How To Increase Computer Speed Windows 7,8,10 – কম্পিউটারের গতি
বৃদ্ধি করার উপায়
কম্পিউটার দ্রুত করার উপায়
১। SSD ইন্সটল করলে কম্পিউটারের স্পীড অনেক বেড়ে যায়। HDD পুরনো
হয়ে গেলে এর স্পীড কমে যায় তাই নিয়মিত ডিফ্র্যাগমেন্ট করতে পারেন, Start
মেন্যুতে গিয়ে টাইপ করুন Defragment and Optimise Drives. এরপর প্রসেস ফলো
করুন। অধিক স্পীড প্রয়োজন হলে HDD এর বদলে SSD লাগাতে পারেন বুট ডিভাইস হিসেবে,
হয়ে গেলে এর স্পীড কমে যায় তাই নিয়মিত ডিফ্র্যাগমেন্ট করতে পারেন, Start
মেন্যুতে গিয়ে টাইপ করুন Defragment and Optimise Drives. এরপর প্রসেস ফলো
করুন। অধিক স্পীড প্রয়োজন হলে HDD এর বদলে SSD লাগাতে পারেন বুট ডিভাইস হিসেবে,
2। যে Drive এ Operating System থাকবে সেখানে পর্যাপ্ত ফাঁকা যায়গা থাকা লাগবে।
কমপক্ষে ১০০ জিবির পার্টিশন করুন। অন্য Drive যেন ভর্তি হয়ে লাল না হয়,
অপ্রয়োজনী ডেটা নিয়মিত ডিলিট করুন,
কমপক্ষে ১০০ জিবির পার্টিশন করুন। অন্য Drive যেন ভর্তি হয়ে লাল না হয়,
অপ্রয়োজনী ডেটা নিয়মিত ডিলিট করুন,
৩। Processor Cooling Fan পুরাতন হলে বা ময়লা জমলে সব কিছু অনেক গরম হয়ে PC
Slow হয়ে যায়, সমাধানে Blower দিয়ে পরিস্কার করতে পারেন অথবা রঙ করার ব্রাশ
কিনে নিতে পারেন হার্ডয়্যারের দোকান থেকে। এরপর আলতো করে পরিস্কার করবেন ব্রাশ
দিয়ে,
Slow হয়ে যায়, সমাধানে Blower দিয়ে পরিস্কার করতে পারেন অথবা রঙ করার ব্রাশ
কিনে নিতে পারেন হার্ডয়্যারের দোকান থেকে। এরপর আলতো করে পরিস্কার করবেন ব্রাশ
দিয়ে,
কম্পিউটার স্লো হলে করনীয়
৪। প্রয়োজন মত RAM বাড়ালে গতি বাড়তে পারে, দুইটা RAM লাগালে যেন একই
ক্যাপাসিটি, ফ্রিকোয়েন্সি এবং ল্যাটেন্সির হয়, তাতে বেস্ট পারফরম্যান্স পাবেন,
ক্যাপাসিটি, ফ্রিকোয়েন্সি এবং ল্যাটেন্সির হয়, তাতে বেস্ট পারফরম্যান্স পাবেন,
৫। Virus এর কারণে PC slow হয়। Anti Virus ব্যবহার করা যেতে
পারে। অপরিচিত সাইট ভিজিট করা বা কিছু ডাউনলোড করে ইন্সটল করা থেকে বিরত থাকুন,
অপ্রয়োজনীয় software uninstall করে গতি বাড়ানো যায়, নিয়মিত চেক করুন কোন
Suspicious Program ইন্সটল্ড আছে কিনা,
পারে। অপরিচিত সাইট ভিজিট করা বা কিছু ডাউনলোড করে ইন্সটল করা থেকে বিরত থাকুন,
অপ্রয়োজনীয় software uninstall করে গতি বাড়ানো যায়, নিয়মিত চেক করুন কোন
Suspicious Program ইন্সটল্ড আছে কিনা,
৬। সব কিছু ঠিক আছে, তার পরও PC Slow এ অবস্থায় Power Supply বদলে নিলে চমৎকার
গতি পাওয়া যায়, ডেস্কটপের জন্য কিছুটা বেশি দামের ভালো মানের পাওয়ার সাপ্লাই
