Bangla Kobita – পথ – প্রেমানন্দ রায়
কলমে – প্রেমানন্দ রায়
কবি , গদ্যকার
পথ হাঁটছি আমরা সবাই
চড়াই কিম্বা উতরাই,
মেঠোপথ, কর্দমাক্ত পথ,
বাঁকা কিম্বা সোজা,
অন্ধকার অথবা আলোর।
গন্তব্য আমাদের সুখের ঠিকানা।
ভাগ্যে কারো মেলে,কারো মেলে না।
পথের দু’ধারে সাফল্যের নিশান
আমাদের হাতছানি দিয়ে ডাকে।
লেভেল ক্রশিং এর গেট খুলতেই
আমরা হুড়োহুড়ি করে এগিয়ে চলি কখনও।
বিচিত্র পথ, বিচিত্র গতিযান।
আমরা,নিয়ন্ত্রন হারাই হামেশাই।
খুব বেশি হলে আশি বছরের জীবনে
আমরা বহুবার পথ হারাই।
কৈশোরের ভুল যৌবনে শুধরোতে চাই,
যৌবনের ভুল প্রৌঢ়ত্বেও ছায়া ফেলে।
তারপর শেষ ছায়া ঘনিয়ে আসার আগেও
আমরা পথ খুঁজি,সত্যের পথ।
আজীবন কি তবে আমরা পথভোলা পথিক?
ভ্রমের পথে ভ্রামিত হতে হতে
আমরা উত্তরণের পথ খুঁজি,
অবশেষে খুঁজি বন্ধন মুক্তির পথ।