Janmashtami Bangla Kobita (জন্মাষ্টমী নিয়ে কবিতা)

sudiproy877
1 Min Read

Janmashtami Bangla Kobita 

জয় শ্রীকৃষ্ণ 

শ্রীকৃষ্ণ হচ্ছেন পরশ পাথরের ন্যায়।
এর সংস্পর্শে যেই আসেন শুদ্বাআত্মায়
পরিনত হয়ে যায়।
মন্দিরে শ্রীকৃষ্ণের দর্শনে পাপ মোচন হয়।
কৃষ্ণ মহাপ্রসাদে দেহ ও মন প্রবিত্র হয়।
মহাপ্রবিত্র কৃষ্ণ নাম জপে অতীতের
সঞ্চিত পাপ ধংস হয়ে যায়।
কৃষ্ণ কথা শ্রবনে হৃদয় শুদ্ধ হয়।
হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের
মন্দ রেখাগুলো নাশ হয় এবং শুভ রেখার
উদয় হয়।
নৃত্য করে কীর্তন করলে দেহের পাপ ঝড়ে পড়ে যায়।
সর্বোপরি বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত এমন
কিছু নেই যে কৃষ্ণ সংঙ্গে লাভ না হয়।
কৃষ্ণ হচ্ছেন আলোর প্রকাশ আর কৃষ্ণ
ব্যতীত সবই হচ্ছে মায়া অর্থাৎ অন্ধকার।
এজন্যই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন
কৃষ্ণ নামে সর্বসিদ্ধি লাভ হয়।
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সুখী হউন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে.
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে.

আরো পড়ুন, জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম ( পূজা, দিনক্ষণ,তারিখ)


Tags –
Bangla Kobita, Janmashtami,
জন্মাষ্টমী

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.