প্রয়াত অভিষেক চ্যাটার্জি – Abhishek Chatterjee Death News Live Updates

Bongconnection Original Published
3 Min Read

প্রয়াত অভিষেক চ্যাটার্জি – Abhishek Chatterjee Death News Live
Updates
 

প্রয়াত অভিষেক চ্যাটার্জি - Abhishek Chatterjee Death News Live Updates
Loading...


Abhishek Chatterjee Death

যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম…….
গানের মত নয়,চিরতরে ঘুমিয়ে গেলেন এই গানের নায়ক অভিষেক
চট্টোপাধ্যায়!  
‘গীত সঙ্গীত’ (Geet Sangeet) ,অঞ্জন চৌধুরীর সুপারহিট গানের সিনেমা।
বড়লোক বাড়ির গানপাগল এক ছেলে বাবার সঙ্গে রাগ করে বেরিয়ে এসে অন্যের বাড়িতে
ড্রাইভারের চাকরি নেয়,এই নিয়েই ছবি গল্প। এই ছবি বিশেষ ভাবে মনে থাকে গানের
জন্য। চোখের ভাষা যদি বুঝতে পারি তো রয়েছেই, দরজা খুইলা দেখুম যারে গানটাও খুব
জনপ্রিয়। মূল ভূমিকায় ছিলেন অভিষেক, একক নায়ক হিসেবে তার সিনেমা খুব ই কম,তার
মধ্যে এটি একটা। 


Abhishek Chatterjee Death News Today

তাপস পালের মত তরুন মজুমদারের হাত ধরেই অভিষেকের চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল।
(Pathbhola) পথভোলা সেই ছবিতে অভিষেকের সঙ্গে তাপস পাল,প্রসেনজিৎ ও
ছিলেন। তখন কলকাতার সিনেমার ইন্ডাস্ট্রি নাজুক অবস্থায় ছিল,তাই দর্শকদের
আগ্রহের জন্য একাধিক তারকাদের নিয়ে ছবি করতেন। সেইজন্য তাপস পাল,প্রসেনজিৎদের
ছবিতে অভিষেক কে দেখা গেছে অনেকবার। দেখতে সুদর্শন ছিলেন,বলা হত বাংলার
কার্তিক। সত্যিই কার্তিক ঠাকুরের যে মুখের অবয়ব তার সঙ্গে পুরো মিলে যেত
অভিষেকের। অভিনয়ে চলনসই। কিন্তু সেই তুলনায় একক বা প্রধান নায়ক হিসেবে সুযোগ
পেয়েছেন খুব ই কম। বাংলাদেশের বিখ্যাত সিনেমা সুজন সখির রিমেকে সুজন
হয়েছিলেন,এটাতে ছিলেন প্রধান নায়ক। তবে সবচেয়ে জনপ্রিয় হলো গীত সঙ্গীত। একক
নায়ক হিসেবে আরো ছবি থাকতে পারে তবে অন্যান্য ছবির মধ্যে স্বজনী আমার
সোহাগ,বাবা কেন চাকর,সবার উপরে মা,সখি তুমি কার,সেজ বউ,মেজ বউ,আদরের বোন আরো
অনেক ছবি। ঋতুপর্ণ ঘোষের দহন,বাড়িওয়ালী করেছেন। বিশেষ করে বাড়িওয়ালীতে খুব ভালো
করেছিল। 
বছর কয়েক আগে অপুর সংসারে এসে প্রসেনজিতের বিরুদ্ধে ফিল্ম পলিটিক্সের কথা
বলেছিলেন। সেটা কতটা সত্য জানি না,তবে এটা সত্য প্রসেনজিতের জনপ্রিয়তা তার থেকে
বেশি ছিল। তিনিই অনেক ছবিতে পার্শ্ব চরিত্র করেছেন,তবে ঋতুপর্ণা তাকে বাদ দিয়ে
প্রসেনজিতের সঙ্গে জুটি বাঁধাটা মনে হয় মেনে নিতে পারেনি। শতাব্দী,চুমকি সবার
সাথেই নিয়মিত কাজ করেছেন। 
এক সময় অভিনয় থেকে সরে আসেন,যাত্রা করেছেন। স্বাস্থ্যের যত্ন নেন নি,ইদানীং
কালে  লীনা গাঙ্গুলীর সিরিয়ালগুলোতে নিয়মিত ভাবে দেখা যেত। বিশেষ করে
খড়কুটো ও মোহর সিরিয়ালে বেশ সমাদৃত হয়েছিলেন।
আশির দশকে যার উত্থান,নব্বইয়ে যার ঘরে ঘরে পরিচিতি,আমাদেত শৈশবের পরিচিত নায়ক
আজ পৃথিবীকে বিদায় জানালেন।
ওপারে ভালো থাকবেন…… অভিষেক চট্টোপাধ্যায় ❤️
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.