বিশ্বকর্মা পূজার মন্ত্র 2024 – Biswakarma Puja Mantra In Bengali

sudiproy877
2 Min Read

বিশ্বকর্মা পূজার মন্ত্র 

বছর ঘুরে আবার চলে এসেছে বিশ্বকর্মা পূজা । চারিদিকে সকল কলকারখানা, সুতার, মিস্ত্রি থেকে ঘরে ঘরে আজ বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হচ্ছে ।  কিন্তু কিভাবে বিশ্বকর্মা পূজার আয়োজন করা উচিত কিংবা পূজার মন্ত্র ও বা কি ?
সেটা নিয়ে নিশ্চই ভাবছেন ?  হিন্দু ধর্মের পুরান অনুযায়ী বাবা বিশ্বকর্মা হলেন দেবশিল্পী । আর এই দেবশিল্পী
কে ভালোভাবে আরাধনা করতে পারলে মেলে স্থাপত্য ও ভাস্কর্যের অসীম জ্ঞান । তাই সঠিকভাবে বিশ্বকর্মা পূজার মন্ত্র ও আয়োজন সঠিক রীতি মনে করা উচিত । তো, চলুন দেখে নেওয়া যাক, বিশ্বকর্মা পূজার মন্ত্র কি ?

বিশ্বকর্মার ধ্যান মন্ত্র

ওঁ বিশ্বকর্মন্ মহাভাগ সুচিত্রকর্মকারক্ । বিশ্বকৃৎ বিশ্বধৃক্ ত্বঞ্চ
রসনামানদণ্ডধৃক্ ।।
এর অর্থ- হে দংশপাল ( বর্মের দ্বারা পালনকারী ) , হে মহাবীর , হে বিশ্বের সৃষ্টিকর্তা ও বিশ্ব বিধাতা, হে সুন্দর চিত্র রূপ কর্মকারক , আপনি মাল্য চন্দন ধারন করে থাকেন ।

বিশ্বকর্মা পুষ্পাঞ্জলী মন্ত্র

পুষ্পাঞ্জলি মন্ত্র—
এষ সচন্দন দুর্বাপুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ
ওঁ শিল্পবতে শ্রীবিশ্বকর্মণে নমঃ
সরলার্থ–চন্দন ,দুর্বা,পুষ্প ও বিল্বপত্র দিয়ে শিল্প দেবতা বিশ্বকর্মাকে
পুষ্পাঞ্জলি প্রদান করছি এবং প্রণাম জানাচ্ছি ৷

বিশ্বকর্মার প্রনাম মন্ত্র

ওঁ দেবশিল্পিন মহাভাগ দেবানাং কার্যসাধক
বিশ্বকর্মন্নমস্তুভ্যং সর্বাভীষ্ট ফলপ্রদঃ
দেবশিল্পী , মহাভাগ ( দয়াদি অষ্ট গুন যুক্ত ) দেবতা দের কারু কার্য্যসাধক সর্বাভীষ্ট প্রদানকারী হে বিশ্বকর্মা আপনাকে নমস্কার ।  ধ্যান ও প্রনাম মন্ত্রে বিশ্বকর্মার যে পরিচয় পাওয়া গেলো- সেটি হল বিশ্বকর্মা মহাবীর আবার দয়াদি অষ্ট গুন যুক্ত। তিনি সৃষ্টি কর্তা আবার সৃষ্টি বিধাতা। তিনি মহাশিল্পী আবার মহাযোদ্ধা। বিশ্বকর্মার এই চরিত্র বেদ এবং পুরানে আরোও পরিষ্কার ভাবে ফুটে উঠে ।
আরো পড়ুন,
 
 
 
Tags –
Biswakarma Puja, Vishwakarma Puja Mantra,
Bengali Mantra
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.