BRISTIR KOBITA SMS (বৃষ্টির কবিতা এমএমএস) Rain Poem Bengali

Bongconnection Original Published
8 Min Read



BRISTIR KOBITA SMS (বৃষ্টির কবিতা এমএমএস) Rain Poem Bengali

Briatir%2BKobita
Loading...

ওরে আমার দূরের মানুষ  তুই আবার কাছে আয়  আমাকে একটু জড়িয়ে ধর  এই ঘোরলাগা সন্ধ্যায়  জানালার কাঁচে বৃষ্টির ছাট  কফির কাপে শেষ চুমুক  আমার কাঁধটি ভিজিয়ে দিয়ে  তোর অভিমান একটু কমুক…

Briatir%2BKobita%2BSMS

তোমার চোখে মেঘ করেছে একটু বৃষ্টি নামুক বৃষ্টি ভেজা মাতাল বাতাস তোমার কাছে থামুক কিছু দুঃখ জমে চোখের তটে জলের প্লাবণ আসুক অভিমানের কিছু বিষাদ গল্প দৃশ্যপটে ভাসুক অতঃপর সংশয়ের মেঘ সরে  বিষণ্ন চোখ হাসুক ।

Bristir Kobita Lyrics

Loading...




তোমার কান্নার বৃষ্টিতে আজ শহর ভিজেছে ভিজেছে আমার বুক তবু তোমার চোখ জুড়ে কেন মেঘ অভিমান কেন বিষন্ন চিবুক তোমার ঐ ফর্সা গালে কেন এই বর্ষা সকালে বিষাদের ছবি আঁকা ভিজে বরষায় মন খারাপের দরজায় কেন হায় একা দাঁড়িয়ে থাকা?

Briatir%2BKobita%2BLyrics

বৃষ্টি পড়ে টাপুর টুপুর  বৃষ্টি ভেজার ক্ষণ  আমার শহরে ভিজতে এসো  বৃষ্টির নিমন্ত্রণ  ঝুম বৃষ্টিতে ভিজবে তুমি  ভিজবে তোমার মন  বৃষ্টির কাছে করবে তুমি  আত্ম সমর্পণ  চোখের বিষাদ মুছে যাবে  দুঃখ যাবে ধুয়ে  তোমার চোখের পাতা যদি  বৃষ্টি দেয়গো ছুঁয়ে

টাপুর টুপুর বৃষ্টি দিন  তুমি ছাড়া অর্থহীন  ভেজা মনে ভেজা হাওয়া  অবাধে করে আসা যাওয়া  দুঃখ বুকে অন্তহীন  মেঘের সাথে বলছি কথা  গোপন কষ্ট গোপন ব্যথা  মেঘ তবু উদাসীন  তোমায় ছাড়া একা থাকা  চোখে জলের নকশা আঁকা  বুকের ভিতর চিনচিন  নিয়তি আমায় করেছে যেন  বৃষ্টি জলে অন্তরীন…



Bristir Kobita Bangla

আমি যাবো দুঃখ নদীর তটে  শিশির ভেজা ঘাস মাড়িয়ে পাতার সন্নিকটে  হয়তো যাবো তোমার মনের দেশে  চোখের কোনের জল হয়ে বৃষ্টির ছদ্মবেশে  কিংবা যাবো দমকা হাওয়ার কাছে  তার কাছেতে আমার কিছু কষ্ট রাখা আছে  হয়তো প্রিয়া তোমার নামে  চিঠি হয়েই চলে যাবো মিষ্টি রোদের খামে  কিংবা কোন উদাস বর্ষা দিনে  বৃষ্টি হয়ে বাঁধবো তোমায় ভালোবাসার ঋণে

একদিন দুজনে হুড খোলা রিক্সায় হঠাৎ না বলে আসা বৃষ্টি দ্রুত পর্দা খুলে দেয়া আধ ভেজা শাড়ি গুটানো হাতার শার্ট অন্য রকম উষ্ণতায় নিবিড় হয়ে বসা দুরু দুরু বুক লাজুক রাঙা চিবুক পারফিউমের সৌরভ চুলের বুনো গন্ধ ভেজা ঠোঁটের প্রলোভন ঝুম বৃষ্টির আড়াল দুষ্টুমি আর খুনসুটি ভালোবাসায় মাখামাখি অবাক শিহরণ না বলে আসা বৃষ্টি হঠাৎ কুড়িয়ে পাওয়া সুখ

Bristir SMS

**বৃষ্টি মানে অলস দুপুর তোমার ভেজা চুল বৃষ্টি মানে রোদের ছুটি, প্রিয় গানের সুর.. বৃষ্টি মানে খোলা জানালা, পুরনো স্মৃতিচারণ বৃষ্টি মানে আদুরে উল্লাস, তোমায় ছুঁতে বারণ …

