Lawrence Bishnoi Vs Salman Khan: জেলে বসেই সালমান খানকে খুনের পরিকল্পনা গ্যাংস্টার লরেন্সের

sudiproy877
3 Min Read

গত কয়েকদিন যাবৎ ইন্টারনেট এ সবথেকে বেশি যে বিষয়টি তোলপাড় হচ্ছে, তা হলো লরেন্স বিষ্ণোই বনাম সালমান খানের লড়াই । যদিও এই বিষয়ে বলিউড তারকা সালমান খানের তরফ থেকে সেভাবে কোন উত্তর পাওয়া যায়নি । তবে মুম্বাই পুলিশ থেকে সালমান ভক্ত সকলেই যে বেশ চিন্তায় রয়েছে তা বলাই বাহুল্য ।

সম্প্রতি কয়েকদিন আগেই সালমান ঘনিষ্ট মুম্বাইয়ের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকী র খুন হয় । জানা যায়, এই খুনের নেপথ্যে রয়েছেন গ্যাংস্টার লরেন্স ।নব্বই এর দশকের শেষ দিকে মুম্বাই ও বলিউডে দাউদ ইব্রাহিম ওরফে ডি কোম্পানি যেভাবে হত্যালীলা করতো সেই একইভাবে কয়েকদিন আগেই বাবা সিদ্দিকীর খুন হয় ।বাবা সিদ্দিকী মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে বলিউডে ও ছিলেন বেশ প্রভাবশালী । পুলিশ সূত্রে জানা যায়, বাবা সিদ্দিকীর সঙ্গে তার ছেলে জিশান সিদ্দিকী কেও খুনের পরিকল্পনা ছিলো একই দিনে । কিন্তু ঘটনাক্রমে জিশান বেঁচে যায় । এরপরই, লরেন্স সালমান খানকে খুনের ধমকি পাঠায় । যদিও এটা প্রথমবার নয়, গত বছর সামাজিক মাধ্যম থেকে টিভি মিডিয়া সমস্ত জায়গায়, গ্যাংস্টার লরেন্স বিষ্ণই সালমান খানকে প্রকাশ্যে খুনের ধমকি দেয় ।

গত কয়েক মাস আগেই মুম্বাইয়ে অবস্থিত সালমান খানের বাড়িতে লরেন্স গাং এর লোকজন বেশ কয়েক রাউন্ড গুলি ও চালায়। যদিও সেই ঘটনায় কারো কোন ক্ষতি হয়নি ।কিন্তু বাবা সিদ্দিকী কে যেভাবে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়, তারপর থেকে সালমান খানের ভক্তরা যে মারাত্বক চিন্তায় রয়েছেন, তা বলাই বাহুল্য ।

আরো পড়ুন, ‘ডাকাতিয়া বাঁশি’ গানের জনপ্রিয়তায় সাকসেস বহুরূপী ও কৌশনীর কেরিয়ার

সালমান খানকে কেন বারবার খুনের হুমকি দিচ্ছেন লরেন্স ? এর কারণ অবশ্য অনেকেই জেনে থাকবেন । ১৯৯৮ সালে সালমান খান এক কালো হরিণ (Black Buck) শিকার করেন । এর এই কালো হরিণকে নিজেদের ধর্মে ভগবানের রূপ মনে করেন লরেন্স বিষ্ণই ও তাদের বিষ্ণই সমাজ । তারপর থেকেই বরাবর সালমান খানকে এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন লরেন্স । কিন্তু সালমান খান ও চুলবুল পান্ডের মতো ভয় না পেয়ে, ক্ষমা আজ অব্দি চাননি । তবে, বাবা সিদ্দিকী কে যেভাবে প্রকাশ্য রাস্তায় ফিল্মি কায়দায় খুন করা হয়েছে, তারপর সালমান খানের প্রাণের ঝুঁকি যে একদম নেই, তা কিন্তু হলফ করা বলা যাচ্ছে না। ইতিমধ্যেই মুম্বাই পুলিশ তার নিরাপত্তা অনেক বাড়িয়ে দিয়েছে । তবে, গত কয়েক বছরে জেলের ভেতরে বসেও যেভাবে দেশে ও বিদেশে একের পর এক হত্যার চিত্রনাট্য লিখছেন লরেন্স বিষ্ণই তা কিন্তু রীতিমতো চিন্তায় ফেলেছে ভারতীয় গোয়েন্দা বিভাগ ও বলিউড মহলকে ।

প্রসঙ্গত, গত বছর পাঞ্জাবের বিখ্যাত গায়ক সিদু মুসেওয়ালা কে দিন দুপুরে প্রকাশ্য রাস্তায় খুন করা থেকে শুরু করে কানাডায় একের পর এক খালিস্তানি কে হত্যার পেছনেও শোনা যায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণই এর নাম ।

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.