কিছুদিন আগে প্রশান্ত কিশোর তৃণমূলের সঙ্গে গাঁটছাড়া বাধার পর বেশ কিছু নতুন পরিকল্পনা আনতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের , তার মধ্যে অন্যতম হলো দিদিকে বলো নামের ওয়েবসাইট খোলা। যেখানে সাধারণ মানুষ তার নিজের সমস্যার কথা এখানে লিখতে পারেন। মুখে যে যাই বলুক না কেন এই কর্মসূচি যে খানিকটা হলেও রাজ্যের শাসক দলের সংগঠন কে কিছুটা হলেও চাঙ্গা করেছে তা মেনে নিচ্ছেন বিরোধীদের ও একাংশ। লোকসভা ভোটের পর শীতঘুমে চলে যাওয়া তূণমূলের নেতারাও নতুন উদ্যমে রাস্তায় নেমে প্রচার করছেন এই কর্মসূচির।
তাই এবারে দিদিকে বলো কর্মসূচির পাল্টা জবাব দিতে রাজ্য বিজেপিও শুরু করলো তাদের নতুন কর্মসূচি।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সামনে রেখেই শুরু হচ্ছে এই কর্মসূচি। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ” চা চক্রে দিলীপদা ” যার ট্যাগ লাইক , কোন লোক দেখানো ফোনকল নয় , কোন ছেলে ভোলানো চিঠিচাপাঠি নয়। সরাসরি , সামনা সামনি , সোজাসাপ্টা। এই কর্মসূচি অনুযায়ী পাড়ায় পাড়ায় গিয়ে চা চক্রে যোগ দেবেন দিলীপ ঘোষ। শুনবেন সাধারণ মানুষের কথা।
গত কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জায়গায় , শুনছেন সাধারণ মানুষের কথা। এবার গেরুয়া শিবির ও সেই পথেই হাটতে চলছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
এই কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যেই একটি ভিডিও পোস্ট করা হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে। এই কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে একটা বিষয় কিন্তু পরিষ্কার , দিলীপ ঘোষকে সামনে রেখেই তৃণমূল বিরোধিতায় সোচ্চার হবে রাজ্য বিজেপি।
চা চক্রে দিলীপদা – দেখুন ভিডিও
চা_চক্রে_দিলীপদা
কোনো ছেলে ভোলানো ফোন কল নয়,
আপনার এলাকার সমস্যা,আপনার সমস্যা জানতে আপনার দোরগোড়ায় হাজির হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ মাননীয় দিলীপ_ঘোষ ।@ujjwalpareek @BJP4Bengal @BJPMM4Bengal @BJYM @MenonArvindBJP @amitmalviya @basusayan @ibrijmohanJi @bjpbirbhum pic.twitter.com/TcBO14LyU7— Chandan mondal (@Chandan15601993) August 22, 2019