Jitu Bhaiya (Jitendra Kumar) Web Series Kota Factory 2, Panchayat
Jitu Bhaiya Web Series
একবার এক ইন্টারভিউতে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) বলেছিলেন, “জিতু’র সবথেকে বড় প্লাস পয়েন্ট এটাই যে ওকে আমাদের আশেপাশের যে
কোনো টিপিক্যাল যুবকের মতো দেখতে। তাই মানুষকে ওর সাথে কানেক্ট করতে গেলে
কখনো কোনো পরিশ্রম করতে হয় না”..
কোনো টিপিক্যাল যুবকের মতো দেখতে। তাই মানুষকে ওর সাথে কানেক্ট করতে গেলে
কখনো কোনো পরিশ্রম করতে হয় না”..
jitendra kumar movies and tv shows
অভিনয় হোক কিংবা সাধারণত্ব ইউটিউব দুনিয়ার হাইস্ট পেইড এক্টর জিতেন্দ্র কুমারের
আজকের এই অবস্থানে আসাটা এতোটা সহজ ছিলোনা। কেবলমাত্র জব পছন্দ না হওয়ায়
আই.আই.টি ডিগ্রি থাকা সত্ত্বেও কোম্পানি ছেড়ে বাড়ি চলে এসে জিতু।
স্বাভাবিকভাবেই তার বাবা তার প্রতি ভীষণ রকম ক্ষুব্ধ হয়৷ ” তুই কি খাবি? কি
পড়বি? টাকা পাবি কোথায়?” ইত্যাদি প্রশ্নবাণে বিদ্ধ জিতু সেদিন চুপ ছিলো। কারণ
তার কাছে ছিলোনা সে প্রশ্নের কোনো উত্তর।
আজকের এই অবস্থানে আসাটা এতোটা সহজ ছিলোনা। কেবলমাত্র জব পছন্দ না হওয়ায়
আই.আই.টি ডিগ্রি থাকা সত্ত্বেও কোম্পানি ছেড়ে বাড়ি চলে এসে জিতু।
স্বাভাবিকভাবেই তার বাবা তার প্রতি ভীষণ রকম ক্ষুব্ধ হয়৷ ” তুই কি খাবি? কি
পড়বি? টাকা পাবি কোথায়?” ইত্যাদি প্রশ্নবাণে বিদ্ধ জিতু সেদিন চুপ ছিলো। কারণ
তার কাছে ছিলোনা সে প্রশ্নের কোনো উত্তর।
অথচ সেই জিতেন্দ্র এখন ওয়েব সিরিজ দুনিয়ার জনপ্রিয় মুখ। ২০২০ সালের এমাজন
প্রাইমের মোস্ট সাকসেসফুল ওয়েব সিরিজ “পঞ্চায়েত” ও ইন্ডিয়ার সর্বাধিক দর্শক
সংখ্যাযুক্ত ইউটিউব ওয়েবসিরিজ “কোটা ফ্যাক্টরি”- এ দুটোরই মূল আকর্ষণে ছিলো
সেদিনের বাবার প্রশ্নে নিঃশব্দে উত্তর খোঁজা অফিস ড্রপ আউট ছেলেটি।
প্রাইমের মোস্ট সাকসেসফুল ওয়েব সিরিজ “পঞ্চায়েত” ও ইন্ডিয়ার সর্বাধিক দর্শক
সংখ্যাযুক্ত ইউটিউব ওয়েবসিরিজ “কোটা ফ্যাক্টরি”- এ দুটোরই মূল আকর্ষণে ছিলো
সেদিনের বাবার প্রশ্নে নিঃশব্দে উত্তর খোঁজা অফিস ড্রপ আউট ছেলেটি।
সাবলীল অভিনয়ের মাধ্যমে যেকোনো চরিত্রকে জীবন্ত করে তোলা জিতুর সাথে হয়তো
নিজেদের মিল খুঁজে পান দর্শক। সম্ভবত সেজন্যই তার ইমোশনের সাথে কানেক্ট করার
জন্য দর্শককে কোনো পরিশ্রম’ই করতে হয়না..
নিজেদের মিল খুঁজে পান দর্শক। সম্ভবত সেজন্যই তার ইমোশনের সাথে কানেক্ট করার
জন্য দর্শককে কোনো পরিশ্রম’ই করতে হয়না..