Mimi Movie Review – Mimi Full Movie – Netflix, Kriti Sanon
Mimi Movie Review
কমেডি আর ইমোশনের মোড়কে দুই ঘণ্টার এক নির্ভেজাল বাস্তবিক পটভূমি নিয়ে তৈরি
সিনেমা হল Mimi
সিনেমা হল Mimi
দেখা শুরু করলে শেষ না করে উঠতে মন চাইবে না,
Pankaj Tripathi, ManojPahwa Supriya pathak
এদের অভিনয় দক্ষতা নিয়ে আমরা সবাই ওয়াকিবহাল। আমার কাছে আলাদা করে যদি
জিজ্ঞাসা করা হয় সিনেমার থেকে প্রাপ্তি কি? আমি বলবো Kriti Sanon এর
অভিনয়। হ্যাঁ,এটা আমাকেও অনেকটা সারপ্রাইজ করেছে। ডিরেক্টর Laxman Utekar এর
আগেও কৃতির সাথে Lukkachipi সিনেমায় কাজ করেছেন তবে এই সিনেমায় এক
অন্য কৃতিকে দর্শকদের উপহার দিলেন তিনি।
Pankaj Tripathi, ManojPahwa Supriya pathak
এদের অভিনয় দক্ষতা নিয়ে আমরা সবাই ওয়াকিবহাল। আমার কাছে আলাদা করে যদি
জিজ্ঞাসা করা হয় সিনেমার থেকে প্রাপ্তি কি? আমি বলবো Kriti Sanon এর
অভিনয়। হ্যাঁ,এটা আমাকেও অনেকটা সারপ্রাইজ করেছে। ডিরেক্টর Laxman Utekar এর
আগেও কৃতির সাথে Lukkachipi সিনেমায় কাজ করেছেন তবে এই সিনেমায় এক
অন্য কৃতিকে দর্শকদের উপহার দিলেন তিনি।
Mimi movie cast
Kriti Sanon,
Pankaj Tripathi, Manoj Pahwa, Supriya Pathak, Jaya Bhattacharya, Sai Tamhankar, Evelyn
Edwards
& others.
Pankaj Tripathi, Manoj Pahwa, Supriya Pathak, Jaya Bhattacharya, Sai Tamhankar, Evelyn
Edwards
& others.
Director – Laxman Utekar
সিনেমায় এ আর রহমানের এর মিউজিক এর সাথে শ্রেয়া ঘোষালের গলায় ‘Param Sundari‘ আইটেম সং টাও অসাধারণ। তবে সিনেমার শেষের দিকে কৈলাশ খেরের গলায় ‘choti si chiraiya‘ গানটা চেরী অন দ্যা টপ।❤️
IMDb Rating
8.2/10
যদি শুধুমাত্র অনাথদের নিয়ে একটা দেশ থাকতো, তবে পপুলেশনের দিক থেকে
ওয়ার্ল্ডের ৯ নম্বর স্থান পেত সেই দেশটি। সমীক্ষা বলছে এই মুহূর্তে দাড়িয়ে
প্রায় পনেরো কোটি তিরিশ লক্ষ অনাথ শিশু এখনও তাদের মা-বাবার পরিচয় পাওয়ার
জন্য অপেক্ষা করছে।
ওয়ার্ল্ডের ৯ নম্বর স্থান পেত সেই দেশটি। সমীক্ষা বলছে এই মুহূর্তে দাড়িয়ে
প্রায় পনেরো কোটি তিরিশ লক্ষ অনাথ শিশু এখনও তাদের মা-বাবার পরিচয় পাওয়ার
জন্য অপেক্ষা করছে।
Also read, Murder In The Hills Web Series Review
সিনেমার শেষে দেওয়া এই সমিক্ষাটাই একটা কঠিন বাস্তব চিত্র তুলে ধরে। কেনো এই
সমীক্ষা দেওয়া হয়েছে সেটা জানার জন্য একবার দেখে নিতেই পারেন মিমি।
সমীক্ষা দেওয়া হয়েছে সেটা জানার জন্য একবার দেখে নিতেই পারেন মিমি।
** সিনেমাটি মারাঠি সিনেমা Mala Aai Vhhaychy! এর রিমেক।
Mimi Movie Trailer
“মিমি” আসলে এক মেয়ের, মা হয়ে ওঠার গল্প। একই সিনেমায় পাশাপাশি দুটো গল্প
যার একটা বলে, যিনি জন্ম দেন তিনিই মা এবং আরেকটা বলে, মা হতে গেলে জন্ম দিতে
লাগেনা✨ছোটবেলায় আমার মা যখন নিজের পাতের পছন্দের ইলিশ মাছ তুলে আমায় দিয়ে
দিতেন, জিজ্ঞেস করলে বলতেন সন্তানের খুশির জন্যে এইটুকু ত্যাগ কিছুই না। মা
নিজের সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে পারে, তখন এতো শত বুঝতাম না।
যার একটা বলে, যিনি জন্ম দেন তিনিই মা এবং আরেকটা বলে, মা হতে গেলে জন্ম দিতে
লাগেনা✨ছোটবেলায় আমার মা যখন নিজের পাতের পছন্দের ইলিশ মাছ তুলে আমায় দিয়ে
দিতেন, জিজ্ঞেস করলে বলতেন সন্তানের খুশির জন্যে এইটুকু ত্যাগ কিছুই না। মা
নিজের সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে পারে, তখন এতো শত বুঝতাম না।
মিমি আরেকবার বুঝিয়ে দিল, সন্তানের কাছে নিজের ফিগার, লুকস, রাতের ঘুম,
পছন্দের খাবার এসব তো দূর.. নিজের মধ্যে আঁকড়ে রাখা স্বপ্ন বিসর্জন দেওয়াও
কোনো বড় ব্যাপার নয় 🖤
পছন্দের খাবার এসব তো দূর.. নিজের মধ্যে আঁকড়ে রাখা স্বপ্ন বিসর্জন দেওয়াও
কোনো বড় ব্যাপার নয় 🖤
#MiMi🎬❤️
Also read,
Haseena Dilruba Movie Review In Hindi & English
Yeh Jawaani Hai Deewani Review After 8 Years
Tags –
Movie,
Web Series,
Netflix
Yeh Jawaani Hai Deewani Review After 8 Years
Tags –
Movie,
Web Series,
Netflix