শীতকালে চুলের যত্ন টিপস – Winer Hair Care Tips In Bengali
বেশ আরাম ঠিক তেমনি এই সময় চুলের উপযুক্ত কেয়ার না করলে চুলে হতে পারে মারত্মক
পরিমানে খুশকি । যার ফলে চুলে পরে গিয়ে টাক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে । তাই চুলের
যত্নে দেখে নিন কি কি করণীয় ।
শীতে রুক্ষ চুলের যত্ন
ব্রাশ দিয়ে এটি চুলের গোড়ায় ভালভাবে লাগান। এবার একটা তোয়ালে দিয়ে চুলটা ভাল
ভাবে পেচিয়ে রাখুন।২০ মিনিট পর চুলটা ভালভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন্।
সপ্তাহে একদিন এটি ব্যবহার করলে উপকার পাবেন।নারকেলের দুধে থাকা ভিটামিন ই
,ফ্যাট, পটাশিয়াম চুলের আর্দ্রতা বজায় রাখে এবং বৃদ্ধি ঘটায়।
শীতে ছেলেদের চুলের যত্ন
নামিয়ে রাখুন। চুলে শ্যাম্পু করার পর মিশ্রণটি চুলে লাগান। এতে থাকা
অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান চুলের শুষ্কতা দূর করে চুলের আর্দ্রতা ফিরিয়ে আনে।
সপ্তাহে একদিন এটি ব্যবহার করলে চুল সুন্দর থাকবে।
অ্যালোভেরা জেল লাগান। ১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে চুলটা ধুয়ে ফেলুন। এতেও চুল
নরম হবে, উজ্জ্বল দেখাবে।
শীতের দিনে চুলের যত্ন
৪. ২ চামচ টক দই, ১ টেবিল চামচ মধু এবং ১ টা লেবু ভালভাবে মিশিয়ে পেস্ট তৈরি
করুন। এবার এটি চুলে গোড়ায় ঘষে ঘষে লাগান। ৩০ মিনিট পর চুলটা ধুয়ে ফেলুন। দইয়ে
থাকা ভিটামিন বি ফাইভ ও প্রোটিন, মধুতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান
চুলের রুক্ষতা দূর করে, চুল ক্ষতিগ্রস্ত হওয়া রোধ করে।