Latest Bangla News Today Live – Bangla News Update – বাংলা নিউজ
লাইভ
Latest Bangla News Today
ছয় বছরের জন্য বিজেপি থেকে বহিস্কার
নিজস্ব সংবাদদাতা: কাটমানি সহ চরিত্রহীনতার অভিযোগ তুলে শুক্রবার
গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা ১০৫ নং বুথের বিজেপির পঞ্চায়েত
সদস্য আনন্দ মুজুমদারকে দলবিরোধী কাজ করার জন্য ছয় বছরের জন্য বিজেপি থেকে
বহিস্কার করল ধূপগুড়ির পশ্চিম মন্ডলের নেতৃত্বরা। শুক্রবার ধূপগুড়ির যতীনের হাট
এলাকায় বিজেপির কো কনভেনার কমলেশ সিংহ রায়ের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে
তাকে বহিস্কৃত করে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম মন্ডলের সভাপতি
গৌতম মন্ডল সহ অন্যান্যরা। বিজেপির অভিযোগ, তিনি বিজেপির দলীয় প্রতিকে জিতে
তৃনমূলের হয়ে কাজ করছেন। এবং কাটমানি সহ এলাকায় মহিলা সংক্রান্ত বিষয়ে অভিযোগ
রয়েছে তার।
গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা ১০৫ নং বুথের বিজেপির পঞ্চায়েত
সদস্য আনন্দ মুজুমদারকে দলবিরোধী কাজ করার জন্য ছয় বছরের জন্য বিজেপি থেকে
বহিস্কার করল ধূপগুড়ির পশ্চিম মন্ডলের নেতৃত্বরা। শুক্রবার ধূপগুড়ির যতীনের হাট
এলাকায় বিজেপির কো কনভেনার কমলেশ সিংহ রায়ের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে
তাকে বহিস্কৃত করে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম মন্ডলের সভাপতি
গৌতম মন্ডল সহ অন্যান্যরা। বিজেপির অভিযোগ, তিনি বিজেপির দলীয় প্রতিকে জিতে
তৃনমূলের হয়ে কাজ করছেন। এবং কাটমানি সহ এলাকায় মহিলা সংক্রান্ত বিষয়ে অভিযোগ
রয়েছে তার।
Latest News In Bengali
ডুয়ার্সের গ্রামীণ লাভ গুরু চ্যানেল
নিজস্ব সংবাদদাতা : ডুয়ার্সের বিভিন্ন এলাকায় চিত্র গ্রহণের মাধ্যমে গ্রামীণ
এলাকার কিছু যুবক নতুন নতুন ভিডিও গান কে আপলোড করার উদ্যোগ
নিয়েছেন। “ডুয়ার্সের গ্রামীণ লাভ গুরু চ্যানেল” গয়েরকাটা দুরামারির এক
পরিচিত চ্যানেল হিসেবে সকলের মন জয় করে নিয়েছে। একটি ভিডিওতে ডুয়ার্সের
বিভিন্ন এলাকার দৃশ্য ধারণ করে গায়ক-অভিনেতারা নিজেদের দক্ষতার প্রমাণ
দিয়েছেন । নিজেদের ক্যামেরায় ভিডিও রেকর্ড করে দর্শকের মন জয় করে নিয়েছে
গ্রামীণ লাভ গুরুর কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি
হিন্দি গানের ভিডিও,যে গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ্ করা হয়েছে
।গানটির শীর্ষক হল” সুন সুন সুন বারসাত কি দিন “।এই গানে অভিনয় করেছেন
ডুয়ার্সের দুরামারি এলাকা থেকে আবু বক্কর সিদ্দিক এবং পিংকি রায় । ভিডিও
এডিটিং করেছেন খাদিমুল ইসলাম,
এলাকার কিছু যুবক নতুন নতুন ভিডিও গান কে আপলোড করার উদ্যোগ
নিয়েছেন। “ডুয়ার্সের গ্রামীণ লাভ গুরু চ্যানেল” গয়েরকাটা দুরামারির এক
পরিচিত চ্যানেল হিসেবে সকলের মন জয় করে নিয়েছে। একটি ভিডিওতে ডুয়ার্সের
বিভিন্ন এলাকার দৃশ্য ধারণ করে গায়ক-অভিনেতারা নিজেদের দক্ষতার প্রমাণ
দিয়েছেন । নিজেদের ক্যামেরায় ভিডিও রেকর্ড করে দর্শকের মন জয় করে নিয়েছে
গ্রামীণ লাভ গুরুর কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি
হিন্দি গানের ভিডিও,যে গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ্ করা হয়েছে
।গানটির শীর্ষক হল” সুন সুন সুন বারসাত কি দিন “।এই গানে অভিনয় করেছেন
ডুয়ার্সের দুরামারি এলাকা থেকে আবু বক্কর সিদ্দিক এবং পিংকি রায় । ভিডিও
এডিটিং করেছেন খাদিমুল ইসলাম,
ডিরেক্টর ছিলেন হামিদুল হোসেন । গ্রামীণ লাভ গুরু কর্তৃপক্ষ সকলকে ভিডিওটি
