হেডলাইন পরে চমকে গেলেন নাকি ??
দাঁড়ান দাঁড়ান । এখনো চমক বাকি ? যেটা পড়ছেন , ভুল নয় । একদম সত্যি , সম্প্রতি এক বিশেষ সরকারি তথা ব্যাংক প্রতিনিধি এই তথ্যটি দিয়েছেন ।
নরেন্দ্র মোদীর জমানায় মুদ্রা-চমক যেন শেষ হওয়ার নয় | নোট-বাতিল‚ মুদ্রা ও নোটের ভোলবদল‚ নতুন মুদ্রার আগমন‚ এসব তো চলছেই | তালিকায় নতুন সংযোজন ৭৫ টাকার কয়েন | খুব দ্রুত বাজারে আসবে নতুন মুদ্রা | আন্দামান নিকোবরের রাজধানী পোর্টব্লেয়ারে নেতাজির পতাকা উত্তোলনের ৭৫ বছর উপলক্ষে এই ‘কমেমোরেটিভ কয়েন’ বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে | নির্দেশিকা জারি করে জানিয়েছে অর্থ মন্ত্রক |
৩৫ গ্রাম ওজনের মুদ্রাটি বিভিন্ন ধাতুর মিশ্রণে তৈরি হবে | ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা ও ৫ শতাংশ করে নিকেল ও দস্তা থাকবে | মুদ্রার একদিকে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বোসের জাতীয় পতাকা উত্তোলনের ছবি | হিন্দি ও সংস্কৃত ভাষায় ‘প্রথম পতাকা উত্তোলন দিবস’ কথাটি লেখা থাকবে । পাশাপাশি বিভিন্ন স্মরণীয় ঘটনার স্মারক হিসেবে আনা হয়েছে ১০০০‚ ১৫০‚ ১০০ এবং ৫০ টাকার কয়েন |
গত ২১ অক্টোবর আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রথা ভেঙে লালকেল্লা থেকে বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী । বিরোধীরা একে অন্তঃসারশূন্য চমক বলে দাবি করলেও সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে দু দিকেই মতামত আসে | এ বার বিরোধীদের ব্যকাফুটে ফেলতে নেতাজি-বন্দনায় নতুন স্ট্র্যাটেজি প্রধানমন্ত্রীর |