Dooars North Bengal – Latest Bengali News Today Live – North Bengal
North Bengal News
কাঠচুরি করতে এসে বন দপ্তরের হাতে গ্রেফতার ১
বনদপ্তর সক্রিয় থাকা সত্বেও ডুয়ার্সের বনাঞ্চলে দিন দিন বেড়েই চলেছে চোরাই কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য। কদিন আগেই দুজন কাঠ পাচারকারীকে গ্রেফতার করেছে বনদপ্তর। ফের কাঠচুরি করতে এসে হাতেনাতে গ্রেফতার হল এক পাচারকারি। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মরাঘাট জঙ্গলের এস এম জি ৭ কর্ম্পাটমেন্টে। জানাগেছে, মরাঘাট রেঞ্জের গোসাইরহাট বনাঞ্চলের বিট অফিসারের নেতৃত্বে টহলদারি চালানোর সময় গাছ কাটার শব্দ শুনে এগিয়ে যান বনকর্মীরা। শাল গাছ কাটার সময় বনকর্মীদের দেখতে পেয়ে কয়েকজন পাচারকারী সেখান থেকে চম্পট দেয় । সেসময় একজনকে হাতেনাতে ধরে ফেলে বনকর্মীরা। ধৃত ব্যাক্তির নাম বাদল রায়। তাকে গ্রেফতার করে মোরাঘাট রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। মোরাঘাট রেঞ্জের এসিএফ বিপাশা পারুল বলেন, ধৃত ব্যাক্তিকে জেরা করে জানাগেছে গিয়েছে এদের সাথে বিশাল চক্র রয়েছে।বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বনদপ্তর। ধৃতের কাছ থেকে সাইকেল সহ দুটি লক বাজেয়াপ্ত করেছে বনদপ্তর।
আরো পড়ুন,