দেখার জন্য আবেদন রেখেছেন।
দেখার জন্য আবেদন রেখেছেন।
বাংলা নিউজ লাইভ
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ
অত্যাধিকহারে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, প্রশাসনের জুলুমের বিরোধীতায়
সহ বিভিন্ন দাবিতে শুক্রবার ময়নাগুড়ির রোডের নেতাজি ক্লাবের সামনে
অবস্থান বিক্ষোভ করলেন বার্ণিশ অঞ্চল ট্রাক্টর ওনার্স ইউনিয়ন। এদিন তারা ৭
দফা দাবিতে সকাল থেকেই অবস্থান বিক্ষোভে বসেন। তাদের দাবি, দ্রুত ডিজেলের
অস্বাভাবিক মূল্য হ্রাস করতে হবে। ট্রাক্টরের চালকদের প্রতি প্রশাসনিক
জুলুম বন্ধ করতে হবে বালি-মাটি উত্তোলনের ক্ষেত্রে রয়ালিটি প্রদান করতে
সহ বিভিন্ন দাবি তোলেন তারা। এদিন বার্নিশ গ্রাম পঞ্চায়েতের সমস্ত ট্রক্টর
মালিক সহ চালকরা উপস্থিত ছিলেন।
সহ বিভিন্ন দাবিতে শুক্রবার ময়নাগুড়ির রোডের নেতাজি ক্লাবের সামনে
অবস্থান বিক্ষোভ করলেন বার্ণিশ অঞ্চল ট্রাক্টর ওনার্স ইউনিয়ন। এদিন তারা ৭
দফা দাবিতে সকাল থেকেই অবস্থান বিক্ষোভে বসেন। তাদের দাবি, দ্রুত ডিজেলের
অস্বাভাবিক মূল্য হ্রাস করতে হবে। ট্রাক্টরের চালকদের প্রতি প্রশাসনিক
জুলুম বন্ধ করতে হবে বালি-মাটি উত্তোলনের ক্ষেত্রে রয়ালিটি প্রদান করতে
সহ বিভিন্ন দাবি তোলেন তারা। এদিন বার্নিশ গ্রাম পঞ্চায়েতের সমস্ত ট্রক্টর
মালিক সহ চালকরা উপস্থিত ছিলেন।
বার্নিশ অঞ্চল ট্রাক্টর ওনার্স ইউনিয়নের মূখ্যপাত্র বলেন, ” বেকারত্ব যখন
গ্রাস করছে ঠিক সে সময় ট্রাক্টর চালিয়ে কিছু কর্মসংস্থান হচ্ছে। তাই
ট্রাক্টর চালকদের প্রতি প্রশাসনের জুলুম বন্ধ করতে হবে।”
গ্রাস করছে ঠিক সে সময় ট্রাক্টর চালিয়ে কিছু কর্মসংস্থান হচ্ছে। তাই
ট্রাক্টর চালকদের প্রতি প্রশাসনের জুলুম বন্ধ করতে হবে।”
আজকের লাইভ খবর
চাকরি দেওয়ার নাম প্রতারণা
ধূপগুড়ি: চাকরি দেওয়ার নাম করে ধূপগুড়ির মাগুরমারী-2 নং গ্রাম
পঞ্চায়েতের পূর্ব আলতাগ্রাম সোনাভিটা এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে বেশ কিছু
মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে, শুক্রবার চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন বেশ
কয়েকজন তাদের বাড়িতে এসে টাকা ফেরতের দাবি করলে উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত
এবং বেশ কয়েকজনের মধ্য বিবাদের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়
ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ,
এলাকার এক ব্যক্তি চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ
করেছে। অবশ্য অভিযোগ অস্বীকার অভিযুক্তের। এদিন এই ঘটনা ক্যামরা বন্ধি করতে
গেলে সাংবাদিকের মোবাইল সহ আইকার্ড ছিনিয়ে নেয় অভিযুক্ত।
পঞ্চায়েতের পূর্ব আলতাগ্রাম সোনাভিটা এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে বেশ কিছু
মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে, শুক্রবার চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন বেশ
কয়েকজন তাদের বাড়িতে এসে টাকা ফেরতের দাবি করলে উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত
এবং বেশ কয়েকজনের মধ্য বিবাদের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়
ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ,
এলাকার এক ব্যক্তি চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ
করেছে। অবশ্য অভিযোগ অস্বীকার অভিযুক্তের। এদিন এই ঘটনা ক্যামরা বন্ধি করতে
গেলে সাংবাদিকের মোবাইল সহ আইকার্ড ছিনিয়ে নেয় অভিযুক্ত।
আজকের খবর