সময়ের সাথে সাথে ভালোবাসা কমে না, বরং বাড়ে। শুধু প্রকাশ করার মাত্রাটা ভিন্ন হয়।
আজ যে তোমার কানে কানে ফিসফিস করে ভালোবাসি বলে, দশবছর পরে সে তোমাকে জড়িয়ে ধরে ঘুমোবে। সেদিন হয়তো তোমাকে কানে কানে বলবে না ভালোবাসি। কিন্তু তোমার প্রচণ্ড শরীর খারাপে তোমার সেবা যত্ন করবে।
আজ যে তোমার শাড়ি পরলে প্রশংসা করে, তোমাকে দারুণ লাগছে বলে। দশবছর পরে সে তোমার জন্য শাড়ি এনে দেবে।হয়তো সেদিন বলবে না, শাড়িতে তোমায় অপ্সরী লাগে।
আজ যে তোমার কাপালে টিপ না পরলে তোমাকে অসুন্দর লাগছে বলে। দশবছর পরে সে তোমাকে টিপ এনে দেবে। হয়তো সেদিন বলবে না টিপ না পরলে তোমাকে বেমানান লাগে। বেমানান লাগে বলেই টিপ এনে দেবে।
আজ যে তোমাকে, তুমি তার ফোনকল রিসিভ না করলে কথা শুনাবে। দশবছর পরে মনে মনে বলবে, হয়তো কাজে ব্যস্ত আছে।
নয়তো তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। তখন তোমাকে সে বুঝতে শিখে যাবে।
আজ যে তোমাকে ঘরের কাজে সাহায্য করছে না। দশ বছর পরে হয়তো সেই তোমাকে রান্না করে খাওয়াবে। পরিস্থিতি হয়তো খাওয়াবে।
মানুষের ভালোলাগা সব সময় এক থাকে না। সময়ের সাথে সাথে পাল্টায়। কিন্তু ভালোবাসা পাল্টায় না। বরং প্রকাশ করার নিয়মটা পাল্টে যায় …
আপনার ভালোবাসার প্রতি আমাদের অনেক শুভেচ্ছা রইলো …..ভালো থাকুন , ভালোবাসায় থাকুন ❤️