Hoichoi Season 5 – Hoichoi Upcoming Web Series List, Cast &
Release Date 2021
Release Date 2021
বাংলার সবথেকে বড় OTT প্লাটফর্ম গত চার বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের
বাঙালিকে বিনোদনের এক আলাদা আনন্দ উপহার দিয়েছে । Charitraheen হোক কিংবা
Mahanagar, ব্যোমকেশ থেকে Eken Babu সবেতেই দর্শক পেয়েছে নতুনত্ব
আর ভিন্ন গল্পের স্বাদ ।
বাঙালিকে বিনোদনের এক আলাদা আনন্দ উপহার দিয়েছে । Charitraheen হোক কিংবা
Mahanagar, ব্যোমকেশ থেকে Eken Babu সবেতেই দর্শক পেয়েছে নতুনত্ব
আর ভিন্ন গল্পের স্বাদ ।
Netflix বা Amazon Prime Video দেখে যাদের অভ্যেস তারাও কিন্তু
ধীরে ধীরে বাংলা কন্টেন্ট তথা
Bangla Web Series
এর প্রশংসা করেছেন ।
ধীরে ধীরে বাংলা কন্টেন্ট তথা
Bangla Web Series
এর প্রশংসা করেছেন ।
শুধু কি ওয়েব সিরিজ ? তা কিন্তু নয় বিভিন্ন নতুন সিনেমা তাও কিন্তু Hoichoi তে
সবার আগে মুক্তি পেয়েছে ।
সবার আগে মুক্তি পেয়েছে ।
Tollywood এর বড় তারকাদের সিনেমার বাইরে ওয়েব সিরিজে কিন্তু এই Hoichoi ই
নিয়ে এসেছে ।
নিয়ে এসেছে ।
গত চার বছরে যেমন বেড়েছে কন্টেন্ট এর মান তথা কোয়ালিটি সেই সাথে সমান তালে বেড়েছে
Subscription এর সংখ্যা ও ।
Subscription এর সংখ্যা ও ।
সে যাই হোক, দেখতে দেখতে Hoichoi এবার পাঁচ বছরে ।
অথাৎ Season 5 এ ।
আর এই নতুন সিজেনে দর্শকের জন্য হইচই নতুন কি নিয়ে আসে তা দেখতে মরিয়া ছিলেন
অনেকেই ।
অনেকেই ।
অবশেষে সেই সাসপেন্স এর পর্দাফাঁস করেছে হৈচৈ স্বয়ং ।
তো, চলুন দেখে নেওয়া যাক আগামী কিছুদিনের মধ্যে Hoichoi এর পর্দায় দর্শক নতুন কি
কি দেখতে চলেছে বা নতুন কোন কোন সিরিজ আসতে চলেছে ।
কি দেখতে চলেছে বা নতুন কোন কোন সিরিজ আসতে চলেছে ।
Hoichoi Season 5 All Series List
1. Montu Pilot Season 2
মন্টু র কথা মনে আছে নিশ্চই ? নীল কুঠির এক পতিতার প্রেমকে ঘিরে আবর্তিত হয়েছিলো
যার জীবনের গল্প । শেষ দৃশ্য দেখে অনেকেই ভেবেছিলেন এখানেই শেষ ।
যার জীবনের গল্প । শেষ দৃশ্য দেখে অনেকেই ভেবেছিলেন এখানেই শেষ ।
আসলে শেষ থেকেই তো শুরু হয় । হ্যাঁ নীলকুঠির রাজা আবার আসতে চলেছে Hoichoi এর
পর্দায় । সঙ্গে Sourav Das এর মন ছুঁয়ে যাওয়া অভিনয় । তো, অপেক্ষার প্রহর গুনতে
শুরু করুন আবার ।
পর্দায় । সঙ্গে Sourav Das এর মন ছুঁয়ে যাওয়া অভিনয় । তো, অপেক্ষার প্রহর গুনতে
শুরু করুন আবার ।
Director –
Debaloy Bhattacharya
Debaloy Bhattacharya
2.
