Bangla Premer Kobita – যদি একদিন ইচ্ছে জাগে – Love poem
একদিন খুব ভোরে, একগুচ্ছ বেলি ফুলের মালা নিয়ে তোমার দরজার সামনে দাঁড়ালে, তুমি কি খুব বেশি রাগ করবে?
নাকি বুকের খাঁচায় বন্দী করবে?
একদিন কাঠফাটা রোদে, রিকশায় চেপে পুরো শহর ঘুরতে চাইলে, তুমি কি খুব বেশি রাগ করবে?
নাকি রিকশায় বসে হাতে হাত রেখে আমার সাথে অজানার উদ্দেশ্য ছুটে বেড়াবে ?
একদিন বিকেলে খালি পায়ে, খোলা চুলে, নীল শাড়ি আর হাতে কাচের চুড়ি পরে, আমার সাথে হাতে হাত রেখে হাঁটতে চাওয়ার আবদার করলে খুব বেশি কি রাগ করবে?
নাকি, আজ বিকেলটা তোমার আমার বলে জড়িয়ে ধরবে , হঠাৎ করে পা ভেজানোর
বাহানায় নদীর পাড়’টা খুঁজবে?
একদিন সন্ধ্যা বেলায়, আলো আঁধারের খেলায়। ব্রীজের কাছে, তোমার সাথে ফুচকা খাওয়া বায়না করলে খুব বেশি কি রাগ করবে?
নাকি, আলতো জড়িয়ে ধরে বলবে। আমার কিন্তু দু’প্লেট চাই?
একদিন মধ্য রাতে, ছাদে গিয়ে আকাশ দেখার বায়না ধরলে খুব বেশি কি রাগ করবে?
নাকি মিষ্টি সুরে বলবে হেসে,
কোলে করে না নিলে যাবো না ভালোবেসে….?
আমার এই শত বায়নার প্রশ্নগুলো রেখে দিলাম তোমার কাছে,
যদি একদিন ইচ্ছে জাগে, খুব ভোরে এসো
নাহয় আমার আঙিনায় খালি পায়ে…..
আরও পড়ুন , প্রিয় প্রেমিকা