নিলেই ভালো। এটা নির্ধারিত ওয়াট সাপ্লাই নিশ্চিত করবে,
গতি পাওয়া যায়, ডেস্কটপের জন্য কিছুটা বেশি দামের ভালো মানের পাওয়ার সাপ্লাই
নিলেই ভালো। এটা নির্ধারিত ওয়াট সাপ্লাই নিশ্চিত করবে,
How To Improve Computer Performance Windows 10
৭। Motherboard এর দুর্বল Capacitor বদলিয়ে PC গতিশীল করা
যায়, এটা সাধারণ ব্যবহারকারী পারবেন না, একজন প্রফেশনাল এটা করতে পারেন,
যায়, এটা সাধারণ ব্যবহারকারী পারবেন না, একজন প্রফেশনাল এটা করতে পারেন,
কম্পিউটার সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন :
কম্পিউটার ফাস্ট করার উপায়
Laptop fast করার উপায়
ল্যাপটপ স্লো হলে কি করব
৮। Processor পাল্টে গতি বাড়ানো যায়, Dual Core বা i3 বদলিয়ে i5
লাগালে উচ্চ গতি দেখে অবাক হতে পারেন
লাগালে উচ্চ গতি দেখে অবাক হতে পারেন
Will Windows 10 make my computer faster?
How do I test my computer performance Windows 10?
৯। যে কোন Program চালানোর জন্য একটা Configuration দেয়া থাকে, সেটা
জেনে ও মেনে চললে গতি অনেক ভালো হয়। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত
Application গুলো আপগ্রেড করাই হয় সমসাময়িক প্রসেসরের কার্য ক্ষমতাকে বিবেচনা
করে, তাই আপনার কম্পিউটারের কম্পোনেন্ট এর ম্যানুফ্যাকচারিং টাইম যদি ২০১৫ হয়
তবে সর্বোচ্চ ২০১৬-১৭ সালে সফটওয়্যারের রিলিজ হওয়া ভার্শন ব্যবহার করুন। অথবা
যদি পিসি এমন ভাবে আপগ্রেড করে থাকেন, যেটা প্রায় বর্তমান কম্পিউটারের মতই
পারফর্ম করবে তবেই লেটেস্ট ভার্শন ব্যবহার করুন, সর্বোচ্চ স্পীড পাবেন। এমন না
লেটেস্ট ভার্শন ওই কম্পিউটারে চলবে না। চলবে, তবে প্রোগ্রাম লোড হতেই অনেকটা
স্লো হয়ে যাবে আপনার পিসি। যদিও লেটেস্ট ফিচারের লোভ সামলানো বড়ই কঠিন 😀
জেনে ও মেনে চললে গতি অনেক ভালো হয়। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত
Application গুলো আপগ্রেড করাই হয় সমসাময়িক প্রসেসরের কার্য ক্ষমতাকে বিবেচনা
করে, তাই আপনার কম্পিউটারের কম্পোনেন্ট এর ম্যানুফ্যাকচারিং টাইম যদি ২০১৫ হয়
তবে সর্বোচ্চ ২০১৬-১৭ সালে সফটওয়্যারের রিলিজ হওয়া ভার্শন ব্যবহার করুন। অথবা
যদি পিসি এমন ভাবে আপগ্রেড করে থাকেন, যেটা প্রায় বর্তমান কম্পিউটারের মতই
পারফর্ম করবে তবেই লেটেস্ট ভার্শন ব্যবহার করুন, সর্বোচ্চ স্পীড পাবেন। এমন না
লেটেস্ট ভার্শন ওই কম্পিউটারে চলবে না। চলবে, তবে প্রোগ্রাম লোড হতেই অনেকটা
স্লো হয়ে যাবে আপনার পিসি। যদিও লেটেস্ট ফিচারের লোভ সামলানো বড়ই কঠিন 😀
সো প্রযুক্তি প্রিয় বন্ধুরা এভাবেই বাড়িয়ে নিতে পারেন আপনার কম্পিউটারের স্পীড।
ভালো থাকুন।…
ভালো থাকুন।…