আরো পড়ুন, Brishti Niye Bangla Kobita 

**কদমে কদমে ভরে গেছে চারপাশ, এলো বুঝি বর্ষার মাস। নদী নালা থৈ থৈ,বন্ধু তুমি আছো কই। মাঝে মাঝে সূর্য দেয় উকি ঝুঁকি, বন্ধু তুমি দিচ্ছ নাকি আমায় ফাঁকি।**




**ফরসা আকাশ মেঘলা হোলো, নামছে এখন বৃষ্টি, আমার কথা মনে পড়লে জানালায় রাখো দৃষ্টি।

Bristir Kobita By Rabindranath

**বৃস্টি ভেজা বরষা দিনে.. খুজি তোমায় আনমনে, বলনা কেমন আছ তুমি.. বৃস্টির রিমঝিম এই ক্ষনে?

**বৃষ্টি পড়ছে সপ্ন জমছে আমার চোখের কোণে, চলনা হারিয়ে যাই আজ আপন মনে। পহেলা আষাঢ়েই বৃষ্টির গান গাই, আষাঢ় মাস কে স্বাগত জানাই।**

**উদাস হয়ে তাকিয়ে…দেখি দুরে কেন রে বৃষ্টি পাগল করিছ মোরে. দুরে ডোবায় ভেসে থাকা কচুরিপানায় বৃষ্টির আলতো ছোঁয়ায় ভরে উঠছে যেন সবুজের সজিবতায়

Bristir Kobita SMS

**মেঘলা দিনের ঠান্ডা হাওয়া রিমঝিম বৃষ্টির বেলা, মনে পড়ে যায় সেই দিনগুলি শৈশবে বৃষ্টি নিয়ে খেলা ।

Briatir%2BKobita%2BBangla

**টিনের চাল গড়িয়ে টুপটাপ টুপটাপ, বৃষ্টির ফোঁটা বাড়িয়ে দিয়ে হাত,লাগাই ছোঁয়া, শীতল পরশে…অনুভূতিতে স্মৃতিতে আজ সব কিছু্ই লাগে যেন ধোঁয়া ধোঁয়া

**রিমঝিম রিমঝিম এই বাদল দিনে তুমি ছাড়া কিছুতে কেন মন লাগে না ।। ঝিরঝির হাওয়া চঞ্চল মেঘে মন চায় মন চায় তোমাকে নিতে চিনে


Bristi Niye Kichu Kotha

**মেঘলা আকাশে মেঘের বাতাসে আকাশপটে কত যে স্বপ্নআঁকা ,রঙধনু রঙে আকাশে দেখি নীল রং হাসে ঠোঁট করে বাঁকা

**বহুদিন পরে বৃষ্টিতে ভিজলাম তবে খুব ভয় হচ্ছিল না হঠাৎ বজ্রপাতে মরে যাবার ভয় ,না বৃষ্টিতে ভিজলে ভ্যাট দিতে হয়কিনা সেই ভয়।।

**পৃথিবীতে বৈচিত্রময় আবহাওয়ার মধ্যে বৃষ্টি আমার খুব প্রিয় ৷ যখন বৃষ্টি হয় তখন মনে হয় প্রকৃতি কিছু বলতে চাইছে ৷ আর এই চাওয়া পাওয়ার মধ্যে বৃষ্টির সাথে আত্নার, অন্তর ও মনের ভালোবাসা খুঁজে বেড়াই ৷

**ভাল আছি ভাল আছি সখা তুমি বিনে.. কাছে থেকোনা দুরে যাও চলে শুধু অনুভবে থাকো শুধু অন্তরে থাকো ফোটা ফোটা বৃষ্টি হয়ে মিশে যাও জলে. ভাল আছি ভাল আছি সখা তুমি বিনে


**তুমি চলার পথে আমার চোখে দৃষ্টি কেন থামাও  হঠাৎ রোদ দুপুরে আমার ভিতর বৃষ্টি কেন নামাও  তোমার দৃষ্টি যখন বৃষ্টি হয়ে ভিজায় আমার মন  তখন ইচ্ছে করে তোমার পাশে দাঁড়াই কিছুক্ষণ

**বৃস্টি ভেজা বরষা দিনে.. খুজি তোমায় আনমনে, বলনা কেমন আছ তুমি.. বৃস্টির রিমঝিম এই ক্ষনে?**

উদাস হয়ে তাকিয়ে……..দেখি দুরে কেন রে বৃষ্টি পাগল করিছ মোরে……. দুরে ডোবায় ভেসে থাকা কচুরিপানায় বৃষ্টির আলতো ছোঁয়ায় ভরে উঠছে যেন সবুজের সজিবতায়,

এখানে এই শহরে বৃষ্টির শব্দ কানে আসে না কখন আসে কখন যায় মনে যে থাকে না ।

কথাগুলো শুনে খিলখিলিয়ে যেন হেসে উঠেছিল পাশের ফুলবাগানের ফুল আন্দন্দে আত্মহারা হয়ে দুলে দুলে বলেছিল যেন, আর করো নাক কোন ভুল.

