শিক্ষণীয় গল্প – ভালো থাকবেন কিভাবে ? How To Be Happy
ভালো থাকবেন কিভাবে ?
“ভালো থাকতে হলে মাঝেমধ্যে স্বার্থপর হতে হয়… ক্ষুদ্র এই জীবনের অনেকটা পথ
অতিক্রম করে হলেও এই বিষয়টা বুঝতে পেরেছি !!
.
স্বার্থপর ও ইগনোর এই শব্দ দু’টো জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ… ভালো
থাকার জন্য এই শব্দ দু’টোর ভূমিকা অসীম… তুমি তখন থেকেই ভালো থাকবে যখন
থেকে তুমি স্বার্থপর হওয়া ও ইগনোর করতে শিখবে !!
.
তুমি ভালো নেই, এর জন্য তুমি নিজেই দায়ী… তুমি কেনো ভালো নেই যদি এর কারণ
খুঁজতে যাও, তাহলে দেখবে কেউ তোমাকে অবহেলা করছে… এড়িয়ে চলছে… তোমার
মাথার উপর বিশাল স্বার্থ বোঝা দিয়ে রেখেছে… অথচ তুমি না পারছো তাদের ইগনোর
করতে, না পারছো নিজের স্বার্থ তাদের উপর চাপিয়ে দিতে !!
.
খেয়াল করো যারা তোমাকে ইগনোর করে কিংবা তোমার উপর স্বার্থ রাখে, তারা কিন্তু
দিব্যি সুখে আছে… শুধু তুমিই অসুখী… কারণ তুমি ইগনোরও করতে পারো না…
মুখের উপর না বলতে পারো না… স্বার্থপরও হতে জানো না !!
শিক্ষণীয় গল্প বাংলা
.
সব সময় দাঁতে দাঁত রেখে মুখ বুঝে সবকিছু সহ্য করতে নেই… মাঝে মধ্যে না
বলতে হয়… বেঁচে থাকতে হলে না বলা শিখতে হয়… এড়িয়ে চলতে হয়… খুব বেশি
আঘাত পেলে মুখ দিয়ে ইচ্ছামতো ধুয়ে দিতে হয়… তাহলে তুমি ভালো থাকবে !!
.
অবহেলা শুধু শব্দই নয়, এর আরেক নাম যন্ত্রণা… যে তোমাকে অবহেলা করে, তুমিও
তাকে অবহেলা করো… যে তোমাকে এড়িয়ে চলে, তুমিও তাকে এড়িয়ে চলো… কাছে পাবার
আশায় যদি বার বার সামনে যেতে চাও, বিনিময়ে শুধুই কষ্ট পাবে !!
.
যে তোমাকে বুঝে না, তাকে বুঝাতে যেও না… যে তোমাকে সহ্য করতে পারে না, তার
কাছে হাসির পাত্র হইয়ো না… ব্যক্তিত্ব বড় মূল্যবান… শুধু শুধু কেন ভুল
মানুষের জন্য নিজের পবিত্র আবেগ বিলিয়ে দিচ্ছো… আবেগ বড় দামী… ভুল
মানুষটাকে সব আবেগ বিলিয়ে দিলে আসল যে মানুষটা আসবে তাকে কি দিবে ??
.
যাকে তুমি দেখতে পারো না, তাকে সবকিছু থেকে বল্ক দাও… যে তোমাকে দেখতে
পারে না, তাকে এড়িয়ে চলো… তুমি ভালো থাকবে… সত্যি বলছি ভালো থাকবে… ভুল
মানুষকে বিদায় দিয়ে একটু ঘুরেফিরে চারপাশে তাকাও, দেখবে শত শত মানুষ তোমার পথ
চেয়ে বসে আছে !!
খুব চমৎকার একটি শিক্ষণীয় গল্প
.
সবার কথামতো যদি নিজেকে মাতিয়ে রাখো, যে যেভাবে চাচ্ছে সেভাবেই যদি নিজেকে
তুলে ধরো, তাহলে তোমার তুমিটা কোথায় রইলো ?? তুমি তো তোমার মাঝে নেই, অন্যের
পুতুল হয়ে গেলে… আর কারো কাছে নিজেকে পুতুল বানিয়ে ফেলা মানে হলো নিজের
ব্যক্তিত্বটাও হারিয়ে ফেলা !!
.
তাই জীবনে ভালো থাকার জন্য স্বার্থপর হওয়া ও ইগনোর করতে শিখতে পারাটা যে
কতটা গুরুত্বপূর্ণ তা শুধু সেই মানুষটাই বুঝেছে, যে স্বার্থপর হয়েছে… ইগনোর
করা শিখেছে… তুমিও শিখবে, সময় তোমাকে শিখিয়ে যাবে… তবে সময় শিখানোর চেয়ে
নিজ থেকেই শিখে নাও… কারণ সময় শুধু শিখায় না, বরং কষ্টও দিয়ে যায় !!”
🙂
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ..
Thank You, Visit Again…