ির সংসদ জয়ন্ত কুমার রায় এবং ধুপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়।
তাছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাউন মন্ডলের সহ সভাপতি তপন মহন্ত সভাপতি
অমিত সরকার, বিরোধী দলনেতা কৃষ্ণদেব রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
Bengali News Live
ধুপগুড়িতে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান ৫৭ টি পরিবারের
নিজস্ব সংবাদদাতা : গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বোগরি বাড়ি
এলাকায় শনিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে ৫৭ টি পরিবার।
পশ্চিমবঙ্গের অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াই এর হাত থেকে
দলীয় পতাকা তুলে নেন বিজেপির সমর্থকরা। এই দলবদল কর্মসূচির সময় উপস্থিত ছিলেন
ধুপগুড়ির টাউন ব্লক সভাপতি ইভান দাস। তবে এই দলবদল কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই শুরু
হয়েছে গুঞ্জন। মন্ত্রী উপস্থিত থাকলেও ধুপগুড়ি ব্লকের একাধিক নেতৃত্ব
উপস্থিত ছিলেন না। গ্রামীণ সভাপতি, প্রাক্তন বিধায়ক মিতালী রায়, রাজেশ কুমার
সিং, এবং গধেয়ারকুঠির স্থানীয় তেমন নেতৃত্ব বৃন্দও উপস্থিত ছিলেন না। কি কারনে
তৃণমূলের একাধিক নেতৃত্ব উপস্থিত নেই এই বিষয়ে মন্ত্রী বুলুচিক বড়াইকে প্রশ্ন
করা হলে তিনি বিষয়টি সুকৌশলে এড়িয়ে যান এবং বলেন, তাদের সঙ্গে আমার কথা
হয়েছে, কথা না বলে তো আমি আসতাম না। তারা মিটিংয়ে রয়েছে। এখানে গোষ্ঠী কোন
দলের কোন ব্যাপার নেই। দল যাতে শক্তিশালী হয় এই কারণেই এখানে আসা।
এলাকায় শনিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে ৫৭ টি পরিবার।
পশ্চিমবঙ্গের অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াই এর হাত থেকে
দলীয় পতাকা তুলে নেন বিজেপির সমর্থকরা। এই দলবদল কর্মসূচির সময় উপস্থিত ছিলেন
ধুপগুড়ির টাউন ব্লক সভাপতি ইভান দাস। তবে এই দলবদল কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই শুরু
হয়েছে গুঞ্জন। মন্ত্রী উপস্থিত থাকলেও ধুপগুড়ি ব্লকের একাধিক নেতৃত্ব
উপস্থিত ছিলেন না। গ্রামীণ সভাপতি, প্রাক্তন বিধায়ক মিতালী রায়, রাজেশ কুমার
সিং, এবং গধেয়ারকুঠির স্থানীয় তেমন নেতৃত্ব বৃন্দও উপস্থিত ছিলেন না। কি কারনে
তৃণমূলের একাধিক নেতৃত্ব উপস্থিত নেই এই বিষয়ে মন্ত্রী বুলুচিক বড়াইকে প্রশ্ন
করা হলে তিনি বিষয়টি সুকৌশলে এড়িয়ে যান এবং বলেন, তাদের সঙ্গে আমার কথা
হয়েছে, কথা না বলে তো আমি আসতাম না। তারা মিটিংয়ে রয়েছে। এখানে গোষ্ঠী কোন
দলের কোন ব্যাপার নেই। দল যাতে শক্তিশালী হয় এই কারণেই এখানে আসা।