Latest Bengali Breaking News Today – Bangla Khobor Live – বাংলা নিউজ
লাইভ
Latest Bengali Breaking News Today
লটারিতে কোটিপতি হয়ে অনন্য নজির চিকিৎসকের
নিজস্ব সংবাদদাতা – লটারীতে টাকা পেয়ে অনেকেই বাড়ি গাড়ির সহ আয়েসি জীবন
যাপনের স্বপ্ন দেখেন। কিন্তু এসবের থেকে একে বারেই ব্যতিক্রমী সাকোয়াঝোরা-১ নং
গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়ার গ্রামীন চিকিৎসক উমাচরণ রায়। মাস খানেক
আগে লটারীতে কোটি পতি হয়ে সস্ত্রীক নেমেছেন সমাজ সেবায়। বুধবার সজনাপাড়ার এক
কলেজ পড়ুয়া কণ্যাশ্রীর ভবিষ্যতে পড়াশোনা ও বিয়ের জন্য তার হাতে ১লক্ষ টাকার
চেক তুলে দিলেন তিনি। পাশাপাশি ঐ কণ্যাশ্রীর দরিদ্র বাবা রবীন্দ্র মজুমদার কে
ব্যাবসা করে পরিবার প্রতিপালনের জন্য নগদ পাঁচ হাজার টাকা দিয়ে সাহায্যের হাত
বাড়িয়ে দিলেন।
যাপনের স্বপ্ন দেখেন। কিন্তু এসবের থেকে একে বারেই ব্যতিক্রমী সাকোয়াঝোরা-১ নং
গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়ার গ্রামীন চিকিৎসক উমাচরণ রায়। মাস খানেক
আগে লটারীতে কোটি পতি হয়ে সস্ত্রীক নেমেছেন সমাজ সেবায়। বুধবার সজনাপাড়ার এক
কলেজ পড়ুয়া কণ্যাশ্রীর ভবিষ্যতে পড়াশোনা ও বিয়ের জন্য তার হাতে ১লক্ষ টাকার
চেক তুলে দিলেন তিনি। পাশাপাশি ঐ কণ্যাশ্রীর দরিদ্র বাবা রবীন্দ্র মজুমদার কে
ব্যাবসা করে পরিবার প্রতিপালনের জন্য নগদ পাঁচ হাজার টাকা দিয়ে সাহায্যের হাত
বাড়িয়ে দিলেন।
এক লক্ষ টাকার চেক হাতে পেয়ে ভীষণ খুশি ঐ কণ্যাশ্রী ও তার পরিবার।
উমাবাবু ও তার স্ত্রী জানান টাকা পয়সার উর্ধে মানসিক শান্তি।রবীন্দ্র
মজুমদার তার অসহায়তার কথা জানিয়েছিলেন তার কথা শুনে অবশেষে তার পাশে
দাঁড়ানোর সিদ্ধান্ত নেই।আমরা চাই তার পরিবার সচ্ছলতা ফিরে আসুক।
মজুমদার তার অসহায়তার কথা জানিয়েছিলেন তার কথা শুনে অবশেষে তার পাশে
দাঁড়ানোর সিদ্ধান্ত নেই।আমরা চাই তার পরিবার সচ্ছলতা ফিরে আসুক।
Bengali News Update
অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
ধূপগুড়ি (Dhupguri ) নদীর কিনারে ভেসে থাকা অজ্ঞাত পরিচয় মৃতদেহ
উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের গাদং ২নং অঞ্চলের ঝাড়শালবাড়ি রায়
পাড়া এলাকায়। জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ স্থানীয় বাসিন্দারা ডুডুয়া নদী রায়
পাড়া ঘাটে এক অজ্ঞাত পরিচয় মৃত দেহ নদীর ধারে দেখতে পান। স্থানীয় বাসিন্দা আবু
হানিফা জানিয়েছেন, মৃত দেহ দেখতে পেয়ে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে।
তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের গাদং ২নং অঞ্চলের ঝাড়শালবাড়ি রায়
পাড়া এলাকায়। জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ স্থানীয় বাসিন্দারা ডুডুয়া নদী রায়
পাড়া ঘাটে এক অজ্ঞাত পরিচয় মৃত দেহ নদীর ধারে দেখতে পান। স্থানীয় বাসিন্দা আবু
হানিফা জানিয়েছেন, মৃত দেহ দেখতে পেয়ে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে।
তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
West Bengal Current News Today
ধূপগুড়ি থানার পুলিশের বড়োসড়ো সাফল্য
ধূপগুড়ি (Dhupguri ) ধূপগুড়ি থানার পুলিশের
বড়োসড়ো সাফল্য। ২০১৯ সালের অক্টোবর মাসে চুরি হয়ে যাওয়া অলঙ্কার সামগ্রিক
উদ্ধার করে দম্পতি হাতে তুলে দেয় ধূপগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, ২০১৯
