আমরা ভিক্ষুকের কাছে যতবার মাফ চাই, ঠিক ততবার যদি আমরা স্বামী, স্ত্রীর কাছে মাফ চাইতাম। তাহলে হয়তো অর্ধেক বিবাহ বিচ্ছেদ কমে যেতো। কথাটা হাস্যকর হলেও সত্য। কারণ আমরা নিজেরা নিজেদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যে, আমি নিজে ভুল করলেও ওপর প্রান্তের মানুষকে সরি বলতে রাজি নই।
বা আমার ভুল হয়ে গেছে আমি মাফ চাই।
আমি ভুল করিনি, সে ভুল করেছে। সুতরাং সে সরি বলুক। ওপর প্রান্তের মানুষটিও বলবে। আমি ভুল করিনি, সে ভুল করেছে সে সরি বলবে।
শুরু হয় মান অভিমান। একদিন দুইদিন কথা বলা বন্ধ। কেউ আগ বাড়িয়ে কথা বলতে রাজি নই। আমাদের একটা অহংকার আছে, যে সরি বললে আমি ছোট হয়ে যাবো। ধীরে ধীরে দুজনার বুকে অভিমান জমতে শুরু করে। সে আগে কথা বলুক, নয়তো আমিও বলবো না। অহংকারের জায়গায়টা শক্ত হয়, অভিমানের জায়গাটা শক্ত হয়।। ধীরে ধীরে অভিমান জমাট বেঁধে এতটাই শক্ত আর ভারী হয় যে, যার চাপ বহণ করা কঠিন হয়ে যায়।
সম্পর্ক থেকে বের হবার জন্য, অভিমানের পাথরটা বুকে চাপা দিতে শুরু করে।
চাপ সহ্য না করতে পেরে একটা সময় সম্পর্কটা ভেঙে যায়। এই সম্পর্ক আর চাইলেও জোড়া লাগানো যায় না।
কিন্তু আমরা চাইলে এই সম্পর্কগুলো সারাজীবন ধরে রাখতে পারি। ভালোবাসা দিয়ে আগলে ধরে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচতে পারি। ছাড় দেওয়া আর মানিয়ে নেওয়া থেকেই আমরা টিকিয়ে রাখতে পারি। দুজনের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। শুধু একজনের মধ্যে থাকলে চলবে না।
শুধু একজনের মধ্যে ছাড় দেওয়া, মানিয়ে নেওয়ার মানসিকা থাকলেও সম্পর্ক টিকিয়ে রাখা যাবে না। কারণ সে প্রতিবার তোমার রাগ অভিমান ভাঙাবে। এই ভাঙানো থেকে একটা টুকরো তার মনের মধ্যেও গেঁথে যাবে।
যে আমি তার সবকিছু মেয়ে নিয়েছি, সে ভুল করলেও আমি সরি বলেছি। তবুও সে আমাকে ছাড় দিতে রাজি নয়। এই কথাগুলো মনের মধ্যে অভিমান হয়ে জমাট বাঁধে, পাথর হয়ে যায় অভিমান। আর সেই অভিমানের পাথরটা সম্পর্ক থেকে বের হওয়ার জন্য চাপ দিতে শুরু করে।
অবশেষে শেষ হয়ে যায়, একটা সুন্দর সম্পর্ক। একটা আত্মার সম্পর্ক।
ভিক্ষুকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যে তার কাছে মাফ চাইলে সম্পর্ক উন্নতি হবে। না চাইলে অবনতি হবে।
তার সাথে সম্পর্ক মাত্র দুইটা টাকার। আমরা দুই টাকা না দেওয়ার জন্য তার কাছে মাফ চাই।
কিন্তু মনের সম্পর্ক, আত্মার সম্পর্ককে বাঁচিয়ে রাখতে আমরা প্রিয় মানুষটির কাছে মাফ চাইতে রাজি নই।
আমরা এই আত্মার সম্পর্ককে দুই টাকার চাইতেও কম মূল্য দেই। আমাদের অহংকার , আমাদের অভিমানকে বেশি মূল্য দেই।
কিন্তু একটা সরি বলতে রাজি নই।
কিন্তু একটা সরি’তে, একটু মানিয়ে নেওয়াতে, একটু ছাড় দেওয়াতে বেঁচে যায় আত্মার সম্পর্কগুলো।
বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক ভালোবাসার প্রিয় মানুষগুলো ….