খুশকি দূর করার ১০ টি ঘরোয়া উপায় – Dandruff Solution At Home In Bengali

Bongconnection Original Published
4 Min Read


 খুশকি দূর করার ১০ টি ঘরোয়া উপায় – Dandruff Solution At Home In
Bengali

চিরতরে খুশকি দূর করার উপায়

চুলের স্বাস্থ্য রক্ষা করাটা ভীষণ জরুরি । কারণ চুল আপনার চেহারা ও ব্যক্তিত্বকে
দারুনভাবে প্রকাশ করে।
কিন্তু চুলের সবচেয়ে বড় সমস্যা হলো খুশকি বা
Dandruff । এটি বছরের বিভিন্ন সময়ে চুলে আক্রমন করে থাকে, বিশেষত শীতকালে চুলের গোড়ায়
অনেকেরই খুশকির উপদ্রব লক্ষ্য করা যায় । যার ফলে শুরু হয় চুল পড়া
(Hair Fall) । 


মাথার খুশকি দূর করার উপায় কি
ছেলে ও মেয়ে উভয়েরই মাথায় খুশকি হতে পারে ।
ব্যাস্ত জীবনে চুলের সঠিক পরিচর্যা না করা বা ধুলো বালির মধ্যে বেশি কাজ করা,
বাইক বা স্কুটিতে ঘুরে বেড়ানো, জেনেটিকাল ফ্যাক্টর, Dry Scalp এইসব কারণে
মাথার চুলে খুশকির সংক্রমণ ঘটে ।


এবারে চলুন জেনে নেওয়া যাক, কিভাবে এই খুশকির সমস্যা থেকে রক্ষা পাবেন । 

ছেলেদের মাথার খুশকি দূর করার উপায়

১. পুরনো তেঁতুল জলে গুলে নিন। গোলানো তেঁতুল চুলের গোড়ায় ভালো করে লাগান।
১০-১২ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন
তেঁতুল মাথায় দিন। এতে খুশকি যেমন দূর হয় তেমনি মাথার চুলকানিও কমে যায়।

২. টকদই খুশকি দূর করতে ও চুল ঝলমলে করতে খুবই কার্যকরী। ৬ টেবিল চামচ টকদই খুব
ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে ১ টেবিল চামচ মেহেদি বাটা ভালোভাবে মেশান।
মিশ্রণটি চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। এরপর চুল
ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই মিশ্রণটি ব্যবহার করুন।
এতে চুল যেমন খুশকিমুক্ত হবে তেমনি চুল হয়ে উঠবে ঝলমলে ও রেশমি।

খুশকি দূর করার কার্যকরী উপায়

খুশকি দূর করার ১০ টি ঘরোয়া উপায় - Dandruff Solution At Home In Bengali

চুল পড়া ও খুশকি দূর করার উপায়

৩. একটি ডিমের সাদা অংশ ও ৪ টেবিল চামচ টকদই খুব ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এতে
১ টেবিল চামচ পাতিলেবুর রস মেশান। মিশ্রণটি মাথার ত্বকসহ পুরো চুলে লাগান। ২০
মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ১ বার এটা ব্যবহার করুন।

৪. মেথি চুলের খুবই উপকারী একটা জিনিস। নারকেল তেল গরম করুন। এরপর এতে মেথি
গুঁড়া মেশান। মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ১ ঘণ্টার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
দ্রুত ফল পাওয়ার জন্য সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করুন।

৫. মেথি সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর এটি থেঁতো করে চুলের গোড়ায় লাগান। ৩০
মিনিট পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার মেথি লাগান।


খুশকি দূর করার হোমিও ঔষধ
৬. চুলের স্বাস্থ্য রক্ষার্থে ও খুশকি দূর করতে অলিভ অয়েলের জুড়ি নেই। অলিভ
অয়েল গরম করে নিন। এতে পাতিলেবুর রস মেশান। চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ১
ঘণ্টা অপেক্ষা করুন। এরপর চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২
থেকে ৩ বার চুলে অলিভ অয়েল লাগান। খুশকি দূরের পাশাপাশি চুল হবে কোমল ও ঝলমলে।
একই পদ্ধতিতে নারকেল তেলও ব্যবহার করতে পারেন।
ছেলেদের মাথার খুশকি দূর করার শ্যাম্পু
খুশকি দূর করার ১০ টি ঘরোয়া উপায় - Dandruff Solution At Home In Bengali
৭. পেঁয়াজের রস খুব দ্রুত খুশকি দূর করতে পারে। পেঁয়াজ মিহি করে বেটে নিয়ে রস
ছেঁকে নিন। পেঁয়াজের রস চুলের গোড়ায় ভালো করে ঘষে ঘষে লাগান। ২০-২৫ মিনিট রেখে
চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার মাথায় পেঁয়াজের রস
লাগান। এতে মাথা চুলকানোও কমে যাবে।

চুলের ফাঙ্গাস দূর করার উপায়

লক্ষ্য করুন :
*নিয়মিত চুল আঁচড়ান। এতে খুশকি হবার সম্ভাবনা কমে যাবে। *পুষ্টিকর খাবার খান।
এতে মাথার ত্বক ও চুল ভালো থাকবে। *চুল নিয়মিত পরিষ্কার করুন। কারণ অপরিচ্ছন্ন
চুলে খুশকি হয় বেশি। *কিছু চর্মরোগ সাধারণভাবে দেখতে খুশকির মতো হয়। তাই মাথায়
খুশকির পরিমাণ বেশি হলে চিকিত্‍সকের শরণাপন্ন হোন।

Tags –
Bengali Health Tips, Hair Fall, Dandruff

Web Stories You Might Like

Share This Article
Leave a comment
Top 10 Places In usa That You Should Visit Once In Your Life ICC World Cup Final:This star player of India will not play the final match against Australia Top 10 Visiting Places In Ahmedabad During Icc World Cup Amazing Butter Chicken Recipe That Everyone Will Appreciate ভুয়ো ভিডিওতে রশ্মিকা, উত্তাল গোটা নেট দুনিয়া, গর্জে উঠলেন অমিতাভ বচ্চন