Insurance – ইন্সুরেন্স – Bengali Story

Bongconnection Original Published
2 Min Read


 Insurance – ইন্সুরেন্স – Bengali Story

Insurance - ইন্সুরেন্স - Bengali Story
Loading...

ইনসুরেন্স
                     
 – শুভাগত মজুমদার
রোজ রাতে অফিস ফেরত মদ গিলে ফেরাটা অসীম বাবুর রক্তে মিশে গেছে (বদ অভ্যাস বললে
ভুল হবে), এবং তারপরে বাড়িতে ঢুকেই বউ এবং ছেলের ওপর মানসিক ও শারিরিক
নির্যাতন, গালাগালি সবকিছুর মাএা ছাড়িয়ে যাচ্ছিল। 


পরের দিন আবার সব ঠিক, অসীম বাবু ভাবতেন যে কেন এরকম করেন উনি, সবাই যে কত
গালমন্দ করেন কে জানে আর করবে নাই বা কেন ❓
দিন দিন ভেঙে পড়ছিলেন উনি, কিন্তু নেশা যে কি জিনিষ, ধরলে পয়সার নয় ছয়, কাছের
মানুষের কাছে খারাপ হয়ে যাওয়া, ছেলেটারও ভবিষ্যৎ প্রায় অন্ধকারের দিকে। 
না আজকে কিছু একটা করতেই হবে, মা ও ছেলে মোটামুটি মনস্থির করেই ফেলেছে, শুধু
plan execute হলেই হলো । 
একটু পরেই ফোনটা বেজে উঠলো, ওপারে থানার বড় বাবুর গলা, অফিস ফেরত হাজরা মোড়ে
বাসের চাকায় পিষে গেছে সারা শরীর। 

কয়েকদিন বাদে Accidental Insurance এর পুরো টাকাটাই নমিনি হিসেবে পেয়ে গেলো
ছেলে, বাবাকে রাতে ঘুমের মধ্যে অন্তত বালিশ চাপা দিয়ে মারতে হলো না, যেটা মায়ের
সাথে plan করা ছিল, কিন্তু কে জানতো এভাবে বাবা চলে যাবে । 
টাকাটা হয়তো ভালো কাজেই লাগবে কিন্তু আসলে সেটা তো মানুষটার জীবনের পরিবর্তে
তাও আবার এরকম ভাবে। 
সমাপ্ত। 
*******************************************
Tags –
Insurance,
Tech
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.