Tomake Nobboi Doshoke Phire Jete Hobena Kobita (তোমাকে নব্বই দশকে ফিরে যেতে হবেনা)

Bongconnection Original Published
3 Min Read



Tomake Nobboi Doshoke Phire Jete Hobena Kobita (তোমাকে নব্বই দশকে ফিরে যেতে হবেনা)

Tomake Nobboi Doshoke Phire Jete Hobena Kobita (তোমাকে নব্বই দশকে ফিরে যেতে হবেনা)
Loading...
“সেলফিটা কম তুলে আয়নার সামনে না হয় কয়েক মিনিট বেশি থেকো”
কোথাও দাঁড়িয়ে তুমি হারিয়ে যাচ্ছো তাই না ? ? জীবনটা অনেক কঠিন হয়ে গেছে তাই না ?
লিখেছে সৌরভ আহমেদ

Tomake Nobboi Doshoke Phire Jete Hobena Kobita Lyrics



তোমাকে নব্বই দশকে ফিরে যেতে হবেনা
বর্তমানেই থাকো…
একবিংশ শতাব্দীর তরুণী হয়ে
নাহয় নিজের সংস্কৃতিটাই আকড়ে রাখো ।
সুগন্ধি তেল দিতে অস্বস্তি লাগে ?
শ্যাম্পু করে রাখো,
শুধু ওই বিচ্ছিরি মেকআপের পেছনে না ছুটে
যেমনটা ওপরওয়ালা দিয়েছেন,
সেটা নিয়েই সন্তুষ্ট থাকো…
বেশি হলে নাহয় চোখের নীচে
একটু কাজল দিয়ো, আর কপালে টিপ…

মোবাইল ফোনের যুগে ল্যান্ড ফোনে
ফিরে যেতে হবেনা,
শুধু মোবাইলটা হাতে একটু কম রেখো ।
সেলফিটা কম তুলে নাহয় আয়নার
সামনে কয়েক মিনিট বেশিই থেকো…

বিশেষ দিনে শাড়ি এখনো পড়,
সেই দিনগুলো নাহয় একটু বাড়িয়ে নাও….
শাড়িতে যদি পড়ে যাওয়ার ভয় থাকে
তাহলে সালোয়ার কামিজ পড়ো..
তবু ওই পশ্চিমা পোশাকের মধ্যে কম ঢোকো ।

বন্ধু বান্ধব যেগুলো আছে সেগুলো নিয়ে
ওই রেস্টুরেন্টের মধ্যে কম যেয়ো,
ক্যাম্পাসের কোন এক গাছতলায় বসে
আড্ডা হতেই পারে, সিঙ্গারা খাওয়া যেতেই পারে,
আড্ডাটা নাহয় বন্ধ দরজার বাইরে
খোলা বাতাসেই হতে পারে ।
খালি গলায় গানও ধরা যেতেই পারে ।

প্রেমিক এখনো আছে, শুধু সঠিক মানুষটাকে খুঁজে নিও
না পেলে অপেক্ষা করো…
ভিডিও কলে কথাটা নাহয় একটু কম বলো,
রুম ডেটের মতো বিদেশি শব্দ নাহয় ভুলে যাও…
সারারাত কথা না বলে, সকালবেলা কল বা মেসেজ দিয়ে বলো, অনেক ঘুম হয়েছে, এবার উঠে ক্লাসে যান…

অবসরে চায়ের কাপ হাতে নিয়ে সুনীল কিংবা শির্ষেন্দুর
বই যদি নাও পড়ো…
অন্তত হুমায়ুন আহমেদের বইটা পড়ো,
মন চাইলে একটা কবিতা ও লিখতে পারো কারোর জন্য
অথবা ইউটিউব দেখে রান্নাটাও শিখতে পারো
কারোর জন্য…
বিশ্বাস করো, বিকেলের সাদা নীল আকাশ
এখনো দেখা যায়,
সময় নিয়ে মাঝে মাঝে একটু তাকাও ।
তোমার ঘরের চার দেয়ালের বাইরে
আকাশটা কিন্তু এখনো বিশালই আছে ।

তুমি একবিংশ শতাব্দীর তরুণী ই হয়ে থাকো,
রাত্রিতে মাঝে মাঝে বাতি নিভিয়ে
বারান্দায় হেলান দিয়ে ব্যাস্ত নগরীর
গাড়ি গুলোর আনাগোনা দেখো,
পূর্ণিমাতে চাঁদের খোঁজ রাখো,
দেওয়ালের আড়ালে জোৎস্না দেখো…

রাত্রিবেলায় ঘুমোতে না পেরে
হেমন্ত মুখোপাধ্যায় কিংবা রবীন্দ্র
 শুনে ঘুমিয়ে পড়তে পারো ।

শুধু নিজেকে একাকিত্বের অতল গহ্বরে হারিয়ে ফেলনা
এই নীল সাদার দুনিয়ায় তুমি বর্তমানেই থাকো,
তোমাতে থাকো, তোমার অস্তিত্বে থাকো…
তুমি বর্তমানেই থাকো ❤️

ভিডিও দেখুন 



আরো পড়ুন, Sotti Bolte Paroni Lyrics
কবিতাটি ভালো লাগলে নিজের প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। …
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ..
Thank You, Visit Again…
Tags – Bangla Kobita, Bengali Poem, Gourab Tapadar
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.