Bottolar Goyenda (বটতলার গোয়েন্দা)
Bottolar Goyenda (বটতলার গোয়েন্দা)
Anirban Bhattacharya
যাকে আমরা মূলত অসাধারণ অভিনয়ের জন্যই চিনি । তিনি এবারে পরিচালনায় । Swapan
Kumar অবলম্বনে তার নতুন সিরিজ ‘বটতলার গোয়েন্দা’ আসছে শীঘ্রই ।
যাকে আমরা মূলত অসাধারণ অভিনয়ের জন্যই চিনি । তিনি এবারে পরিচালনায় । Swapan
Kumar অবলম্বনে তার নতুন সিরিজ ‘বটতলার গোয়েন্দা’ আসছে শীঘ্রই ।
Hoichoi Upcoming Web Series
3. Khaypa Sohor (খ্যাপা শহর)
সমাজের ভালো পুলিশ আর খারাপ পুলিশের মাঝের নোংরামি, রাজনীতি আর ক্রাইম নিয়ে নতুন
গল্প ।
গল্প ।
4. Indu (ইন্দু)
Sayantan Ghoshal বর্তমান সময়ের অন্যতম একজন প্রতিভাবান পরিচালক । এর আগেও
Hoichoi এর বিভিন্ন সিরিজ তিনি পরিচালনা করেছেন । এবারে
Ishaa Saha
কে নতুন এক রূপে পর্দায় আনতে চলেছেন তিনি । সিরিজের নাম ‘Indu’ ।
Hoichoi এর বিভিন্ন সিরিজ তিনি পরিচালনা করেছেন । এবারে
Ishaa Saha
কে নতুন এক রূপে পর্দায় আনতে চলেছেন তিনি । সিরিজের নাম ‘Indu’ ।
Release Date – October, 2021
5. Rudrabinar Ovishap (রুদ্রবীনার অভিশাপ)
তানসেনের তানপুরার কথা মনে আছে ? যদিও এই সিরিজের Season 2 তেমন ভাবে সফল হয়নি ।
কিন্তু আলাপ – শ্রুতির জুটি কিন্তু পছন্দ করেছিলেন অনেকেই ।
কিন্তু আলাপ – শ্রুতির জুটি কিন্তু পছন্দ করেছিলেন অনেকেই ।
সেই জুটি আবার ফিরছে নতুন গল্পে ।
Director –
Joydeep Mukherjee
Joydeep Mukherjee
Hoichoi Upcoming Web Series Release Date
6. Uttaran (উত্তরণ)
MMS Scandal এ জড়িয়ে এক নারীর জীবনের সর্বস্ব হারানোর গল্প । আর সেই সাথে সমাজের
নোংরা কিছু মানুষের নগ্নতা । Sukanta Gangopadhyay এর ‘Bottola’ বটতলা কাহিনী
অবলম্বনে নতুন সিরিজ ‘উত্তরণ’
নোংরা কিছু মানুষের নগ্নতা । Sukanta Gangopadhyay এর ‘Bottola’ বটতলা কাহিনী
অবলম্বনে নতুন সিরিজ ‘উত্তরণ’
Cast –
Madhumita Sarcar
Madhumita Sarcar
Director – Joydeep Mukherjee
Hoichoi Series List 2021
7.
Mahabharat Murders (মহাভারত মার্ডারস)
Mahabharat Murders (মহাভারত মার্ডারস)
বেস্ট সেলার বুক ‘Mahabharat Murders’ এর গল্পে অবলম্বনে নতুন সিরিজ ।
Director –
Soumik Halder
Soumik Halder
8. Srikanto (শ্রীকান্ত)
শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস অবলম্বনে নতুন সিরিজ
শ্রীকান্ত ।
-
Cast – Rishab Basu,
Sohini Sarkar - A Series by SGR
Hoichoi New Upcoming Series
9. Trailokko (ত্রৈলোক্য)
ভারতের প্রথম রেকর্ডেড মহিলা Serial killer, কি ? ভাবতেই কেমন একটা লাগছে না ?
ঠিক এই এরকম অভিনব গল্প নিয়েই আসছে নতুন সিরিজ ‘ত্রৈলোক্য‘
ঠিক এই এরকম অভিনব গল্প নিয়েই আসছে নতুন সিরিজ ‘ত্রৈলোক্য‘
10. Mandar (মন্দার)
William Shakespeare এর Macbeth এর গল্প অবলম্বনে বাংলায় প্রথমবার
আসছে ‘মন্দার’।
আসছে ‘মন্দার’।
Director –
Anirban Bhattacharya
Anirban Bhattacharya
11.
Eken Babu Season 5 (একেন বাবু 5)
Eken Babu Season 5 (একেন বাবু 5)
Hoichoi এর সিরিজ হবে আর একেন বাবু থাকবে না, তা কখনো হয় ? এইবারে একেন বাবুর
গন্তব্য কিন্তু Santiniketan (শান্তিনিকেতন) ।
গন্তব্য কিন্তু Santiniketan (শান্তিনিকেতন) ।
-
Cast
–
Anirban Chakraborty - Director – Anirban Mallik
- Release Date – Puja, 2021.
12. Gora (গোড়া)
Ritwik Chakraborty
এবারে এক নতুন গোয়েন্দার ভূমিকায় । কেমন হবে তার গোয়েন্দাগিরি ?
এবারে এক নতুন গোয়েন্দার ভূমিকায় । কেমন হবে তার গোয়েন্দাগিরি ?
আসছে গোড়া The Defective Detective…
13. Byomkesh 6 (ব্যোমকেশ 6)
Hoichoi এর সিরিজ নতুন সিজেনেও কিন্তু থাকছে পুরোনো চমক । হ্যাঁ ব্যোমকেশ বক্সীর
নতুন সিজেন আসছে আর সঙ্গে গল্প হিসেবে চোরাবালি ।
নতুন সিজেন আসছে আর সঙ্গে গল্প হিসেবে চোরাবালি ।
-
Cast –
Anirban Bhattacharya - Director – Soumik Halder
14.
সব তো হলো, কিছু মিস হলো নাকি ?
কি ভাবছেন ফেলুদা ?
হ্যাঁ এই সিজেনে আমাদের সবার প্রিয় Feluda ও আসছে হইচই এর পর্দায় ।
-
Director –
Srijit Mukherjee - Release Date – July 2022