প্রাক্তন নিয়ে গল্প – মন ভাঙার গল্প – Broken Heart Story In Bengali

Bongconnection Original Published
2 Min Read

প্রাক্তন নিয়ে গল্প – মন ভাঙার গল্প – Broken Heart Story In Bengali 

প্রাক্তন নিয়ে গল্প - মন ভাঙার গল্প - Broken Heart Story In Bengali
Loading...

প্রাক্তন নিয়ে গল্প

আমাদের জীবনে মাঝে মাঝে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে । কেউ চায়না তার প্রিয়
মানুষটিকে যাকে ঘিরে হাজারো স্বপ্ন সাজানো রয়েছে তার ছেড়ে দূরে যেতে । কিন্তু
বিভিন্ন আকস্মিক ঘটনা অনেক সময় আপনাকে নাড়িয়ে দেবে । আপনার ভেটরটাকে এমনভাবে
তোলপাড় করে দেবে যে আপনি হয়তো তা সহ্য করতে পারবেন না । তখনই আপনি তার থেকে দূরে
যাওয়ার কথা ভাববেন । জানি, অনেক অনেক অনেক কষ্ট হবে কিন্তু আপনি দূরে সরে যাবেন
। 


বেশিরভাগ ক্ষেত্রে অপর প্রান্তে মানুষটি ইগো আর অভিমানে আপনার সঙ্গে হয়তো কথা
বলতেও আগ্রহী হবে না। এই তো শেষ আপনার সম্পর্ক । এইতো আপনি হয়ে গেছেন প্রাক্তন ।
এই নিয়েই আজকের লেখা । 
শুরুতেই বলছি, সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক ….

প্রাক্তন নিয়ে গল্প

প্রচুর বৃষ্টি হচ্ছে।
কফির মগটা হাতে নিয়ে বেলকনিতে গেলাম।
আজ অনেকদিন পর প্রিয় মানুষটার কথা খুব মনে পড়ছে।
সত্যিই অনেকগুলো দিন পার হয়ে গেছে আমাদের বিচ্ছেদের।
.
এমনই এক বৃষ্টিভেজা দিনে সে এসেছিলো আমার জীবনে।
আবার এক বূষ্টিভেজা দিনেই সে চলে গিয়েছিলো।
অনেকগুলো দিন তাকে বলা হয়না, কেমন আছিস..? কি করছিস..?
কতগুলো দিন তার কাছ থেকে শোনা হয়না, ভিজবি বৃষ্টিতে?
.

মন খারাপ স্টোরি

প্রাক্তনকে আজ খুব মনে পড়ছে।
একটা ফোন কি দেবো তাকে?
জাষ্ট একটা ফোন,কিংবা এক টুকরো ক্ষুদেবার্তা!
বুকের ভেতরে অস্থিরতা বাড়ছে ভীষনভাবে।
.
কাঁপাকাঁপা হাতে ফোনটা তুলে নিলাম।
নম্বরটা তুললাম;ডায়ালে চাপ দেবো,
তখনই একটা মেসেজ এলো ফোনে!
ভিজবি বৃষ্টিতে?
একরাশ অভিমান ছেঁকে ধরলো আমাকে।
কিছু অভিমানী কথা লিখে সেন্ড করবো,
তখনই আরেকটা মেসেজ।
~স্যরি,,ভুল করে চলে গিয়েছিলো মেসেজটা  ডোন্ট মাইন্ড।
আরো পড়ুন,

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.