তবুও ধর্ষিত – Bengali Poem – Poem against Rape
মাগো,আর কতকাল তোমার মেয়েরা সশরীরে জ্বলবে?
নিরাপত্তা চাই বলে শুধু মিথ্যে প্রতিবাদ তুলবে?
কোনসে মায়ের ছেলে ছিল সে
যে চুষে খেয়েছে রক্ত।
নখে দাঁতে ছিঁড়ে ফুঁড়ে খেয়ে
পুড়িয়ে মেরেছে জ্যান্ত।।
চিৎকার করে বাঁচতে চেয়েছে
দেয়নি পশুরা যেতে।
উল্লাসে ওরা মত্ত ছিল
তাকে খুবলে খেতে।।
তবুও ছিল বাঁচার সাধ
তখনও মরে যায়নি–
হায়নারা সব আগুন ধরালো
মাগো,বাঁচতে তাকে দেয়নি।
পোড়া দৃষ্টিতে দেখতে পেল
মরে যাওয়ার আগে।
আমার দেশের মেয়েরা সব
সুস্হ বাঁচার ভিক্ষা মাগে।
কোন সে বাবার ছেলে ছিল সে
এমন শিক্ষা কার?
ধর্ষকদের ঝোলা ফাঁসিকাঠে
নয়তো পুড়িয়ে মার।
———————
ধর্ষন মানে শুধু একটি নারী নির্যাতিত হয়না , সেইসঙ্গে একটি অসুস্থ ভঙ্গুর সমাজ আমাদের চোখের সামনে ফুটে ওঠে । আর যে সমাজে বাস করি আমি , আপনি আমরা সবাই । এই সেই দেশ যে দেশ আমাদের মহাকাব্য দিয়েছে , মহাপুরুষ দিয়েছে , সেখানে এই অবস্থা … মাঝে মাঝে ভাবতেও লজ্জা লাগে ।
তবুও আমরা বিশ্বাস করি , একদিন নিশ্চই ঘুনে ধরা এই সমাজের পরিবর্তন আসবে , যেখানে প্রতিটি নারী নিশ্চিন্তায় , নির্ভয়ে জীবনযাপন করতে পারবেন , কারণ এই দেশ তো মায়ের দেশ , দেবীর দেশ …
আসুক পরিবর্তন , বদলাক সময় …কারণ , নারী তুমি তিলোত্তমা ❤️
আপনার প্রিয় লেখাগুলো শেয়ার করুন বন্ধুদের সাথে ..
ভালো থাকুন , সুস্থ থাকুন ।
ধন্যবাদ ।