Choto Kobita | চিলাপাতার অরণ্যে | প্রেমানন্দ রায়

Bongconnection Original Published
1 Min ReadChoto Kobita | চিলাপাতার অরণ্যে | প্রেমানন্দ রায় 

অনুকবিতা | চিলাপাতার অরণ্যে | প্রেমানন্দ রায়
Loading...
IMG 20190720 134428

কলমে – প্রেমানন্দ রায়
  বিশিষ্ট কবি , গদ্যকার

চিলাপাতার সবুজ অরণ্যের পথ বেয়ে
একাকী হাঁটতে হাঁটতে
ভাষান্তরিত করি পাখির কূজন।
এ মাধুর্য শুধু আমার একান্ত আজ।
এখানে ব্যর্থ হয় মেকি জীবনবোধ।
চিলাপাতা নিজেই পঙক্তি সাজিয়ে দেয়,
আমি শুধু লিখে যাই অরণ্যের কান্না।
স্বচ্ছ সবুজ নদীর মত কল্পনার মেঘে
বৃষ্টি নামে অবিশ্রান্ত।
এ হরিৎ তবু ইতিহাস লিখে ঝরা পাতায়।
পুন্ড্রবর্ধন ভুক্তির সেই গৌরবোজ্জল ইতিহাস।
৫ম শতাব্দীর সেই অগ্নিঝরা ইতিহাস।
আমি নতজানু হই,
চিলাপাতা আমায় ফিস ফিস করে বলে,
“তুমি আলোর কলম নাও কবি,
অন্ধকারের রুদ্ধ বাতাসকে তুমি অগ্নি দাও”।
চিলাপাতার পত্রজাল থেকে ঝরে পড়ে আলো।
আমি ঝলসে যাই গহীন সবুজ স্নানঘরে।
এ কিসের উদ্ভাস?
ইতিহাস কথা বলে পাতায় পাতায়,গাছে গাছে,
ঘন সবুজের বৃক্ষ লতায় গুপ্ত যুগ জেগে আছে।

Share This Article