2019 দূর্গাপূজোর নির্ঘন্ট | 2019 Durgapuja Schedule

Bongconnection Original Published
2 Min Read



2019 দূর্গাপূজোর নির্ঘন্ট |   2019 Durgapuja Schedule
Loading...

উৎসব প্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বন , আর দুর্গাপূজা মানে তো এক বিরাট ব্যাপার। সারা বছর অপেক্ষার পর  দুর্গাপুজোর ৫ দিন যেন কোন ভাবেই মিস না হয় সে জন্য অনেক আগে থেকেই সবাই সবার প্রস্তুতি থাকে তুঙ্গে । কেনাকাটা থেকে শুরু করে পুজোর ৫ দিন কোন পোশাকটা পড়তে হবে সেটার প্ল্যানিং চলে বহুদিন আগে থেকেই । মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা অবশ্য আরো বেশি চোখে পরে । কারণ , পার্লার যাওয়া হোক কিংবা অষ্টমীতে কোন শাড়ি পড়া হবে  সেটার সিলেকশন সব ক্ষেত্রেই চুলচেঁড়া পরিকল্পনা যেন না হলেই নয় । অবশ্য  হবে নাই বা কেন , এ যে দেবীর পুজো।…

যাই হোক, সব তো বুঝলাম , কিন্তু এই বছর মানে ২০১৯ এর দুর্গাপুজোর দিনক্ষণ টা  ঠিক  কবে যেন ? 
 না জেনে তো আর পুজোর পরিকল্পনা করা যায় না  । তাই না ? 
তো চলুন দেখে নেওয়া  যাক , চলতি বছরের পুজোর সিডিউল টা  ….
সেই বুঝে নাহয় শুরু হোক আপনার – আমার পুজোর প্ল্যানিং। …
২৯ শে  সেপ্টেম্বর, রবিবার  – মহালয়া 


৩ রা  অক্টোবর  ২০১৯ বৃহস্পতিবার – মহাপঞ্চমী 

৪ ঠা   অক্টোবর ২০১৯ শুক্রবার – মহাষষ্ঠী 

৫ ই অক্টোবর ২০১৯ শনিবার – মহাসপ্তমী 

৬ ই অক্টোবর ২০১৯ রবিবার – মহাঅষ্টমী 

৭ ই অক্টোবর ২০১৯ সোমবার – মহানবমী 

৮ ই অক্টোবর ২০১৯ মঙ্গলবার -বিজয়া দশমী 







সব  জানা হয়ে গেল এবার তাহলে  শুরু করে দিন দুর্গাপুজোর প্ল্যানিং ।
কারণ মা আসছেন খুব শিগগিরি । ….

দুর্গাপুজোর দিনক্ষণ তো জানা হয়ে গেল , এবার  বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন , কারণ পুজো মানেই মিলন উৎসব , সবাই  মিলে একসাথে ঘোরাঘুরি , প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে প্রতিমা দর্শন , খাওয়া দাওয়া  আর ?
  পুজো প্রেম , প্রিয় মানুষটির সাথে একসাথে সময় কাটানো। ….

জমে উঠুক আপনার এবছরের পুজো , স্মৃতির মুহূর্তেরা হোক আরো রঙিন। ..পুরো বং কানেকশনের তরফ থেকে আপনাকে রইলো আগাম আগমনীর শুভেচ্ছা। …

পাশের লাল বেল আইকনটি টিপে সাসস্ক্রাইব করুন , আমাদের নিয়মিত আপডেট পেতে। ..

ধন্যবাদ  । 

Share This Article