ঝগড়ার সময় আপনার বউ যদি বলে” থাকবো না আর এই বাড়িতে, চলে যাবো এই বাড়ি ছেড়ে”
তখন বুঝে নিতে হবে। সে আসলেই আপাততঃ এই বাড়িতে থাকতে চাইছে না। সে আপনার সাথে দূরে কোথাও ঘুরতে যেতে চায়। যেখানে শুধু আপনি আর সে। বাড়ি থেকে অনেক দূরে।
২. যদি বলে “আমার মতো মহিলা বলেই তোমার সংসার করছি, অন্য কেউ হলে সেই কবেই চলে যেত”
তখন বুঝতে হবে, আপনার প্রতি সে আরো অধিকার খাটাতে চায়। আরো আপন করে আপনাকে পেতে চায়।সংসারটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়।
৩. যদি বলে ” এখন তো আমি পুরাতন হয়ে গেছি, আমাকে আর ভালো লাগবেনা”
তখন বুঝতে হবে, সে আবার নতুন করে আপনার ভালোবাসা চায়। সদ্য প্রেমিকের মতো সে সে আপনাকে আবার চায়।
৪.যদি বলে ” এখন তো আর আমার কথা মনে থাকবেনা, নতুন নতুন মানুষের কথা মনে থাকবে।
তখন বুঝতে হবে, সে আপনার অনুপস্থিতি অনুভব করে। আপনার অনুপস্থিতি তার হৃদয় নাড়িয়ে দেয়। আপনাকে সময় অসময়ে কাছে চায়। আপনি কাজের ফাঁকে ফাঁকে তার খোঁজ নিবেন। সেই নতুনের মতো করে আবার ভালোবাসবেন।
৫.যদি বলে “এই বাড়িতে তো আমি দাসীবাঁদী, আমার কোনো অধিকার নেই এই বাড়িতে”
তখন বুঝতো হবে ‘সে আপনার গোপন ডায়েরীটা পড়তে চায়,অধিকার খাটাতে চায়।
আর এখন ” সে আপনার ফেসবুক পাসওয়ার্ড চায়, মেসেঞ্জার দেখতে চায়। দাসীবাঁদীর মতো আপনার পোস্ট লাইক কমেন্ট দিতে তার আর ভাল লাগেনা।
৬ .যদি বলে ” আমাকে যদি ভালো না লাগে, তাহলে ছেড়ে দাও আমাকে”
তখন বুঝতে হবে ” আপনার তার প্রতি ভালবাসার কমতি পড়েছে, ভালোবাসা দিয়ে আটকে রাখুন। একটু শক্ত করে হলেও জড়িয়ে ধরুন। পারলে একটু চুমু দিন।
৭. যদি বলে ” তোমার মতো গাধাকে নিয়ে যে সংসার করছি, এটাই তোমার সাতজনমের ভাগ্য “
তখন বুঝতে হবে, সে আপনাকে আরো সাতজনম স্বামী হিসাবে চায়। কারণ গাধাকে খাটাতে সবাই আরাম পায়।