Bhalo Lage Kobita Lyrics (ভালো লাগে) Gourab Tapadar

Bongconnection Original Published
3 Min Read



Bhalo Lage Kobita Lyrics (ভালো লাগে) Gourab Tapadar

Bhalo Lage Kobita Lyrics (ভালো লাগে) Gourab Tapadar
Loading...

Bhalo Lage Kobita By Gourab Tapadar

তুমি হাটতে হাটতে হোঁচট খেলে
আমার বেশ ভালো লাগে,
কারণ যেই মুহূর্তে তুমি সামলাতে
 না পেরে পড়ে যাও আর আমি নায়কের মতো
তোমাকে আগলে নেই,
সেই মুহূর্তটা পুরো সিনেমার মতো ।
তোমার চোখের কাজল যখন ঘেঁটে যায়
তখনও কিন্তু তোমাকে অনেক সুন্দরী লাগে।

হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিল জানো?
যে, চিনি ছাড়া চা আর কাজল ছাড়া মেয়ে
একই রকম ব্যাপার…. বুঝতে পারলে ??

তোমার কপালের টিপ যখন তোমার
কপালের মাঝখান থেকে সরে যায়
তখনও আমার তোমায় দারুন লাগে ।
কারণ ঠিক সেই মুহূর্তে আমি সেই টিপটা
তোমার কপালের মাঝখানে আনবার জন্য
একবার তোমায় ছুতে পারি ।

যখন প্রচুর বৃষ্টি হয় আর বৃষ্টিতে তুমি ভিজে যাও
তখন সেই ভেজা চুলেও তোমায় দারুন লাগে…হুম
যেন কোন পাহাড়ি ঝর্ণা, আর সেই ঝর্ণার মধ্যে দিয়ে
বহু প্রজাপতি উড়ে যাচ্ছে,
তোমার সৌন্দর্য ঠিক ওরকম টাই স্নিগ্ধ…হ্যাঁ
তুমি রেগে গেলেও আমার ভালো লাগে
হ্যা, রেগে গেলেও ভালো লাগে,
তোমার ওই গোমড়া একটা মুখ
যার মধ্যে দিয়ে এক অদ্ভুত সরলতা প্রকাশ পায় ।
দারুন লাগে তুমি রেগে গেলে ।

তুমি যখন ভেংচি কাটো তখনও তোমাকে দারুন লাগে,
হ্যাঁ, ওপরে হয়তো বলি, পুরো বাদরের মতো লাগছে
কিন্তু ভেতরে ভেতরে আমি দারুন এনজয় করি
তোমার ওই ভেংচি কাটা অবস্থায় মুখটা ।
খুব মিষ্টি লাগে তোমাকে, জানো ?
খুব মিষ্টি লাগে …

তুমি ভালোবেসে আমার ওপর অত্যাচার করলেও
আমার খুব ভালো লাগে । খুব
আমি হয়তো ওপরে ওপরে অনেকটা বিরক্তি দেখাই
কিন্তু ভেতরে ভেতরে আমি খুব আনন্দ পাই ..
হ্যাঁ, আজকে বলে দিলাম তোমায় সত্যি কথাটা ।

কোন ছেলে এগুলোকে অস্বীকার করলে
সে আর যাই হোক প্রেমিক হতে পারবে না ।
আর আমার মনে হয়, সব মেয়েরাই
এরকম একটা প্রেমিক চায় । কি তাই তো ??

কারণ, প্রেমিক হবার জন্য বাড়ি,
গাড়ি টাকা এগুলো লাগে না।
প্রেমিক হবার জন্য ছোট ছোট ভালো লাগা গুলো
দরকার হয়…
যে ভালো লাগাগুলো এক হয়ে,
ভালোবাসার জন্ম দেয় ।

 ভিডিও দেখুন 



কবিতাটি ভালো লাগলে নিজের প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। …
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ..
Thank You, Visit Again…

Tags – Bangla Kobita, Bengali Poem, Gourab Tapadar
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.