রোমান্টিক অনুগল্প – প্রেমে পড়া- Romantic Anugolpo
ভালোবাসার অনুগল্প
প্রেমে পড়া ❤
– শেলী
বিয়েটা বাড়ি থেকে জোর করেই দেওয়া হয়েছে মিষ্টির, সদ্য কলেজ ওঠা
মেয়েটা নিজে থেকে তো বিয়ে করতে চায়না।আর এভাবেই বিয়েটা হয়ে যায় মিষ্টির, সুরজিত
এর সাথে। সুরো ছেলেটা খারাপ না খুব একটা,চোখে চশমার পাওয়ারটা একটু বেশী
আর দেখতে একটু বোকা বোকা,জীবনে একটাও প্রেম করেনি হয়তো।বিয়ের পর প্রথম
রাতে দেখা হয়। কেউই কথা শুরু করতে পারেনা। মিষ্টি হঠাৎ বলে
এরকম চশমার ফ্রেম আমার ভালো লাগে না। সুরো বলে আচ্ছা পালটে
নেব।সুরোর সাথে কথা বলে বেশ ভালোই লাগে মিষ্টির।পরের দিন ওদের ঘুরতে
যাওয়ার কথা। তাই পূজো দিতে যাওয়ার কথা ভাবলো দুজন। দক্ষিণেশ্বর এ
মায়ের মন্দিরে পূজো দিতে যায় ওরা।সুরো বেশ দায়িত্ববান ছেলে।যেমন- বউয়ের হাতটা
ধরে রাস্তা পার করা,কিছুক্ষণ পর পর খিদে পেয়েছে কিনা বা এত রোদে কষ্ট হছে
কিনা এসব বলতে থাকে। মিষ্টির বেশ ভাললাগে, এই বোকা বোকা চেহারার পেছনে এমন একটা
মানুষ আছে তা জেনে খুশী হয়।সবাই হয়তো এমন একটা মানুষই চায় জীবনে,
যাকে ভরসা করা যায়। যে হয়তো একটা বিয়ের অ্যালবামের জন্য perfect হবে না
ঠিকই,কিন্তু জীবনের ফ্রেমে যত্ন করবে সবর্দা।
মেয়েটা নিজে থেকে তো বিয়ে করতে চায়না।আর এভাবেই বিয়েটা হয়ে যায় মিষ্টির, সুরজিত
এর সাথে। সুরো ছেলেটা খারাপ না খুব একটা,চোখে চশমার পাওয়ারটা একটু বেশী
আর দেখতে একটু বোকা বোকা,জীবনে একটাও প্রেম করেনি হয়তো।বিয়ের পর প্রথম
রাতে দেখা হয়। কেউই কথা শুরু করতে পারেনা। মিষ্টি হঠাৎ বলে
এরকম চশমার ফ্রেম আমার ভালো লাগে না। সুরো বলে আচ্ছা পালটে
নেব।সুরোর সাথে কথা বলে বেশ ভালোই লাগে মিষ্টির।পরের দিন ওদের ঘুরতে
যাওয়ার কথা। তাই পূজো দিতে যাওয়ার কথা ভাবলো দুজন। দক্ষিণেশ্বর এ
মায়ের মন্দিরে পূজো দিতে যায় ওরা।সুরো বেশ দায়িত্ববান ছেলে।যেমন- বউয়ের হাতটা
ধরে রাস্তা পার করা,কিছুক্ষণ পর পর খিদে পেয়েছে কিনা বা এত রোদে কষ্ট হছে
কিনা এসব বলতে থাকে। মিষ্টির বেশ ভাললাগে, এই বোকা বোকা চেহারার পেছনে এমন একটা
মানুষ আছে তা জেনে খুশী হয়।সবাই হয়তো এমন একটা মানুষই চায় জীবনে,
যাকে ভরসা করা যায়। যে হয়তো একটা বিয়ের অ্যালবামের জন্য perfect হবে না
ঠিকই,কিন্তু জীবনের ফ্রেমে যত্ন করবে সবর্দা।