সালে ২৬ শে অক্টোবর বাড়ি থেকে অলংকার সামগ্রী চুরির ঘটনায় ধূপগুড়ি থানায়
অভিযোগ দায়ের করেন ধুপগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুক্তা
সরকার। অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করে ধূপগুড়ি থানার পুলিশ। তদন্তে
নেমে পুলিশ চার জনকে গ্রেফতার করে। চারজনকে জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া
অলঙ্কার সামগ্রী উদ্ধার হয়। এদিন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদে ভুটিয়া
ও ডি এসপি ক্রাইম বিক্রমজীৎ লামার উপস্থিতিতে উদ্ধার হওয়া অলঙ্কার সামগ্রী
দম্পতির হাতে তুলে দেয়। প্রায় দুই বছর আগে চুরি হওয়া সামগ্রী ফিরে
পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ওই দম্পতি।
বড়োসড়ো সাফল্য। ২০১৯ সালের অক্টোবর মাসে চুরি হয়ে যাওয়া অলঙ্কার সামগ্রিক
উদ্ধার করে দম্পতি হাতে তুলে দেয় ধূপগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, ২০১৯
সালে ২৬ শে অক্টোবর বাড়ি থেকে অলংকার সামগ্রী চুরির ঘটনায় ধূপগুড়ি থানায়
অভিযোগ দায়ের করেন ধুপগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুক্তা
সরকার। অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করে ধূপগুড়ি থানার পুলিশ। তদন্তে
নেমে পুলিশ চার জনকে গ্রেফতার করে। চারজনকে জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া
অলঙ্কার সামগ্রী উদ্ধার হয়। এদিন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদে ভুটিয়া
ও ডি এসপি ক্রাইম বিক্রমজীৎ লামার উপস্থিতিতে উদ্ধার হওয়া অলঙ্কার সামগ্রী
দম্পতির হাতে তুলে দেয়। প্রায় দুই বছর আগে চুরি হওয়া সামগ্রী ফিরে
পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ওই দম্পতি।
বাংলা নিউজ লাইভ
পথদূর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের
মুর্শিদাবাদ (Murshidabad) বিহার থেকে ভরতপুরে ফেরার পথে
পথদূর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম নয়ন শেখ। বয়স ২৩ বছর। বাড়ি
ভরতপুরের সিজগ্রামে। স্থানীয়দের দাবি, মাথার চুল বিক্রি করে টাকা রোজগারের
জন্য বিহারে গিয়েছিলেন তিনি। গতকাল কয়েকজন যুবক বিহার থেকে ভরতপুরে ফেরার
জন্য একটি ছোটো গাড়িতে করে আসছিলেন। সেই সময় বিহারের বাঙ্কা জেলার পানেরা
গ্রামে একটি ডাম্পার তাদের গাড়িতে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয়
মুর্শিদাবাদের বাসিন্দা নয়ন শেখের। বাকিরা গুরুতর জখম অবস্থায় স্থানীয়
হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে । মৃতদেহ উদ্ধার করে বাঙ্কা সদর
হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে
শোকের ছায়া নেমে এসেছে।
পথদূর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম নয়ন শেখ। বয়স ২৩ বছর। বাড়ি
ভরতপুরের সিজগ্রামে। স্থানীয়দের দাবি, মাথার চুল বিক্রি করে টাকা রোজগারের
জন্য বিহারে গিয়েছিলেন তিনি। গতকাল কয়েকজন যুবক বিহার থেকে ভরতপুরে ফেরার
জন্য একটি ছোটো গাড়িতে করে আসছিলেন। সেই সময় বিহারের বাঙ্কা জেলার পানেরা
গ্রামে একটি ডাম্পার তাদের গাড়িতে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয়
মুর্শিদাবাদের বাসিন্দা নয়ন শেখের। বাকিরা গুরুতর জখম অবস্থায় স্থানীয়
হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে । মৃতদেহ উদ্ধার করে বাঙ্কা সদর
হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে
শোকের ছায়া নেমে এসেছে।