আজ আমি বৃস্টিতে ভিজেছি আর মন খুলে কেদেছি__ কেউ বুজতেই পারেনি যে আমার চোখ থেকে গরিয়ে পরেছে বৃস্টির জল নাকি চোখের জল__ তাই তো বৃস্টি এলেই আমি নিজেকে ভাসিয়ে দেই বৃস্টির জলে__

**কোনো এক বর্ষার দুপুর বেলায়, যেদিন বৃষ্টি নামবে অঝোর ধারায়, সেদিন বৃষ্টিতে ভেজা দুহাত ভরা কদম ফুল নিয়ে, তোমার দুয়ারে হাত বাড়িয়ে বলব ভুলিনি তোমাকে।

**রিমঝিম রিমঝিম এই বাদল দিনে তুমি ছাড়া কিছুতে কেন মন লাগে না ।। ঝিরঝির হাওয়া চঞ্চল মেঘে মন চায় মন চায় তোমাকে নিতে চিনে।

**আকাশে আজ মেঘ জমেছে, রাগ করেছে ভারী। আজ নাকি সারাদিন, রোদের সাথে আরি। রোদটাও খুব অভিমানী, উঠতে নাহি চায়, এই সুযোগে বৃষ্টি নাকি, দারুন মজা পায়।**

**যান্ত্রিক শহরে বৃষ্টির ছায়া কারো উপর পড়ে না কাজে কামে ব্যস্ত সবে বৃষ্টির রোমান্টিকতা মনে যে আসে না।

**ঝুম বৃষ্টি যেন রিনিঝিনি নুপুরের ধ্বনি মন পাগল করা অপরূপ সৃষ্টি । উদাস হয়ে শুধুই তাকিয়ে থাকা ভেতরটা আজ কেন এত লাগে ফাঁকা?

**নীল আকাশে মেঘের বাতাসে আকাশপটে কত যে স্বপ্নআঁকা রঙধনু রঙে আকাশে দেখি নীল রং হাসে ঠোঁট করে বাঁকা
**উদাস হয়ে তাকিয়ে…দেখি দুরে কেন রে বৃষ্টি পাগল করিছ মোরে. দুরে ডোবায় ভেসে থাকা কচুরিপানায় বৃষ্টির আলতো ছোঁয়ায় ভরে উঠছে যেন সবুজের সজিবতায়

**আজ বর্ষা এলো, ফরসা আকাশ মেঘলা হোলো, নামছে এখন বৃষ্টি, আমার কথা মনে পড়লে জানালায় রাখো দৃষ্টি।**

**রিমঝিম রিমঝিম এই বাদল দিনে তুমি ছাড়া কিছুতে কেন মন লাগে না ।। ঝিরঝির হাওয়া চঞ্চল মেঘে মন চায় মন চায় তোমাকে নিতে চিনে

আকাশে আজ মেঘ জমেছে, রাগ করেছে ভারী। আজ নাকি সারাদিন, রোদের সাথে আরি। রোদটাও খুব অভিমানী, উঠতে নাহি চায়, এই সুযোগে বৃষ্টি নাকি, দারুন মজা পায়।

প্রতিটা শ্রাবণে কারণে অকারণে অহেতুক বাহানায় নানান গল্পের ছলে তোর বৃষ্টিস্নাত শহরে আজীবন ভিজতে চাই।।

এসো হে বৃষ্টি এসো এসো! চরম গরমে অতিষ্ঠ প্রাণ। রজনী কাটে বিনিদ্র।  তোমার আগমনে ধরা হোক শীতল। ঘুম আসুক অতল!

**একটা লোক বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে , তা দেখে এক সুন্দরী মহিলা :’ছাতায় আসুন না ?’ লোকটি :’না বোন, আমি ঠিক আছি’..নীতিবাক্য:’ নীতিবাক্য-টাক্য কিছু নয়, পিছনে লোকটির স্ত্রী আসছিল

বৃষ্টি নিয়ে এই কবিতা ও এসএমএস গুলো ভালো লাগলে আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ..
Thank You, Visit Again…

Tags – Bangla Kobita, Rain Poem Bengali

Share This Article